নন্দীগ্রাম, 30 ডিসেম্বর : শুভেন্দু অধিকারীর মিছিলকে কেন্দ্র করে গতকালই উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম । মিছিলে আগত বিজেপি কর্মীদের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । বাস ভাঙচুর করা হয় ৷ ঘটনায় শতাধিক দলীয় কর্মী আহত হয় বলে অভিযোগ বিজেপির । তারপরই দফায় দফায় ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গোটা নন্দীগ্রামজুড়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা ৷ থানা ঘেরাও করে গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ । এবার ক্ষোভের আঁচ কমতে না কমতেই নন্দীগ্রামে ভাঙচুর হল তৃণমূলের কার্যালয় । যদিও তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ মানতে নারাজ বিজেপি ।
মঙ্গলবার সকালে একাধিক বাসে নন্দীগ্রামের উদ্দেশে রওনা দেন জেলার বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মীরা । তাঁদের অভিযোগ, বাস নন্দীগ্রামের ভূতার মোড়ের কাছে পৌঁছাতেই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ ইট-পাটকেল ছোড়া হয় চলন্ত বাসে । বাস থামিয়ে বিজেপি কর্মীরা নিচে নামতেই লাঠি-রড দিয়ে পুরুষ-মহিলা নির্বিশেষে পেটানো হয় । ঘটনার পর গুরুতর জখমদের প্রথমে ভরতি করা হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ পরে অবস্থার অবনতি হওয়ায় তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ঘটনায় ক্ষুব্ধ বিজেপি কর্মীরা নন্দীগ্রাম থানা ঘেরাও করে ৷ দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায় । অপরদিকে সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, 24 ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে ফের থানা ঘেরাও করা হবে । 24 ঘণ্টা কাটতে না কাটতে রাতেই নন্দীগ্রামে তৃণমূলের কার্যালয় ভাংচুরের ঘটনায় বুধবার সকাল থেকে ফের উত্তপ্ত এলাকা ।
আরও পড়ুন: নন্দীগ্রামের মানুষ সঙ্গে আছেন, ভোটে প্রমাণ করে দেব : শুভেন্দু
এই বিষয়ে তৃণমূলের মোহাম্মদপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি দীপক কুমার গায়েন অভিযোগ করেন, গতকাল রাতে বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে । একাধিক আসবাবপত্র, কাগজপত্র তছনছ করেছে দুষ্কৃতীরা ।
ইতিমধ্যে নন্দীগ্রাম থানায় অভিযুক্তদের চিহ্নিতকরণ করে অভিযোগ জানানো হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
যদিও তৃণমূল কার্যালয় ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল ৷ তিনি বলেন, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে নন্দীগ্রামে তৃণমূলের আর কোনও অস্তিত্ব নেই । আমাদের কাছে তাই ওদের দলীয় কার্যালয় থাকা ও না থাকা দুই সমান । আসলে ওরা নিজেরাই নিজেদের দলীয় কার্যালয়ে ভেঙে মিথ্যা মামলায় আমাদের দলীয় কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে । কোনও দলের কার্যালয় দখল করা বা ভাঙচুর করা বিজেপির কালচার নয় ।