ETV Bharat / state

Calcutta High Court: কাঁথিতে শুভেন্দুর সভা নিয়ে ফের মামলা, মঙ্গলবার শুনানি - তৃণমূল কংগ্রেস

আগামী 21 ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ৷ সেই সভার জন্য আগেই হাইকোর্ট (Calcutta High Court) অনুমতি দিয়েছে ৷ কিন্তু ফের এই নিয়ে মামলা হল আদালতে ৷ আগামিকাল, মঙ্গলবার শুনানি ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Dec 19, 2022, 8:44 PM IST

কলকাতা, 19 ডিসেম্বর: কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা নিয়ে ফের মামলা । আগামী 21 ডিসেম্বর পূর্ব মেদিনীপুর কাঁথিতে যাবতীয় বিধি মেনে বিরোধী দলনেতার সভা করায় কোনও বাধা নেই বলে আগেই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা । যদি কোনও সমস্যা হয়, তাহলে মামলা করা যাবে বলে অনুমতি দেয় হাইকোর্ট ।

কিন্তু এদিন বিজেপির (BJP) আইনজীবীর অভিযোগ, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মাইক বাজানোর অনুমতি থাকলেও অনুমতি দেওয়ার সময় সেটা বেলা 2টো থেকে দিয়েছেন মহকুমা শাসক । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়েছে আদালতে । বিচারপতি রাজাশেখর মান্থা না থাকায় বিচারপতি জয় সেনগুপ্ত আগামিকাল, মঙ্গলবার শুনবেন মামলাটি ।

উল্লেখ্য, এর আগে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে বিরোধী দলনেতার সভা করা এবং তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শুভেন্দু অধিকারীর বাড়ির পাশের কলেজ মাঠে সভা করা নিয়ে একপ্রস্ত নাটক হয়েছিল । সেখানেও দুই পক্ষ হাইকোর্টের দ্বারস্থ হলে শেষ পর্যন্ত বিচারপতি রাজাশেখর মান্থা দু’জনকেই শান্তিপূর্ণ ভাবে সভা করার অনুমতি দিয়েছিলেন ।

আরও পড়ুন: আসানসোলে পদপিষ্টের ঘটনায় হাইকোর্টে স্বস্তি শুভেন্দুর

কলকাতা, 19 ডিসেম্বর: কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা নিয়ে ফের মামলা । আগামী 21 ডিসেম্বর পূর্ব মেদিনীপুর কাঁথিতে যাবতীয় বিধি মেনে বিরোধী দলনেতার সভা করায় কোনও বাধা নেই বলে আগেই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা । যদি কোনও সমস্যা হয়, তাহলে মামলা করা যাবে বলে অনুমতি দেয় হাইকোর্ট ।

কিন্তু এদিন বিজেপির (BJP) আইনজীবীর অভিযোগ, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মাইক বাজানোর অনুমতি থাকলেও অনুমতি দেওয়ার সময় সেটা বেলা 2টো থেকে দিয়েছেন মহকুমা শাসক । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়েছে আদালতে । বিচারপতি রাজাশেখর মান্থা না থাকায় বিচারপতি জয় সেনগুপ্ত আগামিকাল, মঙ্গলবার শুনবেন মামলাটি ।

উল্লেখ্য, এর আগে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে বিরোধী দলনেতার সভা করা এবং তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শুভেন্দু অধিকারীর বাড়ির পাশের কলেজ মাঠে সভা করা নিয়ে একপ্রস্ত নাটক হয়েছিল । সেখানেও দুই পক্ষ হাইকোর্টের দ্বারস্থ হলে শেষ পর্যন্ত বিচারপতি রাজাশেখর মান্থা দু’জনকেই শান্তিপূর্ণ ভাবে সভা করার অনুমতি দিয়েছিলেন ।

আরও পড়ুন: আসানসোলে পদপিষ্টের ঘটনায় হাইকোর্টে স্বস্তি শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.