নন্দীগ্রাম, 1 এপ্রিল : রাজ্যের মধ্যে সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম । এই নন্দীগ্রাম থেকে এবারের ভোটে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্যায় এই নন্দীগ্রামে ভূমি আন্দোলনের হাত ধরে ক্ষমতায় এসেছিলেন । সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি হিসেবে কাজ করেছেন শুভেন্দু অধিকারী । তবে আজকের ভোটে দু'জন একে অন্যের প্রতিপক্ষ ৷
ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হতেই শুভেন্দুকে দেখা গেল ফের একবার মমতার বিরুদ্ধে আক্রমণ শানাতে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে বিভিন্ন সময়ে দেব-দেবীদের নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ৷ আজ সেই প্রসঙ্গ টেনেই মমতাকে বিঁধলেন শুভেন্দু ৷ বললেন, "বিষ্ণুমাতা, সরস্বতী পুজোর ভুল মন্ত্রপাঠ, ভুল চণ্ডীপাঠ, এই সব করে ব্রাক্ষ্ণণদের অপমান করছেন তিনি ৷ এসব তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যেস ) ৷ হিন্দুদের অপমান করা তাঁর দীর্ঘদিনের অভ্যেস ৷"
আরও পড়ুন : জয় নিশ্চিত, তাই অন্য় কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন না মমতা
কিন্তু বামেরাও পুরানো জমি ফেরত পেতে মরিয়া ৷ এবারে নতুন মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে আলিমুদ্দিন ৷
আজ নন্দীগ্রামসহ পূর্ব মেদিনীপুর জেলার 9 টি আসনে ভোট হয়েছে । বিক্ষিপ্ত কিছু জায়গা ছাড়া প্রায় নির্বিঘ্নে ভোট হল পূর্ব মেদিনীপুর জেলায় । এবার দেখার বিষয় নন্দীগ্রামের মানুষ কাকে চায় ! তার জন্য অপেক্ষা করতে হবে 2 মে পর্যন্ত।