কোলাঘাট, ২ ডিসেম্বর: পানীয় জলের সমস্যা জানিয়ে BDO-কে ঘেরাও করল গ্রামবাসী । এলাকার উন্নয়নের কাজ নিয়ে আজ পঞ্চায়েত প্রধান ও সদস্যদের সঙ্গে বৈঠক করছিলেন কোলাঘাটের BDO। বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই পঞ্চায়েত অফিসে BDO-কে ঘেরাও করে বিক্ষোভ দেখান সিদ্ধা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের একাংশ । তাঁদের অভিযোগ, এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের । এলাকার 500 জন বাসিন্দা চরম দুর্ভোগে পড়েছেন । পঞ্চায়েত প্রধানকে বারবার জানিয়েও লাভ না হওয়ায় এদিন BDO- কে ঘেরাও করেন তাঁরা । প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ চলে । খবর পেয়ে সেখানে যায় পাঁশকুড়া থানার পুলিশ । পরে BDO-র কাছ থেকে আশ্বাস পেয়ে বিক্ষোভ তোলেন গ্রামবাসী ।
স্থানীয় বাসিন্দা অন্নপূর্ণা আচার্য বলেন, "দীর্ঘদিন ধরেই আমাদের এলাকার টিউবওয়েলগুলি খারাপ হয়ে রয়েছে । জলের জন্য প্রায় দেড় কিলোমিটার দূরে যেতে হয় । আমরা চরম সমস্যায় পড়েছি । পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় বাধ্য হয়ে আমরা BDO আসছে জানতে পেরে তাঁকে ঘেরাও করেছি ।"
BDO মদন মণ্ডল বলেন, "আজ এলাকার উন্নয়ন নিয়ে মিটিং করতে এসেছিলাম । আমার জানা ছিল না এতদিন ধরে সাধারণ মানুষ জলের সমস্যায় ভুগছে । প্রধান আমেনা বিবিকে নির্দেশ দিয়েছি দুই থেকে তিন দিনের মধ্যে টিউবওয়েলগুলি সারানোর । "