কাঁথি, 24 ফেব্রুয়ারি : রাস্তার কাজ না করে কন্ট্রাক্টরকে টাকা পাইয়ে দেওয়ার অভিযোগে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে অফিসেই তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা । ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন ব্লকের দুরমুঠ গ্রাম পঞ্চায়েত অফিসে ৷
দুরমুঠ গ্রামের শিবালয় মন্দির থেকে পরমেশ্বর মণ্ডলের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তার কাজ হওয়ার কথা ছিল । কিন্তু এই রাস্তার কোন কাজ না করেই টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল দুরমুঠ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে । এই রাস্তা তৈরি বাবদ ১ লাখ ৯৮ হাজার ৯৩৮ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ গ্রামবাসীদের । তারই প্রতিবাদে এইদিন বিকেল তিনটার সময় কাঁথি তিন নম্বর ব্লকের দুরমুঠ গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে গ্রামবাসীরা প্রধানের কাছে ঘটনার কথা জিজ্ঞাসা করেন ৷ প্রধান তাপসী সাহু গ্রামবাসীদের সঠিক উত্তর না দিলে গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত অফিসের মধ্যে প্রধানকে আটকে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে । ঘটনার খবর পেয়ে কাঁথি তিন নম্বর ব্লকের BDO নেহাল আহমেদ ও মারিশদা থানার পুলিশ ঘটনাস্থানে যান ৷ গ্রামবাসী, প্রধান এবং BDO বসে আলোচনা করেন । আলোচনা শেষে BDO নেহালবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘আমরা অভিযোগ পেয়েছি এবং এক সপ্তাহের মধ্যে আমরা এই ঘটনার তদন্ত করব ।’’
তারপরই ওঠে এই বিক্ষোভ । স্থানীয় বাসিন্দা মদনমোহন গিরি বলেন , ‘‘রাস্তার কাজ না করে কন্ট্রাক্টরকে টাকা পাইয়ে দেওয়া হয়েছে । তাই জানতে এসেছিলাম । কোনও উত্তর না পেলে আমরা তালা লাগিয়ে দিই ।’’ অপরদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান তাপসী সাহু কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘‘প্রথম কিস্তির টাকা কন্ট্রাক্টরকে দেওয়া হয়েছে । ওই টাকায় জিনিসপত্র ফেলা হয়েছে । কিন্তু গ্রামবাসীরা কাজ শুরু করতে দেয়নি । তাই রাস্তার কাজ শুরু করা যায়নি ।’’