ETV Bharat / state

BDO অফিসের কর্মী পরিচয়ে টাকা তোলার অভিযোগ, আটক 1 - East midnapore

মঙ্গলবার সকাল থেকে কাদুয়া অঞ্চলে গিয়ে প্রিয়ব্রত আচার্য নামে এক ব্যক্তি টাকা দাবি করেন । স্থানীয়দের অভিযোগ, আমফানে যারা ক্ষতিপূরণ পেয়েছেন তাঁদের কাছ থেকে ওই ব্যক্তি পাঁচ হাজার টাকা করে নেন ।

Allegation of extortion in amphan relief
আমফানে ক্ষতিপূর্ণ পাওয়া বাসিন্দাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রামনগরে
author img

By

Published : Aug 26, 2020, 3:06 AM IST

রামনগর, 26 অগাস্ট : আমফানে ক্ষতিপূরণ পাওয়া ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ৫ হাজার টাকা করে তোলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । ওই ব্যক্তি নিজেকে BDO অফিসের কর্মী পরিচয় দেন বলে অভিযোগ । তাঁকে হাতেনাতে পাকড়াও করে আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসী । পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দু'নম্বর ব্লকের কাদুয়া অঞ্চলের ঘটনা । প্রিয়ব্রত আচার্য নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায় ।

পুলিশ সূত্রে খবর, রামনগর দু'নম্বর ব্লকের কাদুয়া অঞ্চলে যারা আমফানের ক্ষতিপুরণ পেয়েছেন, তাঁদের বাড়ি বাড়ি যান প্রিয়ব্রত । তাঁদের কাছ থেকে পাঁচ হাজার টাকা দাবি করেন । তিনি আরও বলেন, "আমরাই আপনাদের টাকা পেতে সাহায্য করেছি ।" কিছু পরিবারের কাছে টাকা নেওয়ার পর গ্রামবাসীদের সন্দেহ হয় । এরপর ওই ব্যক্তিকে ঘিরে ধরে একটি বাড়ির মধ্যে আটকে রাখেন গ্রামবাসী । খবর দেওয়া হয় রামনগর থানায় । পুলিশ ঘটনাস্থানে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । সংবাদমাধ্যমের সামনে অভিযুক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করেন । তিনি জানান, রামনগর দু'নম্বর ব্লকের BDO-র কথাতে তিনি টাকা তুলতে এসেছিলেন । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি রামনগর দু'নম্বর ব্লকের মইতানা গ্রাম পঞ্চায়েত অফিসের চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মী ।

এই প্রসঙ্গে রামনগর দু'নম্বর ব্লকের BDO অর্ঘ ঘোষ বলেন, "রামনগর থানার OC আমাকে বিষয়টি জানিয়েছেন । ওনারা তদন্ত করছেন । আমাদের তরফ থেকে তদন্তে সবরকম সহযোগিতা করা হবে ।"

রামনগর, 26 অগাস্ট : আমফানে ক্ষতিপূরণ পাওয়া ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ৫ হাজার টাকা করে তোলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । ওই ব্যক্তি নিজেকে BDO অফিসের কর্মী পরিচয় দেন বলে অভিযোগ । তাঁকে হাতেনাতে পাকড়াও করে আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসী । পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দু'নম্বর ব্লকের কাদুয়া অঞ্চলের ঘটনা । প্রিয়ব্রত আচার্য নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায় ।

পুলিশ সূত্রে খবর, রামনগর দু'নম্বর ব্লকের কাদুয়া অঞ্চলে যারা আমফানের ক্ষতিপুরণ পেয়েছেন, তাঁদের বাড়ি বাড়ি যান প্রিয়ব্রত । তাঁদের কাছ থেকে পাঁচ হাজার টাকা দাবি করেন । তিনি আরও বলেন, "আমরাই আপনাদের টাকা পেতে সাহায্য করেছি ।" কিছু পরিবারের কাছে টাকা নেওয়ার পর গ্রামবাসীদের সন্দেহ হয় । এরপর ওই ব্যক্তিকে ঘিরে ধরে একটি বাড়ির মধ্যে আটকে রাখেন গ্রামবাসী । খবর দেওয়া হয় রামনগর থানায় । পুলিশ ঘটনাস্থানে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । সংবাদমাধ্যমের সামনে অভিযুক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করেন । তিনি জানান, রামনগর দু'নম্বর ব্লকের BDO-র কথাতে তিনি টাকা তুলতে এসেছিলেন । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি রামনগর দু'নম্বর ব্লকের মইতানা গ্রাম পঞ্চায়েত অফিসের চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মী ।

এই প্রসঙ্গে রামনগর দু'নম্বর ব্লকের BDO অর্ঘ ঘোষ বলেন, "রামনগর থানার OC আমাকে বিষয়টি জানিয়েছেন । ওনারা তদন্ত করছেন । আমাদের তরফ থেকে তদন্তে সবরকম সহযোগিতা করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.