ETV Bharat / state

''চমকটা চোখেই দেখবেন,'' শিল্প সম্মেলন প্রসঙ্গে মন্তব্য অমিতের

author img

By

Published : Dec 10, 2019, 11:55 PM IST

Updated : Dec 11, 2019, 2:04 AM IST

দিঘায় শুরু হচ্ছে শিল্প সম্মেলন ৷ আজ অর্থমন্ত্রী অমিতবাবু বলেন, "শুধু কলকাতাকে কেন্দ্র করে বড় মাপের শিল্প সন্মেলন হয় ৷ কিন্তু আস্তে আস্তে আমাদের বিভিন্ন জেলায় এগিয়ে যেতে হবে ৷ এর আগে উত্তরবঙ্গে সন্মেলন হয়েছিল ৷ এখন এই দিঘা সৈকতে এসেছি আমরা ৷"

Amit Mitra comments on Business Summit at Digha
বাণিজ্যিক সন্মেলন দিঘায়

দিঘা, 10 ডিসেম্বর : আগামীকাল থেকে দিঘায় অনুষ্ঠিত হতে চলেছে দু'দিন ব্যাপী বিশ্ব বাণিজ্যিক সম্মেলন । আজ সন্ধ্যায় অর্থমন্ত্রী অমিত মিত্র সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আন্তঃরাষ্ট্রীয় স্ট্যান্ডার্ডের কনভেনশন সেন্টার তৈরি করা হয়েছে দিঘার বুকে ৷ দেশ, বিদেশ থেকে শিল্পপতিরা আসছেন কালকের শিল্প সম্মেলনের জন্য ৷ রাজ্যের ক্ষুদ্র, মাঝারি, বড় ব্যবসায়ীরাও অনেকে থাকছেন ৷ বলেন, "কারা কারা আসছেন সেটা বিস্তারিত জানাচ্ছি না ৷ চমকটা কাল আপনারা নিজেদের চোখে দেখবেন ৷ "

বাণিজ্যিক সম্মেলন যোগ দিতে ইতিমধ্যেই প্রায় 850 জন শিল্পপতি দিঘা পৌঁছেছেন ৷ আরও 400 জন মত শিল্পপতি কাল সকালে আসবেন ৷ অমিতবাবু বলেন, "শুধু কলকাতাকে কেন্দ্র করে বড় মাপের শিল্প সম্মেলন হয় ৷ কিন্তু আস্তে আস্তে আমাদের বিভিন্ন জেলায় এগিয়ে যেতে হবে ৷ এর আগে উত্তরবঙ্গে সম্মেলন হয়েছিল ৷ এখন এই দিঘা সৈকতে এসেছি আমরা ৷ কাল, পরশু দু'দিনই বড় মাপের সম্মেলন হতে চলেছে ৷ তার মানে বিকেন্দ্রীকরণ ৷ শিল্পকে সারা বাংলার জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া ৷ "

অমিতবাবু আরও বলেন, "মানুষ গোয়া যাচ্ছেন পর্যটক হিসেবে ৷ কিন্তু জানেন না দিঘায় কী পরিকাঠামোগত পরিবর্তন সরকার এনেছে ৷ দিঘার বুকে কনভেনশন সেন্টারে হবে এই সম্মেলন, যা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি । "

দিঘা, 10 ডিসেম্বর : আগামীকাল থেকে দিঘায় অনুষ্ঠিত হতে চলেছে দু'দিন ব্যাপী বিশ্ব বাণিজ্যিক সম্মেলন । আজ সন্ধ্যায় অর্থমন্ত্রী অমিত মিত্র সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আন্তঃরাষ্ট্রীয় স্ট্যান্ডার্ডের কনভেনশন সেন্টার তৈরি করা হয়েছে দিঘার বুকে ৷ দেশ, বিদেশ থেকে শিল্পপতিরা আসছেন কালকের শিল্প সম্মেলনের জন্য ৷ রাজ্যের ক্ষুদ্র, মাঝারি, বড় ব্যবসায়ীরাও অনেকে থাকছেন ৷ বলেন, "কারা কারা আসছেন সেটা বিস্তারিত জানাচ্ছি না ৷ চমকটা কাল আপনারা নিজেদের চোখে দেখবেন ৷ "

বাণিজ্যিক সম্মেলন যোগ দিতে ইতিমধ্যেই প্রায় 850 জন শিল্পপতি দিঘা পৌঁছেছেন ৷ আরও 400 জন মত শিল্পপতি কাল সকালে আসবেন ৷ অমিতবাবু বলেন, "শুধু কলকাতাকে কেন্দ্র করে বড় মাপের শিল্প সম্মেলন হয় ৷ কিন্তু আস্তে আস্তে আমাদের বিভিন্ন জেলায় এগিয়ে যেতে হবে ৷ এর আগে উত্তরবঙ্গে সম্মেলন হয়েছিল ৷ এখন এই দিঘা সৈকতে এসেছি আমরা ৷ কাল, পরশু দু'দিনই বড় মাপের সম্মেলন হতে চলেছে ৷ তার মানে বিকেন্দ্রীকরণ ৷ শিল্পকে সারা বাংলার জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া ৷ "

অমিতবাবু আরও বলেন, "মানুষ গোয়া যাচ্ছেন পর্যটক হিসেবে ৷ কিন্তু জানেন না দিঘায় কী পরিকাঠামোগত পরিবর্তন সরকার এনেছে ৷ দিঘার বুকে কনভেনশন সেন্টারে হবে এই সম্মেলন, যা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি । "

Intro:কাল আপনারা যা দেখবেন, নতুন মডেল, বিকেন্দ্রীকরণের একটি মডেল, খালি কলকাতা নয় সারা বাংলায় মমতা ব্যানার্জির নেত্রীতে এই ধরনের শিল্প সম্মেলন ছড়িয়ে যাবে , অমিত মিত্র ।

আগামী কাল ও পরশু দুই দিন ধরে দীঘাতে চলবে বিশ্ব বাণিজ্যক সম্মেলন । তাই আজ সন্ধ্যায় অমিত মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দিঘার বুকে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্প সম্মেলন 11 ও 12 তারিখ । এই শিল্প সম্মেলন যোগদান করতে ইতিমধ্যেই সাড়ে 800 জন শিল্পপতি দীঘা পৌঁছেছেন । আরো প্রায় 400 র মতন শিল্পপতি কাল সকালে আসবেন বলে জানান । এই শিল্পে সম্মেলনে যোগদান করতে ছোট মাঝারি ও বড় মাপের শিল্পপতিরা থাকছেন । কলকাতা কে কেন্দ্র করে অনেক বড় মাপের শিল্প সম্মেলন হয় ঠিকই কিন্তু এই শিল্পকে আমরা জেলা এবং বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চাই । আজকাল আমরা দেখছি অনেক কর্পোরেট হাউসে দীঘার বুকে আলোচনাচক্র করেন । আর আজকে তার সুযোগ করে দেয়া হয়েছে । আর দিঘার বুকে কনভেনশন সেন্টারে হবে এই সম্মেলন , যা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি ।Body:কাল আপনারা যা দেখবেন, নতুন মডেল, বিকেন্দ্রীকরণের একটি মডেল, খালি কলকাতা নয় সারা বাংলায় মমতা ব্যানার্জির নেত্রীতে এই ধরনের শিল্প সম্মেলন ছড়িয়ে যাবে , অমিত মিত্র ।

আগামী কাল ও পরশু দুই দিন ধরে দীঘাতে চলবে বিশ্ব বাণিজ্যক সম্মেলন । তাই আজ সন্ধ্যায় অমিত মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দিঘার বুকে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্প সম্মেলন 11 ও 12 তারিখ । এই শিল্প সম্মেলন যোগদান করতে ইতিমধ্যেই সাড়ে 800 জন শিল্পপতি দীঘা পৌঁছেছেন । আরো প্রায় 400 র মতন শিল্পপতি কাল সকালে আসবেন বলে জানান । এই শিল্পে সম্মেলনে যোগদান করতে ছোট মাঝারি ও বড় মাপের শিল্পপতিরা থাকছেন । কলকাতা কে কেন্দ্র করে অনেক বড় মাপের শিল্প সম্মেলন হয় ঠিকই কিন্তু এই শিল্পকে আমরা জেলা এবং বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চাই । আজকাল আমরা দেখছি অনেক কর্পোরেট হাউসে দীঘার বুকে আলোচনাচক্র করেন । আর আজকে তার সুযোগ করে দেয়া হয়েছে । আর দিঘার বুকে কনভেনশন সেন্টারে হবে এই সম্মেলন , যা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি ।Conclusion:কাল আপনারা যা দেখবেন, নতুন মডেল, বিকেন্দ্রীকরণের একটি মডেল, খালি কলকাতা নয় সারা বাংলায় মমতা ব্যানার্জির নেত্রীতে এই ধরনের শিল্প সম্মেলন ছড়িয়ে যাবে , অমিত মিত্র ।

আগামী কাল ও পরশু দুই দিন ধরে দীঘাতে চলবে বিশ্ব বাণিজ্যক সম্মেলন । তাই আজ সন্ধ্যায় অমিত মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দিঘার বুকে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্প সম্মেলন 11 ও 12 তারিখ । এই শিল্প সম্মেলন যোগদান করতে ইতিমধ্যেই সাড়ে 800 জন শিল্পপতি দীঘা পৌঁছেছেন । আরো প্রায় 400 র মতন শিল্পপতি কাল সকালে আসবেন বলে জানান । এই শিল্পে সম্মেলনে যোগদান করতে ছোট মাঝারি ও বড় মাপের শিল্পপতিরা থাকছেন । কলকাতা কে কেন্দ্র করে অনেক বড় মাপের শিল্প সম্মেলন হয় ঠিকই কিন্তু এই শিল্পকে আমরা জেলা এবং বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চাই । আজকাল আমরা দেখছি অনেক কর্পোরেট হাউসে দীঘার বুকে আলোচনাচক্র করেন । আর আজকে তার সুযোগ করে দেয়া হয়েছে । আর দিঘার বুকে কনভেনশন সেন্টারে হবে এই সম্মেলন , যা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি ।
Last Updated : Dec 11, 2019, 2:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.