হলদিয়া, 16 মার্চ : পুকুর ভরাটের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত হলদিয়া পৌরসভার বিরুদ্ধে । অভিযোগ, পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম নগরের বৈশাখি ব্লকে গতকাল থেকে একটি পুকুর ভরাটের কাজ চলছে । স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, ওই পুকুর ভরাট করে পৌরসভার উদ্যোগে গড়ে উঠবে একটি কমিউনিটি সেন্টার । এমনকী একাজে বাধাও দেননি এলাকার কাউন্সিলর শ্রাবন্তী শাসমল ।
হলদিয়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের একটি পুকুর সংস্কার করে তার 20 শতাংশ ভরাট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গৌতম দাস নামের এক ঠিকাদারকে । কর্তৃপক্ষের তরফে ওয়ার্ক অর্ডার পাওয়ার পরই গতকাল থেকে সেই পুকুর ভরাট করার কাজ শুরু হয়েছে । স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গেছে, শিল্প শহর হলদিয়াতে খুব বেশি সংখ্যায় পুকুর ও ঝিল না থাকায় প্রতিবছরই জল সংকটের মুখে পড়তে হয় এলাকার বাসিন্দাদের । সামনেই গ্রীষ্মকাল । তার আগে এভাবে সরকারি উদ্যোগে একটি বড় পুকুরের 20 ভরাট করে দেওয়ায় ফলে জলসংকটে পড়তে পারেন এলাকাবাসী ।
এলাকাবাসীরা অভিযোগ জানালেও তাতে কর্ণপাত করেননি পৌরসভা, অভিযোগ এমনটাই । পুকুর ভরাট যে বেআইনি কাজ তাও স্বীকার করে নিয়েছেন কাউন্সিলর শ্রাবন্তী শাসমল । এবিষয়ে তিনি বলেন, "পুকুর ভরাট করা বেআইনি কাজ । আমার এই কাজে সম্মতি নেই । পৌরসভার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আমাকে না জানিয়েই এই এই কাজ শুরু হয়েছে ।"
অন্যদিকে কাজের বরাত পাওয়া ঠিকাদার গৌতম দাস জানিয়েছেন, পৌরসভার নির্দেশেই তিনি এই কাজ শুরু করেছেন । পুকুরের 20 শতাংশ ভরাট করে একটি কমিউনিটি হল হওয়ার কথা রয়েছে । কেবলমাত্র 20 শতাংশ ভরাট করা হবে বাকি 80 শতাংশ সংস্কার করা হবে । এবিষয়ে জানার জন্য হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদককে একাধিকবার ফোনে যোগাযোগ করা হয়েছে । কিন্তু তিনি ফোন ধরেননি ।