কুমারডিহা (পূর্ব মেদিনীপুর), 19 মে: আরও একটি বাজি কারখানার হদিশ পাওয়া গেল পূর্ব মেদিনীপুরে ৷ ঘটনাস্থল সেই খাদিকুল গ্রাম থেকে মাত্র 15 কিলোমিটার দূরে ৷ গ্রামের নাম কুমারডিহা ৷ গ্রামটি গরিদা অঞ্চলের অন্তর্গত ৷ গ্রামবাসীর অভিযোগ, ওই বাজি কারখানা অবৈধ ৷ স্থানীয়দের থেকে জানা গিয়েছে, ওই বাজি কারখানার মালিক চৈতন্য মান্না ৷ তাঁকে গ্রামবাসী খুঁজে পায়নি ৷ তাদের ধারণা, চেতন্য এলাকা ছেড়ে পালিয়েছে ৷
ওই বাজি কারখানা ঘিরে প্রথমে ঘিরে রাখেন গ্রামের বাসিন্দারা ৷ সেখানে বারুদ ও বাজি তৈরির অনেক সামগ্রী পাওয়া গিয়েছে ৷ সেগুলি যাতে পাচার না করা হয়, সেই কারণেই বাজি কারখানা ঘিরে রাখা হয় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি ৷ পরে পুলিশ গিয়ে বাজি তৈরির সরঞ্জাম উদ্ধার করে ৷ সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বচসাও হয় ৷
বাজি কারখানা নিয়ে আতঙ্ক গত মঙ্গলবার থেকে চেপে বসেছে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল-সহ আশপাশের গ্রামগুলিতে ৷ কারণ, খাদিকুল গ্রামে গত মঙ্গলবার দুপুরে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয় ৷ মৃত্যু হয় অন্তত ন’জনের ৷ কারখানার মালিক কৃষ্ণপদ ওরফে ভানু বাগও ওই বিস্ফোরণে গুরুতর জখম হন ৷ তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান ৷ বৃহস্পতিবার ওড়িশার কটকের একটি হাসপাতালে তাঁর হদিশ মেলে ৷ তখন 70 শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় তিনি চিকিৎসাধীন ৷
শুক্রবার সকালে খবর আসে যে ওই হাসপাতালেই ভানু বাগের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় তাঁর ছেলে ও ভাইপোকে আগেই গ্রেফতার করেছে পুলিশ ৷ এদিকে খাদিকুল-সহ আশপাশের গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ওই চত্বরে আরও অনেক বাজি কারখানা অবৈধভাবে চলছে ৷ অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই কারখানাগুলি চলে ৷ যেমন, ভানু বাগ নিজেই তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন ৷
স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দাদের এখন সব নজর বাজি কারখানাগুলির উপর ৷ কোনোভাবে যাতে খাদিকুলের মতো মর্মান্তিক ঘটনা না ঘটে, সেই বিষয়ে তৎপর এলাকার বাসিন্দারা ৷ সেভাবেই এই কুমারডিহার বাজি কারখানার হদিশ পাওয়া গিয়েছে ৷ স্থানীয় বাসিন্দা অলোক দাস জানান, এখানে বাজি তৈরির সরঞ্জাম মজুদ করে রাখা হয়েছে বলে তাঁরা খবর পান ৷ তাই তা ঘিরে রেখে পুলিশকে খবর দেন ৷
যদিও বৃহস্পতিবারই প্রশাসনের শীর্ষস্তর থেকে অবৈধ বাজি কারখানার নির্মূল করার নির্দেশ পুলিশকে দেওয়া হয়েছে ৷ তাই স্থানীয়দের আশা, এবার আর বেঘোরে কাউকে প্রাণ হারাতে হবে না ৷
আরও পড়ুন: এগরায় বাজি কারখানা বিস্ফোরণে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু ওড়িশায়