ETV Bharat / state

বৈঠক করতে এসে ঘেরাও হলেন BDO - BDO of Kolaghat faced agitation

স্থানীয় বাসিন্দা অন্নপূর্ণা আচার্য বলেন, "দীর্ঘদিন ধরেই আমাদের এলাকার টিউবওয়েলগুলি খারাপ হয়ে রয়েছে । জলের জন্য প্রায় দেড় কিলোমিটার দূরে যেতে হয় । আমরা চরম সমস্যায় পড়েছি । পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় বাধ্য হয়ে আমরা BDO আসছে জানতে পেরে তাঁকে ঘেরাও করেছি ।"

water problem at kolaghat
BDO-কে ঘেরাও
author img

By

Published : Dec 2, 2019, 9:36 PM IST

কোলাঘাট, ২ ডিসেম্বর: পানীয় জলের সমস্যা জানিয়ে BDO-কে ঘেরাও করল গ্রামবাসী । এলাকার উন্নয়নের কাজ নিয়ে আজ পঞ্চায়েত প্রধান ও সদস্যদের সঙ্গে বৈঠক করছিলেন কোলাঘাটের BDO। বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই পঞ্চায়েত অফিসে BDO-কে ঘেরাও করে বিক্ষোভ দেখান সিদ্ধা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের একাংশ । তাঁদের অভিযোগ, এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের । এলাকার 500 জন বাসিন্দা চরম দুর্ভোগে পড়েছেন । পঞ্চায়েত প্রধানকে বারবার জানিয়েও লাভ না হওয়ায় এদিন BDO- কে ঘেরাও করেন তাঁরা । প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ চলে । খবর পেয়ে সেখানে যায় পাঁশকুড়া থানার পুলিশ । পরে BDO-র কাছ থেকে আশ্বাস পেয়ে বিক্ষোভ তোলেন গ্রামবাসী ।

স্থানীয় বাসিন্দা অন্নপূর্ণা আচার্য বলেন, "দীর্ঘদিন ধরেই আমাদের এলাকার টিউবওয়েলগুলি খারাপ হয়ে রয়েছে । জলের জন্য প্রায় দেড় কিলোমিটার দূরে যেতে হয় । আমরা চরম সমস্যায় পড়েছি । পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় বাধ্য হয়ে আমরা BDO আসছে জানতে পেরে তাঁকে ঘেরাও করেছি ।"

দেখুন ভিডিয়োয় কী বলছেন তাঁরা...

BDO মদন মণ্ডল বলেন, "আজ এলাকার উন্নয়ন নিয়ে মিটিং করতে এসেছিলাম । আমার জানা ছিল না এতদিন ধরে সাধারণ মানুষ জলের সমস্যায় ভুগছে । প্রধান আমেনা বিবিকে নির্দেশ দিয়েছি দুই থেকে তিন দিনের মধ্যে টিউবওয়েলগুলি সারানোর । "

কোলাঘাট, ২ ডিসেম্বর: পানীয় জলের সমস্যা জানিয়ে BDO-কে ঘেরাও করল গ্রামবাসী । এলাকার উন্নয়নের কাজ নিয়ে আজ পঞ্চায়েত প্রধান ও সদস্যদের সঙ্গে বৈঠক করছিলেন কোলাঘাটের BDO। বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই পঞ্চায়েত অফিসে BDO-কে ঘেরাও করে বিক্ষোভ দেখান সিদ্ধা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের একাংশ । তাঁদের অভিযোগ, এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের । এলাকার 500 জন বাসিন্দা চরম দুর্ভোগে পড়েছেন । পঞ্চায়েত প্রধানকে বারবার জানিয়েও লাভ না হওয়ায় এদিন BDO- কে ঘেরাও করেন তাঁরা । প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ চলে । খবর পেয়ে সেখানে যায় পাঁশকুড়া থানার পুলিশ । পরে BDO-র কাছ থেকে আশ্বাস পেয়ে বিক্ষোভ তোলেন গ্রামবাসী ।

স্থানীয় বাসিন্দা অন্নপূর্ণা আচার্য বলেন, "দীর্ঘদিন ধরেই আমাদের এলাকার টিউবওয়েলগুলি খারাপ হয়ে রয়েছে । জলের জন্য প্রায় দেড় কিলোমিটার দূরে যেতে হয় । আমরা চরম সমস্যায় পড়েছি । পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় বাধ্য হয়ে আমরা BDO আসছে জানতে পেরে তাঁকে ঘেরাও করেছি ।"

দেখুন ভিডিয়োয় কী বলছেন তাঁরা...

BDO মদন মণ্ডল বলেন, "আজ এলাকার উন্নয়ন নিয়ে মিটিং করতে এসেছিলাম । আমার জানা ছিল না এতদিন ধরে সাধারণ মানুষ জলের সমস্যায় ভুগছে । প্রধান আমেনা বিবিকে নির্দেশ দিয়েছি দুই থেকে তিন দিনের মধ্যে টিউবওয়েলগুলি সারানোর । "

Intro:কোলাঘাট,২ ডিসেম্বর: এসেছিলেন এলাকার উন্নয়নের কাজ কতটা ত্বরান্বিত হয়েছে তা পঞ্চায়েত প্রধান ও সদস্যদের সাথে বৈঠক করে খতিয়ে দেখতে। মিটিং শুরুর কিছুক্ষণের মধ্যেই এলাকার গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসেই বিডিও কে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন জলের দাবিতে। প্রায় ঘণ্টা তিনেক ধরে চলে বিক্ষোভ। বিক্ষোভ তুলতে ঘটনাস্থানে এসে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ।পরে বিডিওর কাছ থেকে দুই-তিনদিনের মধ্যেই এলাকার সমস্ত জলের কল সারিয়ে দেওয়ার আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন এলাকাবাসী। কোলাঘাট ব্লকের সিদ্ধা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিদ্ধা এক ১ গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়া, দিগলাবাড় দক্ষিণপাড়া ও আচার্য পাড়ার তিনটি জলের কল প্রায় দু'বছর ধরে খারাপ হয়ে রয়েছে। তীব্র জল সংকটে নিত্যদিন সমস্যায় পড়তে হতো এলাকাবাসীকে।ফলে খাওয়ার জলের জন্য এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষকে এক থেকে দেড় কিলোমিটার দূর থেকে জল বয়ে আনতে হয় প্রতিনিয়ত। যা অত্যন্ত কষ্টের। অভিযোগ এলাকার জনপ্রতিনিধি ও প্রধান কে বারবার লিখিত ভাবে জানিয়েও কোনো সুরাহা হয়নি।আর যে কারণেই মিটিং করতে বিডিও সাহেব পঞ্চায়েত অফিসে আসছে জানতে পেরেই জড়ো হন গ্রামবাসীরা। কিন্তু মিটিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই জলের দাবিতে বিডিও কে অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। প্রায় তিন ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর বিডিও গ্রামবাসীদের আশ্বাস দেন দুই-তিনদিনের মধ্যেই খারাপ হওয়া সমস্ত কল সারিয়ে দেওয়ার। আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন এলাকাবাসী।Conclusion:বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা অন্নপূর্ণা আচার্য অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই আমাদের এলাকার কলগুলি খারাপ হয়ে রয়েছে। যে কারণে জলের জন্য এক থেকে দেড় কিলোমিটার দূরে প্রতিবেশীদের বাড়িতে যেতে হয়। একটি কলের উপর চাপ পড়ায় তাঁদের কল গুলিও খারাপ হয়ে যাচ্ছে। এলাকার পুকুরগুলো অবস্থা খারাপ হওয়ায় কলের জলের ওপর নির্ভরশীল। জল না পেয়ে নিত্যদিন আমরা সমস্যায় পড়েছি। পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় বাধ্য হয়েই আমরা বিডিও আসছে জানতে পেরে তাকে ঘেরাও করেছি। সমস্যার সুরাহা না হলে ওনাকে আমরা ছাড়বো না।

দীর্ঘক্ষন ধরে বিক্ষোভ চলার পর কোলাঘাট ব্লকের বিডিও এলাকাবাসীর সাথে আলোচনায় বসেন। এলাকার খারাপ হওয়া কল সারিয়ে দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিলে তবেই ওঠে বিক্ষোভ।

এ বিষয়ে কোলাঘাট ব্লকের বিডিও মদন মন্ডল বলেন, আজ এলাকার উন্নয়ন নিয়ে মিটিং করতে এসেছিলাম। আমার জানা ছিল না এতদিন ধরে সাধারণ মানুষ জলের সমস্যায় ভুগছেন । প্রধান আমেনা বিবি কে নির্দেশ দিয়েছি দুই-তিনদিনের মধ্যেই জলের কল গুলিকে সারিয়ে দেওয়ার। সাধারণ মানুষ আশ্বস্ত হয়ে বিক্ষোভ তুলে নিয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.