ETV Bharat / state

হলদিয়ায় কোরোনায় আক্রান্ত বৃদ্ধ

হলদিয়ায় বছর 75-এর এক বৃদ্ধ কোরোনায় আক্রান্ত । তিনি একটি দোকানের মালিক ।

ছবি
ছবি
author img

By

Published : May 4, 2020, 4:04 PM IST

হলদিয়া, ৪ মে : ফের হলদিয়ায় কোরোনায় আক্রান্ত হলেন বছর 75-এর এক বৃদ্ধ । গতকাল তাঁর সোয়াব নমুনা সংগ্রহ করে হলদিয়া মহকুমা হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে টেস্টের জন্য পাঠানো হয়েছিল । আজ সকালে সেই রিপোর্ট আসে । জানা যায়, ওই বৃদ্ধ কোরোনা পজ়িটিভ । তারপরই আক্রান্ত বৃদ্ধকে চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে ।

স্থানীয় ও স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, ওই বৃদ্ধ 6-7 দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন । এলাকার স্বাস্থ্যকর্মীদের কাছে সেই খবর পৌঁছাতেই 2 মে তাঁকে চিকিৎসার জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তিনি আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন ছিলেন । গতকাল তাঁর সোয়াব সংগ্রহ করে টেস্টের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয় । সেই রিপোর্ট আজ সকাল হাসপাতালে এলে জানা যায় তিনি কোরোনায় আক্রান্ত ।

তাঁর হলদিয়ায় একটি দোকান রয়েছে। 2 মে-র আগে প্রতিদিনই তিনি ব্যবসা চালিয়ে গেছেন । এলাকার বড় দোকান হওয়ায় বহু ক্রেতাই তাঁদের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য সেই দোকানে ভিড় জমিয়েছিলেন । ফলে ওই ব্যবসায়ী ঠিক কতজনের সংস্পর্শে এসেছেন তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

এখনও পর্যন্ত হলদিয়ায় কোরোনায় আক্রান্ত হয়েছেন মোট 11 জন । তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 8 জন । মৃত্যু হয়েছে 1 বৃদ্ধের । বাকি দু'জন বর্তমানে পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন । এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল জানিয়েছেন, ওই ব্যবসায়ী ঠিক কতজনের সংস্পর্শে এসেছেন তা খুঁজে বের করার প্রক্রিয়া শুরু হয়েছে ।

হলদিয়া, ৪ মে : ফের হলদিয়ায় কোরোনায় আক্রান্ত হলেন বছর 75-এর এক বৃদ্ধ । গতকাল তাঁর সোয়াব নমুনা সংগ্রহ করে হলদিয়া মহকুমা হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে টেস্টের জন্য পাঠানো হয়েছিল । আজ সকালে সেই রিপোর্ট আসে । জানা যায়, ওই বৃদ্ধ কোরোনা পজ়িটিভ । তারপরই আক্রান্ত বৃদ্ধকে চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে ।

স্থানীয় ও স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, ওই বৃদ্ধ 6-7 দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন । এলাকার স্বাস্থ্যকর্মীদের কাছে সেই খবর পৌঁছাতেই 2 মে তাঁকে চিকিৎসার জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তিনি আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন ছিলেন । গতকাল তাঁর সোয়াব সংগ্রহ করে টেস্টের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয় । সেই রিপোর্ট আজ সকাল হাসপাতালে এলে জানা যায় তিনি কোরোনায় আক্রান্ত ।

তাঁর হলদিয়ায় একটি দোকান রয়েছে। 2 মে-র আগে প্রতিদিনই তিনি ব্যবসা চালিয়ে গেছেন । এলাকার বড় দোকান হওয়ায় বহু ক্রেতাই তাঁদের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য সেই দোকানে ভিড় জমিয়েছিলেন । ফলে ওই ব্যবসায়ী ঠিক কতজনের সংস্পর্শে এসেছেন তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

এখনও পর্যন্ত হলদিয়ায় কোরোনায় আক্রান্ত হয়েছেন মোট 11 জন । তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 8 জন । মৃত্যু হয়েছে 1 বৃদ্ধের । বাকি দু'জন বর্তমানে পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন । এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল জানিয়েছেন, ওই ব্যবসায়ী ঠিক কতজনের সংস্পর্শে এসেছেন তা খুঁজে বের করার প্রক্রিয়া শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.