ETV Bharat / state

দরিদ্র পরিবারগুলিকে মাসে 7000 টাকা অনুদানসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ CITU-র

বর্তমান পরিস্থিতির কারণে কাজ হারিয়েছেন বহু শ্রমিক ও দিন আনা দিন খাওয়া দরিদ্র মানুষ । ব্যাপক সমস্যার মুখোমুখি হয়েছেন তাঁরা ।

জ
author img

By

Published : May 13, 2020, 5:16 PM IST

পাঁশকুড়া, 13 মে: ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের বিনা খরচে বাড়ি ফেরানো ও রাজ্যের দরিদ্র পরিবারগুলিকে মাসে 7000 টাকা করে বরাদ্দসহ একাধিক দাবিতে পথ অবরোধ করে অবস্থানে বসে CITU । আজ সকালে পাঁশকুড়ার পুরাতন বাজারে মিছিল করে ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম শ্রমিক সংগঠনের কর্মীরা । আগামীকাল থেকে রাজ্যসহ জেলার প্রতিটি সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে দাবি আদায়ের লক্ষ্যে লাগাতার আন্দোলনে নামতে চলেছে CITU ।

ভিনরাজ্যে কাজে গিয়ে রাজ্যের লক্ষাধিক মানুষ আটকে পড়েছেন । দীর্ঘদিন ধরে হাতে কাজ না থাকায় তাঁদের সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে গেছে । এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের তরফে দফায় দফায় ট্রেন চালিয়ে তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে । বিনা খরচে শ্রমিকদের বাড়ি ফেরানোর দাবিতে আজ বিক্ষোভ দেখায় বামেদের শ্রমিক সংগঠন । এছাড়া বর্তমান পরিস্থিতির কারণে কাজ হারিয়েছেন বহু শ্রমিক ও দিন আনা দিন খাওয়া দরিদ্র মানুষ । ব্যাপক সমস্যার মুখোমুখি হয়েছেন তাঁরা । তাই সরকারের তরফে তাঁদের পরিবারপিছু মাসে 7000 টাকা করে অনুদানের দাবি জানানো হয়েছে । তিন মাসের বিদ্যুতের বিল মকুব ও রেশন দোকান থেকে 14টি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বণ্টনসহ একাধিক দাবিতে রাস্তা অবরোধ করে বেশ কিছুক্ষণ ধরে পূর্ব পাঁশকুড়ার বিধায়ক ইব্রাহিম আলির নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় শ্রমিক সংগঠনের তরফে ।

এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা CPI(M)-এর সম্পাদকমণ্ডলীর সদস্য তথা পূর্ব পাঁশকুড়ার বিধায়ক ইব্রাহিম আলি জানিয়েছেন, "আগামীকাল থেকে গোটা রাজ্যজুড়ে শ্রমিক ও দরিদ্র মানুষদের স্বার্থে CITU-র পক্ষ থেকে একাধিক দাবিতে BDO-র কাছে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে । ইতিপূর্বেই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আমরা শ্রমিক স্বার্থে একাধিক দাবি জানিয়েছি । যদি সেই সকল দাবি অবিলম্বে না মানা হয় তবে আমরা মানুষের স্বার্থে বৃহত্তর আন্দোলনে নামব । "

পাঁশকুড়া, 13 মে: ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের বিনা খরচে বাড়ি ফেরানো ও রাজ্যের দরিদ্র পরিবারগুলিকে মাসে 7000 টাকা করে বরাদ্দসহ একাধিক দাবিতে পথ অবরোধ করে অবস্থানে বসে CITU । আজ সকালে পাঁশকুড়ার পুরাতন বাজারে মিছিল করে ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম শ্রমিক সংগঠনের কর্মীরা । আগামীকাল থেকে রাজ্যসহ জেলার প্রতিটি সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে দাবি আদায়ের লক্ষ্যে লাগাতার আন্দোলনে নামতে চলেছে CITU ।

ভিনরাজ্যে কাজে গিয়ে রাজ্যের লক্ষাধিক মানুষ আটকে পড়েছেন । দীর্ঘদিন ধরে হাতে কাজ না থাকায় তাঁদের সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে গেছে । এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের তরফে দফায় দফায় ট্রেন চালিয়ে তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে । বিনা খরচে শ্রমিকদের বাড়ি ফেরানোর দাবিতে আজ বিক্ষোভ দেখায় বামেদের শ্রমিক সংগঠন । এছাড়া বর্তমান পরিস্থিতির কারণে কাজ হারিয়েছেন বহু শ্রমিক ও দিন আনা দিন খাওয়া দরিদ্র মানুষ । ব্যাপক সমস্যার মুখোমুখি হয়েছেন তাঁরা । তাই সরকারের তরফে তাঁদের পরিবারপিছু মাসে 7000 টাকা করে অনুদানের দাবি জানানো হয়েছে । তিন মাসের বিদ্যুতের বিল মকুব ও রেশন দোকান থেকে 14টি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বণ্টনসহ একাধিক দাবিতে রাস্তা অবরোধ করে বেশ কিছুক্ষণ ধরে পূর্ব পাঁশকুড়ার বিধায়ক ইব্রাহিম আলির নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় শ্রমিক সংগঠনের তরফে ।

এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা CPI(M)-এর সম্পাদকমণ্ডলীর সদস্য তথা পূর্ব পাঁশকুড়ার বিধায়ক ইব্রাহিম আলি জানিয়েছেন, "আগামীকাল থেকে গোটা রাজ্যজুড়ে শ্রমিক ও দরিদ্র মানুষদের স্বার্থে CITU-র পক্ষ থেকে একাধিক দাবিতে BDO-র কাছে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে । ইতিপূর্বেই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আমরা শ্রমিক স্বার্থে একাধিক দাবি জানিয়েছি । যদি সেই সকল দাবি অবিলম্বে না মানা হয় তবে আমরা মানুষের স্বার্থে বৃহত্তর আন্দোলনে নামব । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.