নন্দীগ্রাম, 29 জুন: আর মাত্র 8 দিন বাকি পঞ্চায়েত নির্বাচনের ৷ তার আগেই আইসি বদল নিয়ে বিতর্ক ৷ নন্দীগ্রাম থানার দায়িত্বে ছিলেন আইসি সুমন চৌধুরী ৷ এই থানার নতুন আইসি-র দায়িত্বে থাকবেন ডিএসপি থেকে আসা কাশীনাথ চৌধুরী ।
সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণে নন্দীগ্রাম থানার আইসি সুমন চৌধুরী ছুটির আবেদন করেছিলেন । সেই মর্মে তাকে ছুটি দেওয়া হয়েছে ৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই জায়গায় নতুন দায়িত্ব সামলাবেন ডিআইবি থেকে আসা কাশীনাথ চৌধুরী । এর আগেও কাশীনাথ চৌধুরী নন্দীগ্রাম থানার দায়িত্ব পালন করেছেন । সেই কাশীনাথকেই আবার ফিরিয়ে নিয়ে আসা হল নন্দীগ্রাম থানায়। 2022 সালের মার্চ থেকে নন্দীগ্রামের আইসি পদের দায়িত্ব নিয়েছিলেন ৷
উল্লেখ্য, নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে সাম্প্রতিক কালে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলেছিল বিরোধী দলগুলি । বাম, কংগ্রেস, বিজেপির সব পক্ষেরই অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে । আর এরই মধ্যেই রাজ্য প্রশাসন সূত্র খবর, আইসির দায়িত্ব থেকে সরানো হয়েছে সুমন রায় চৌধুরীকে ।
বঙ্গ রাজনীতিতে বরাবরই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম । এই নন্দীগ্রামের আন্দোলন থেকেই দীর্ঘ 34 বছরে বাম শাসনের অপসারণ হয়েছিল । আবার একুশের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই দেখেছিল এই নন্দীগ্রাম । একদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অন্যদিকে শুভেন্দু অধিকারী । টানটান উত্তেজনায় ভরা গণনাপর্ব শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নন্দীগ্রামের বিধায়ক হয়েছিলেন শুভেন্দু অধিকারী । তাই শাসক-বিরোধী সব পক্ষের নজরে রয়েছে নন্দীগ্রাম ।
আরও পড়ুন: তৃণমূল যদি ভাবে রক্তের হোলি খেলব, তাহলে বিজেপিকেও নামতে হবে: সুকান্ত
কেউ কাউকে একফোঁটা জমি ছাড়তে নারাজ । আর এসবের মধ্যেই আবার নন্দীগ্রামের আইসি-কে দায়িত্ব থেকে সরানো হচ্ছে । পঞ্চায়েত ভোটের মুখে প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে । যদিও বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "শাসকদলের হয়ে যে সকল থানার আইসি সহযোগিতা করছেন । তাদের নামের তালিকা আমরা নির্বাচন কমিশনকে পাঠিয়েছিলাম । সেই কারণে একে একে এরকম ভাবে সরানো হচ্ছে । ছুটির বিষয়টা শুধুমাত্র অজুহাত ।"