ETV Bharat / state

মহিলাদের স্নানের দৃশ্য ক্যামেরাবন্দির অভিযোগ সরকারি কর্মীর বিরুদ্ধে - cctv footage

কিছুদিন আগেই বাড়িতে নিজেদের নিরাপত্তার কারণে CCTV ক্যামেরা লাগিয়েছিলেন বিল্বপদ নাথ। বাড়ির সঙ্গে লাগোয়া একটি পুকুরে এলাকার মহিলারা নিয়মিত স্নান করেন ৷ CCTV-টি পুকুরের দিকে তাক করে লাগানো ছিল । ফলে এলাকার মহিলারা নিরাপত্তাজনিত অভাব বোধ করেন ৷ সেই কারণে এলাকাবাসীরা ওই CCTV খুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন । স্থানীয়দের অভিযোগ, ক্যামেরা খুলে নেওয়ার দাবি জানানোয় ক্যামেরায় থাকা ফুটেজ ছড়িয়ে দেওয়ার হুমকি দেন ওই ব্যক্তি ।

CCTV
CCTV ক্যামেরা
author img

By

Published : Nov 27, 2019, 5:56 PM IST

Updated : Nov 27, 2019, 7:51 PM IST

হলদিয়া, 27 নভেম্বর : বাড়িতে পুকুরের সামনে লাগানো রয়েছে CCTV ক্যামেরা ৷ তা দিয়েই ক্যামেরাবন্দি হচ্ছিল মহিলাদের স্নানের দৃশ্য ৷ এমনই অভিযোগ উঠল এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে ৷ ঘটনাস্থান হলদিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের দেবনাথ পাড়া এলাকা ৷ CCTV খুলে নেওয়ার দাবিতে এলাকায় বিক্ষোভে নামে স্থানীয় বাসিন্দারা ৷ পরে ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি সামাল দেয় ৷

CCTV-তে মহিলাদের স্নানের দৃশ্য ক্যামেরাবন্দি করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ স্থানীয় সূত্র মারফত জানানো হয়েছে ওই ব্যক্তি ভবানীপুর থানা এলাকার বাসিন্দা এবং বর্তমানে রাজ্য ভূমি দপ্তরে কর্মরত ৷ নাম বিল্বপদ নাথ ৷ কিছুদিন আগেই বাড়িতে নিজেদের নিরাপত্তার কারণে CCTV ক্যামেরা লাগিয়েছিলেন তিনি । বাড়ির সঙ্গে লাগোয়া একটি পুকুরে এলাকার মহিলারা নিয়মিত স্নান করেন ৷ CCTV-টি পুকুরের দিকে তাক করে লাগানো ছিল । ফলে এলাকার মহিলারা নিরাপত্তাজনিত অভাব বোধ করেন ৷ সেই কারণে এলাকাবাসীরা ওই CCTV খুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন ।

স্থানীয়দের অভিযোগ, ক্যামেরা খুলে নেওয়ার দাবি জানানোয় ক্যামেরায় থাকা ফুটেজ ছড়িয়ে দেওয়ার হুমকি দেন ওই ব্যক্তি । এই কারণেই এলাকার বাসিন্দারা বিল্বপদ নাথের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন । খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে ভবানীপুর থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয় । পরিবারের লোকের সঙ্গে আলোচনা করে বাড়িতে থাকা CCTV খুলে দেয় পুলিশ । ক্যামেরাতে মহিলাদের স্নানের দৃশ্য রেকর্ড করার অভিযোগ অস্বীকার করা হয়েছে পরিবারের তরফে । নিজেদের নিরাপত্তার কারণেই CCTV ক্যামেরা লাগানো হয়েছিল বলে জানিয়েছেন তাঁরা ।

ভিডিয়োয় দেখুুন কী বলছেন স্থানীয়রা

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মিঠু মল্লিক বলেন, "এলাকার মহিলারা পুকুরটি প্রতিনিয়ত স্নানের জন্য ব্যবহার করেন । বাড়িতে পুকুরের দিকে তাক করে CCTV লাগানোর কারনে তাঁরা স্নান করতে পারছেন না । ফলে সমস্যায় পড়তে হচ্ছে । তাই CCTV খুলে নেওয়ার আমরা আবেদন জানিয়েছিলাম । CCTV-তে থাকা স্নানের দৃশ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বিল্বপদ বাবু । আমরা চাই দ্রুত পুলিশ CCTV ক্যামেরাটি খুলে ফেলার ব্যবস্থা করুক । সেই সঙ্গে অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক ।''

বিল্বপদ্মর স্ত্রী সুষমা নাথ জানিয়েছেন, "আমরা নিজেদের নিরাপত্তার কারণেই এই CCTV লাগিয়েছিলাম । মহিলাদের স্নানের দৃশ্য রেকর্ড করার কোন উদ্দেশ্য ছিল না আমাদের । প্রয়োজনে CCTV ক্যামেরাবন্দি সমস্ত ফুটেজ খতিয়ে দেখা হোক । "

এ বিষয়ে হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক তন্ময় মুখার্জি জানিয়েছেন, "গ্রামবাসীদের তরফে অভিযোগ পেয়ে আমরা CCTV ক্যামেরা খুলে দিয়েছি । বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।" এই প্রসঙ্গে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ পুকুরের মালিকানা নিয়ে খোঁজ শুরু হয়েছে ৷

হলদিয়া, 27 নভেম্বর : বাড়িতে পুকুরের সামনে লাগানো রয়েছে CCTV ক্যামেরা ৷ তা দিয়েই ক্যামেরাবন্দি হচ্ছিল মহিলাদের স্নানের দৃশ্য ৷ এমনই অভিযোগ উঠল এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে ৷ ঘটনাস্থান হলদিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের দেবনাথ পাড়া এলাকা ৷ CCTV খুলে নেওয়ার দাবিতে এলাকায় বিক্ষোভে নামে স্থানীয় বাসিন্দারা ৷ পরে ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি সামাল দেয় ৷

CCTV-তে মহিলাদের স্নানের দৃশ্য ক্যামেরাবন্দি করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ স্থানীয় সূত্র মারফত জানানো হয়েছে ওই ব্যক্তি ভবানীপুর থানা এলাকার বাসিন্দা এবং বর্তমানে রাজ্য ভূমি দপ্তরে কর্মরত ৷ নাম বিল্বপদ নাথ ৷ কিছুদিন আগেই বাড়িতে নিজেদের নিরাপত্তার কারণে CCTV ক্যামেরা লাগিয়েছিলেন তিনি । বাড়ির সঙ্গে লাগোয়া একটি পুকুরে এলাকার মহিলারা নিয়মিত স্নান করেন ৷ CCTV-টি পুকুরের দিকে তাক করে লাগানো ছিল । ফলে এলাকার মহিলারা নিরাপত্তাজনিত অভাব বোধ করেন ৷ সেই কারণে এলাকাবাসীরা ওই CCTV খুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন ।

স্থানীয়দের অভিযোগ, ক্যামেরা খুলে নেওয়ার দাবি জানানোয় ক্যামেরায় থাকা ফুটেজ ছড়িয়ে দেওয়ার হুমকি দেন ওই ব্যক্তি । এই কারণেই এলাকার বাসিন্দারা বিল্বপদ নাথের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন । খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে ভবানীপুর থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয় । পরিবারের লোকের সঙ্গে আলোচনা করে বাড়িতে থাকা CCTV খুলে দেয় পুলিশ । ক্যামেরাতে মহিলাদের স্নানের দৃশ্য রেকর্ড করার অভিযোগ অস্বীকার করা হয়েছে পরিবারের তরফে । নিজেদের নিরাপত্তার কারণেই CCTV ক্যামেরা লাগানো হয়েছিল বলে জানিয়েছেন তাঁরা ।

ভিডিয়োয় দেখুুন কী বলছেন স্থানীয়রা

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মিঠু মল্লিক বলেন, "এলাকার মহিলারা পুকুরটি প্রতিনিয়ত স্নানের জন্য ব্যবহার করেন । বাড়িতে পুকুরের দিকে তাক করে CCTV লাগানোর কারনে তাঁরা স্নান করতে পারছেন না । ফলে সমস্যায় পড়তে হচ্ছে । তাই CCTV খুলে নেওয়ার আমরা আবেদন জানিয়েছিলাম । CCTV-তে থাকা স্নানের দৃশ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বিল্বপদ বাবু । আমরা চাই দ্রুত পুলিশ CCTV ক্যামেরাটি খুলে ফেলার ব্যবস্থা করুক । সেই সঙ্গে অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক ।''

বিল্বপদ্মর স্ত্রী সুষমা নাথ জানিয়েছেন, "আমরা নিজেদের নিরাপত্তার কারণেই এই CCTV লাগিয়েছিলাম । মহিলাদের স্নানের দৃশ্য রেকর্ড করার কোন উদ্দেশ্য ছিল না আমাদের । প্রয়োজনে CCTV ক্যামেরাবন্দি সমস্ত ফুটেজ খতিয়ে দেখা হোক । "

এ বিষয়ে হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক তন্ময় মুখার্জি জানিয়েছেন, "গ্রামবাসীদের তরফে অভিযোগ পেয়ে আমরা CCTV ক্যামেরা খুলে দিয়েছি । বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।" এই প্রসঙ্গে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ পুকুরের মালিকানা নিয়ে খোঁজ শুরু হয়েছে ৷

Intro:হলদিয়া,২৭ নভেম্বর: বাড়িতে পুকুরের সামনে সিসিটিভি লাগিয়ে মহিলাদের স্নানের দৃশ্য ক্যামেরাবন্দি করার অভিযোগ এক সরকারি কর্মীর বিরুদ্ধে। সিসিটিভি খুলে ফেলার দাবীতে এলাকায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। পরে ঘটনাস্থানে ভবানীপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এদিনের এই ঘটনাকে জোর চাঞ্চল্য ছড়িয়েছে হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দেবনাথ পাড়া এলাকায়।Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভবানীপুর এলাকার বাসিন্দা রাজ্য ভূমি দপ্তরের কর্মী বিল্লোপদ্ম নাথ কিছুদিন আগেই নিজেদের নিরাপত্তার কারণে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন। বাড়ির সামনে একটি পুকুর থাকায় গ্রামবাসীরা সেই সিসিটিভি খুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন। স্থানীয় বাসিন্দাদের জানিয়েছেন ওই পুকুরে প্রতিনিয়ত গ্রামের মহিলারা স্নান করেন। ক্যামেরা পুকুরের দিকে তাক করে লাগানো থাকায় মহিলাদের স্নানের দৃশ্য ক্যামেরাতে বন্দী হয়। যে কারণে গ্রামবাসীরা মহিলাদের নিরাপত্তার কারণে ওই ক্যামেরা খুলে নেওয়ার অনুরোধ জানান বিল্লোপদ বাবুর কাছে। গ্রামবাসীদের অভিযোগ ক্যামেরা খুলে নেওয়ার দাবি জানানোয় ক্যামেরায় থাকা ফুটেজ ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বিল্লোপদ বাবু। আর যে কারণে এদিন এলাকার বাসিন্দারা সঙ্ঘবদ্ধ হয়ে বিল্লোপদ বাবুর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে ভবানীপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেন। পরিবারের লোকের সাথে আলোচনা করে বাড়িতে থাকা সিসিটিভি তাঁরা খুলে দেন। ক্যামেরাতে মহিলাদের স্নানের দৃশ্য রেকর্ড করার অভিযোগ অস্বীকার করা হয়েছে পরিবারের তরফে ।নিজেদের নিরাপত্তার কারণেই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল বলে জানিয়েছেন তাঁরা।




Conclusion:এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মিঠু মল্লিক অভিযোগ করে বলেন, এলাকার মহিলারা পুকুরটি প্রতিনিয়ত স্নানের জন্য ব্যবহার করেন। বাড়িতে পুকুরের দিকে তাক করে সিসিটিভি লাগানোর কারনে তা‌ঁরা স্নান করতে পারছেন না। ফলে সমস্যায় পড়তে হচ্ছে । তাই সিসিটিভি খুলে নেওয়ার আমরা আবেদন জানিয়েছিলাম। আর যে কারণেই সিসিটিভিতে থাকা এলাকাবাসীর মহিলাদের স্নানের দৃশ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল বিল্লোপদ বাবু। আমরা চাই দ্রুত পুলিশ সিসিটিভি ক্যামেরাটি খুলে ফেলার ব্যবস্থা করুক। সেই সঙ্গে অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক।


অপরদিকে বিল্লোপদ্ম বাবুর স্ত্রী সুষমা নাথ জানিয়েছেন, আমরা নিজেদের নিরাপত্তার কারণেই এই সিসিটিভি লাগিয়েছিলাম। মহিলাদের স্নানের দৃশ্য রেকর্ড করার কোন উদ্দেশ্য ছিল না আমাদের। প্রয়োজনে সিসিটিভি ক্যামেরায় বন্দি সমস্ত ফুটেজ খতিয়ে দেখা হোক।


এ বিষয়ে হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক তন্ময় মুখার্জি জানিয়েছেন, গ্রামবাসীদের তরফে অভিযোগ পেয়ে আমরা সিসিটিভি ক্যামেরা গুলি খুলে দিয়েছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Last Updated : Nov 27, 2019, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.