ETV Bharat / state

টানা বৃষ্টিতে বেহাল দশা রূপনারায়ণ নদীপাড়ের, আন্দোলনে নামার হুমকি স্থানীয়দের - water lock

গতরাত থেকে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা । জেলা সদর তমলুক থেকে শুরু করে পাঁশকুড়া কোলাঘাট সহ বিভিন্ন ব্লকে রাস্তা ও বাড়ি জলমগ্ন হয়েছে । এর জেরে বিপর্যস্ত জনজীবন । টানা বৃষ্টির জেরে কোলাঘাট ব্লকের দেনান গ্রামে রূপনারায়ণ নদীর পাড়ে প্রায় কুড়ি ফুট এলাকা ফাটল দেখা যায় । সকাল থেকে থেকে অতি বৃষ্টির কারণে বাড়তে শুরু করে ফাটলের গভীরতা ৷ যে কোন মুহূর্তে নদীবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে একের পর এক গ্রাম । তাই আজ সেখানের স্থানীয় বাসিন্দারা বৃষ্টির মধ্যেই কোলাঘাট নদীপাড়ের রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে ।

কোলাঘাটের রূপনারায়ণ নদীপাড় এলাকা
author img

By

Published : Aug 17, 2019, 9:43 PM IST

কোলাঘাট, 17 অগাস্ট : বৃষ্টির জেরে নদীর বাঁধ ভাঙার আশঙ্কায় আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা ৷ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রূপনারায়ণ নদীপাড় এলাকার ঘটনা ৷

গতরাত থেকে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা । জেলা সদর তমলুক থেকে শুরু করে পাঁশকুড়া কোলাঘাট সহ বিভিন্ন ব্লকে রাস্তা ও বাড়ি জলমগ্ন হয়েছে । এর জেরে বিপর্যস্ত জনজীবন । টানা বৃষ্টির জেরে কোলাঘাট ব্লকের দেনান গ্রামে রূপনারায়ণ নদীর পাড়ে প্রায় কুড়ি ফুট এলাকা ফাটল দেখা যায় । সকাল থেকে থেকে অতি বৃষ্টির কারণে বাড়তে শুরু করে ফাটলের গভীরতা ৷ যে কোন মুহূর্তে নদীবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে একের পর এক গ্রাম । তাই আজ সেখানের স্থানীয় বাসিন্দারা বৃষ্টির মধ্যেই কোলাঘাট নদীপাড়ের রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কোলাঘাট থানার পুলিশ । তারা দ্রুত রাস্তা সারাইয়ের আশ্বাস দেওয়ার পর ঘণ্টা দুয়েক পরে বিক্ষোভ উঠ যায় ৷ কিন্তু আপাতত ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোলাঘাটের দেনান গ্রামে রূপনারায়ণ নদীপাড়ের রাস্তাটি বেশকিছুদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে । প্রশাসনকে এবিষয়ে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি । ভারী বর্ষণে জন্য গতরাতে নদীপাড়ের প্রায় 20 ফুট এলাকার রাস্তায় ফাটল দেখা যায় । সকাল থেকে থেকে ব্যাপক বৃষ্টির জেরে ফাটলের গভীরতা আরও বেড়ে যায় । বৃষ্টির ফলে নদীর জল স্তর বাড়লে যে কোনও সময় নদীবাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে । ঘটনাস্থান থেকে দেড় কিলোমিটার দূরে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র । বাঁধ ভাঙন রোধ করা না হলে ক্ষতি হতে পারে তাপবিদ্যুৎ কেন্দ্রের । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হয়নি । তাই আজ সকাল থেকে তারা রাস্তা বন্ধ করে অবরোধ দেখা শুরু করে ৷

স্থানীয় বাসিন্দা সমীর হোসেন বলেন, "মাস দেড়েক আগেই নদী বাঁধের ভাঙনের কথা মহাকুমা অধিকারিককে জানিয়েছিলাম । কথা দিয়েছিলেন এক মাসের মধ্যেই সমস্যার সমাধান করবেন । কিন্তু তা আজও হয়নি । তাই আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি । প্রশাসনকে 15 দিন সময় দিলাম । যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় পরে আমরা রাস্তা কেটে বৃহত্তর আন্দোলনে যাব ।"


পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ বলেন, "বিষয়টি নজরে রয়েছে । ঘটনাস্থান পরিদর্শনের জন্য সেচ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে । দ্রুততার সঙ্গে নদীবাঁধ মেরামতির কাজ শুরু হবে । স্থায়ীভাবে ভাঙন রোধের জন্য ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করা শুরু হয়েছে ।"

কোলাঘাট, 17 অগাস্ট : বৃষ্টির জেরে নদীর বাঁধ ভাঙার আশঙ্কায় আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা ৷ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রূপনারায়ণ নদীপাড় এলাকার ঘটনা ৷

গতরাত থেকে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা । জেলা সদর তমলুক থেকে শুরু করে পাঁশকুড়া কোলাঘাট সহ বিভিন্ন ব্লকে রাস্তা ও বাড়ি জলমগ্ন হয়েছে । এর জেরে বিপর্যস্ত জনজীবন । টানা বৃষ্টির জেরে কোলাঘাট ব্লকের দেনান গ্রামে রূপনারায়ণ নদীর পাড়ে প্রায় কুড়ি ফুট এলাকা ফাটল দেখা যায় । সকাল থেকে থেকে অতি বৃষ্টির কারণে বাড়তে শুরু করে ফাটলের গভীরতা ৷ যে কোন মুহূর্তে নদীবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে একের পর এক গ্রাম । তাই আজ সেখানের স্থানীয় বাসিন্দারা বৃষ্টির মধ্যেই কোলাঘাট নদীপাড়ের রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কোলাঘাট থানার পুলিশ । তারা দ্রুত রাস্তা সারাইয়ের আশ্বাস দেওয়ার পর ঘণ্টা দুয়েক পরে বিক্ষোভ উঠ যায় ৷ কিন্তু আপাতত ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোলাঘাটের দেনান গ্রামে রূপনারায়ণ নদীপাড়ের রাস্তাটি বেশকিছুদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে । প্রশাসনকে এবিষয়ে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি । ভারী বর্ষণে জন্য গতরাতে নদীপাড়ের প্রায় 20 ফুট এলাকার রাস্তায় ফাটল দেখা যায় । সকাল থেকে থেকে ব্যাপক বৃষ্টির জেরে ফাটলের গভীরতা আরও বেড়ে যায় । বৃষ্টির ফলে নদীর জল স্তর বাড়লে যে কোনও সময় নদীবাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে । ঘটনাস্থান থেকে দেড় কিলোমিটার দূরে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র । বাঁধ ভাঙন রোধ করা না হলে ক্ষতি হতে পারে তাপবিদ্যুৎ কেন্দ্রের । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হয়নি । তাই আজ সকাল থেকে তারা রাস্তা বন্ধ করে অবরোধ দেখা শুরু করে ৷

স্থানীয় বাসিন্দা সমীর হোসেন বলেন, "মাস দেড়েক আগেই নদী বাঁধের ভাঙনের কথা মহাকুমা অধিকারিককে জানিয়েছিলাম । কথা দিয়েছিলেন এক মাসের মধ্যেই সমস্যার সমাধান করবেন । কিন্তু তা আজও হয়নি । তাই আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি । প্রশাসনকে 15 দিন সময় দিলাম । যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় পরে আমরা রাস্তা কেটে বৃহত্তর আন্দোলনে যাব ।"


পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ বলেন, "বিষয়টি নজরে রয়েছে । ঘটনাস্থান পরিদর্শনের জন্য সেচ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে । দ্রুততার সঙ্গে নদীবাঁধ মেরামতির কাজ শুরু হবে । স্থায়ীভাবে ভাঙন রোধের জন্য ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করা শুরু হয়েছে ।"

Intro:কোলাঘাট,18 আগস্ট: টানা বৃষ্টিতে একাধিক এলাকায় জল জমেছে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায়। জেলা সদর তমলুক থেকে শুরু করে পাঁশকুড়া কোলাঘাট সহ বিভিন্ন ব্লকে রাস্তা ও বাড়ি জল মগ্ন হয়েছে। যে কারণে প্রায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে টানা বৃষ্টির কারণে কোলাঘাট ব্লকের দেনান গ্রামে রূপনারায়ন নদীর পাড়ে প্রায় কুড়ি ফুট রাস্তা ফাট নিয়ে বসে গিয়েছে। যে কোন সময় নদী বাঁধ ভাঙ্গনের আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী।
Body:স্থানীয় সূত্রে জানা গেছে,অতিবৃষ্টিতে কোলাঘাটের দেনান গ্রামে নদীপাড়ের রাস্তায় ধ্বস নামে গভীর রাতে।আর যে কারনেই নদী ভাঙ্গনের আতঙ্কে প্রশাসনের ওপর ক্ষিপ্তগ্রামবাসীরা রাস্তা বন্ধ করে অবরোধ শুরু করে। যার ফলে কোলাঘাট- তমলুক রুটে জানচলাচল ব্যহত। এলাকাবাসীদের অভিযোগ কোলাঘাটের দেনান গ্রামে রূপনারায়ন নদীপাড়ের রাস্তাটি বেশকিছুদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি । ভারী বর্ষণের কারণে গভীর রাতে নদীপাড়ের রাস্তায় প্রায় ২০ ফুট এলাকা ফাটল নিয়ে বসে যায়। সকাল থেকে থেকে ব্যপক বৃষ্টির কারনে ফাটলের গভীরতা আরো বেড়ে যায়।ফলে যেকোন মুহুর্তে নদী বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে একের পর এক গ্রাম।গ্রামবাসীদের অভিযোগ বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হয়নি।শনিবার সকালথেকে নদীপাড়ের রাস্তাটি আরো বসে যাওয়ার করনে ক্ষিপ্ত গ্রামবাসীরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বৃষ্টির মধ্যেই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোলাঘাট থানার পুলিশ। দ্রুত রাস্তা সারাইয়ের আশ্বাস পেয়ে ঘন্টা দুয়েক পরে বিক্ষোভ উঠলেও রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। গ্রামবাসীদের আতঙ্ক যদি দ্রুত নদী বাঁধ সারাই না করা হয় তাহলে বৃষ্টি নদীর জল স্তর বাড়লে যে কোন সময় নদী বাঁধে ভাঙ্গন হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে । ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে রয়েছে কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র। দ্রুত ভাঙ্গন রোধ না হলে ক্ষতিগ্রস্ত হতে পারে তাপ বিদ্যুৎ কেন্দ্রও।

স্থানীয় বাসিন্দা সমীর হোসেন জানিয়েছেন, মাস দেড়েক আগেই নদী বাঁধের ভাঙ্গন পরিস্থিতি মহাকুমা অধিকারী কে জানিয়েছিলাম। উনি কথা দিয়েছিলেন এক মাসের মধ্যেই সমস্যার সমাধান করবেন। কিন্তু তা আজও হয়নি। তাই আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি। প্রশাসনকে পনেরো দিন সময় দিলাম। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় পরে আমরা রাস্তা কেটেই বৃহত্তর আন্দোলনে যাব।
Conclusion:পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ জানিয়েছেন, বিষয়টি নজরে রয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে ইরিগেশন দপ্তরের আধিকারিকদের রওনা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুততার সঙ্গে নদী বাঁধ মেরামতের কাজ শুরু হবে। পরে স্থায়ীভাবে ভাঙ্গন রোধের জন্য ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করা শুরু হয়েছে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.