ETV Bharat / state

Bengal civic polls 2022: লড়াইয়ের আগে মাঠ ছেড়ে পালাল অধিকারী পরিবার, কটাক্ষ সুপ্রকাশ গিরির

কাঁথি পৌরসভা নির্বাচনে (Bengal civic polls 2022) মনোনয়নপত্র জমা দিলেন মৎস্যমন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি । এদিন শুভেন্দু অধিকারীর (Suprakash Giri attacks Suvendu Adhikari) পরিবারকে একহাত নিয়েছেন তিনি ৷

Bengal civic polls 2022: Suprakash Giri attacks Suvendu Adhikari while filing nomination
লড়াইয়ের আগে মাঠ ছেড়ে পালাল অধিকারী পরিবার: সুপ্রকাশ গিরি
author img

By

Published : Feb 10, 2022, 11:41 AM IST

কাঁথি, 10 ফেব্রুয়ারি: রাজ্যের হাইভোল্টেজ পৌরসভা কাঁথি (Bengal civic polls 2022)। বুধবার সেখানকার 13নং ওয়ার্ডে তৃণমূলের তরফে মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি (Suprakash Giri attacks Suvendu Adhikari)। গতকাল কাঁথি পৌরসভার 20 জন তৃণমূল প্রার্থী কাঁথি মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন ।

পারিবারিক সমস্যার কারণে মৎসমন্ত্রীর ছেলে সুপ্রকাশ গিরি (Suprakash Giri files nomination) মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিতে পারেননি । তাই বুধবার তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে কাঁথি শহর পরিক্রমা করে মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা করেন। এই দিন সুপ্রকাশ গিরির সঙ্গে ছিলেন কাঁথি দু'নম্বর ব্লকের তৃণমূলের সহ-সভাপতি তরুণ জানা ও কাঁথি পৌরসভার প্রশাসক হরিসাধন দাসঅধিকারী-সহ তৃণমূলের অন্যান্য নেতা-কর্মীরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুপ্রকাশ গিরি বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক ও স্নেহধন্য প্রার্থী । আমরা যাঁরা তৃণমূল কংগ্রেস করি, সারা বছরই মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি । আর আজকে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো । এখানকার গদ্দার ও মীরজাফরকে যোগ্য জবাব দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছে । এবার খালি সময়ের অপেক্ষা ।"

আরও পড়ুন: Bengal Civic Polls 2022 : কোচবিহার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে মা' র বিরুদ্ধে প্রার্থী ছেলে !

অধিকারী পরিবারকে কটাক্ষ করে তিনি বলেন, "অধিকারীরা লড়াইয়ের আগে মাঠ ছেড়ে দিয়েছেন । আমি বলব আগে দুর্নীতির বিরুদ্ধে লড়, তারপরে মাঠে লড়বে । দুর্নীতিগ্রস্ত অধিকারী পরিবারকে কাঁথির বুকে এক ইঞ্চিও মাটি ছাড়ব না ।"

কাঁথি দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ কুমার জানান, দল যখন বৃহত্তর জায়গায় পৌঁছবে তখন অনেকের মনে প্রার্থী হওয়ার ভাবনা জাগবে । তৃণমূলের প্রতীক যেখানে থাকবে, সেখানেই মানুষের ভোট । যাঁরা নির্দলে দলের প্রতীকে দাঁড়িয়েছেন তাঁদের ধীরে ধীরে সরে যেতে বলেছি । যাঁঁরা প্রকৃত দলের কর্মী, তাঁরাই দলের কর্মীকে জেতানোর চেষ্টা করবেন ।

অধিকারী পরিবারের উদ্দেশে তাঁর কটাক্ষ, "বিগত 40 বছর ধরে যাঁরা পৌরসভা চালিয়েছেন, তাঁদের বিজেপি বিশ্বাস করেনি । বিজেপি জানে অধিকারী পরিবার দাঁড়ালেই তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাই তাদের কোনও প্রতীক দেয়নি । এর থেকে বেশি কিছু হতে পারে না । তৃণমূলে কোনও দাদার অনুগামী প্রার্থী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী । যাঁরা প্রচার করছেন তাঁরা ভুলভাল প্রচার করছেন ৷"

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : শ্রীরামপুরে স্ত্রী তৃণমূল প্রার্থী, স্বামী মনোনয়ন দিলেন নির্দলে

অপরদিকে এগরা পৌরসভার তৃণমূল কংগ্রেসের 14 জন প্রার্থী মনোনয়নপত্র মহকুমা শাসকের দফতরে জমা দেন ।

কাঁথি, 10 ফেব্রুয়ারি: রাজ্যের হাইভোল্টেজ পৌরসভা কাঁথি (Bengal civic polls 2022)। বুধবার সেখানকার 13নং ওয়ার্ডে তৃণমূলের তরফে মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি (Suprakash Giri attacks Suvendu Adhikari)। গতকাল কাঁথি পৌরসভার 20 জন তৃণমূল প্রার্থী কাঁথি মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন ।

পারিবারিক সমস্যার কারণে মৎসমন্ত্রীর ছেলে সুপ্রকাশ গিরি (Suprakash Giri files nomination) মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিতে পারেননি । তাই বুধবার তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে কাঁথি শহর পরিক্রমা করে মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা করেন। এই দিন সুপ্রকাশ গিরির সঙ্গে ছিলেন কাঁথি দু'নম্বর ব্লকের তৃণমূলের সহ-সভাপতি তরুণ জানা ও কাঁথি পৌরসভার প্রশাসক হরিসাধন দাসঅধিকারী-সহ তৃণমূলের অন্যান্য নেতা-কর্মীরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুপ্রকাশ গিরি বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক ও স্নেহধন্য প্রার্থী । আমরা যাঁরা তৃণমূল কংগ্রেস করি, সারা বছরই মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি । আর আজকে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো । এখানকার গদ্দার ও মীরজাফরকে যোগ্য জবাব দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছে । এবার খালি সময়ের অপেক্ষা ।"

আরও পড়ুন: Bengal Civic Polls 2022 : কোচবিহার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে মা' র বিরুদ্ধে প্রার্থী ছেলে !

অধিকারী পরিবারকে কটাক্ষ করে তিনি বলেন, "অধিকারীরা লড়াইয়ের আগে মাঠ ছেড়ে দিয়েছেন । আমি বলব আগে দুর্নীতির বিরুদ্ধে লড়, তারপরে মাঠে লড়বে । দুর্নীতিগ্রস্ত অধিকারী পরিবারকে কাঁথির বুকে এক ইঞ্চিও মাটি ছাড়ব না ।"

কাঁথি দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ কুমার জানান, দল যখন বৃহত্তর জায়গায় পৌঁছবে তখন অনেকের মনে প্রার্থী হওয়ার ভাবনা জাগবে । তৃণমূলের প্রতীক যেখানে থাকবে, সেখানেই মানুষের ভোট । যাঁরা নির্দলে দলের প্রতীকে দাঁড়িয়েছেন তাঁদের ধীরে ধীরে সরে যেতে বলেছি । যাঁঁরা প্রকৃত দলের কর্মী, তাঁরাই দলের কর্মীকে জেতানোর চেষ্টা করবেন ।

অধিকারী পরিবারের উদ্দেশে তাঁর কটাক্ষ, "বিগত 40 বছর ধরে যাঁরা পৌরসভা চালিয়েছেন, তাঁদের বিজেপি বিশ্বাস করেনি । বিজেপি জানে অধিকারী পরিবার দাঁড়ালেই তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাই তাদের কোনও প্রতীক দেয়নি । এর থেকে বেশি কিছু হতে পারে না । তৃণমূলে কোনও দাদার অনুগামী প্রার্থী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী । যাঁরা প্রচার করছেন তাঁরা ভুলভাল প্রচার করছেন ৷"

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : শ্রীরামপুরে স্ত্রী তৃণমূল প্রার্থী, স্বামী মনোনয়ন দিলেন নির্দলে

অপরদিকে এগরা পৌরসভার তৃণমূল কংগ্রেসের 14 জন প্রার্থী মনোনয়নপত্র মহকুমা শাসকের দফতরে জমা দেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.