ETV Bharat / state

কাজ হয়নি অথচ টাকা খরচ; অভিযোগে পঞ্চায়েত প্রধানকে আটকে বিক্ষোভ - প্রধান তাপসী সাহু

রাস্তার কাজ না করে কন্ট্রাক্টরকে টাকা পাইয়ে দেয়া হয়েছে । এমনই অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন ব্লকের দুরমুঠ গ্রামের গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধানকে অফিসেই তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় ৷

agitation of villagers on   over corruption at durmut gram panchayat in purba medinipur
পঞ্চায়েত প্রধানকে বন্দী রেখে গ্রামবাসীদের বিক্ষোভ
author img

By

Published : Feb 24, 2020, 11:52 PM IST

কাঁথি, 24 ফেব্রুয়ারি : রাস্তার কাজ না করে কন্ট্রাক্টরকে টাকা পাইয়ে দেওয়ার অভিযোগে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে অফিসেই তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা । ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন ব্লকের দুরমুঠ গ্রাম পঞ্চায়েত অফিসে ৷

দুরমুঠ গ্রামের শিবালয় মন্দির থেকে পরমেশ্বর মণ্ডলের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তার কাজ হওয়ার কথা ছিল । কিন্তু এই রাস্তার কোন কাজ না করেই টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল দুরমুঠ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে । এই রাস্তা তৈরি বাবদ ১ লাখ ৯৮ হাজার ৯৩৮ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ গ্রামবাসীদের । তারই প্রতিবাদে এইদিন বিকেল তিনটার সময় কাঁথি তিন নম্বর ব্লকের দুরমুঠ গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে গ্রামবাসীরা প্রধানের কাছে ঘটনার কথা জিজ্ঞাসা করেন ৷ প্রধান তাপসী সাহু গ্রামবাসীদের সঠিক উত্তর না দিলে গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত অফিসের মধ্যে প্রধানকে আটকে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে । ঘটনার খবর পেয়ে কাঁথি তিন নম্বর ব্লকের BDO নেহাল আহমেদ ও মারিশদা থানার পুলিশ ঘটনাস্থানে যান ৷ গ্রামবাসী, প্রধান এবং BDO বসে আলোচনা করেন । আলোচনা শেষে BDO নেহালবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘আমরা অভিযোগ পেয়েছি এবং এক সপ্তাহের মধ্যে আমরা এই ঘটনার তদন্ত করব ।’’

পঞ্চায়েত প্রধানকে আটকে রেখে গ্রামবাসীদের বিক্ষোভ

তারপরই ওঠে এই বিক্ষোভ । স্থানীয় বাসিন্দা মদনমোহন গিরি বলেন , ‘‘রাস্তার কাজ না করে কন্ট্রাক্টরকে টাকা পাইয়ে দেওয়া হয়েছে । তাই জানতে এসেছিলাম । কোনও উত্তর না পেলে আমরা তালা লাগিয়ে দিই ।’’ অপরদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান তাপসী সাহু কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘‘প্রথম কিস্তির টাকা কন্ট্রাক্টরকে দেওয়া হয়েছে । ওই টাকায় জিনিসপত্র ফেলা হয়েছে । কিন্তু গ্রামবাসীরা কাজ শুরু করতে দেয়নি । তাই রাস্তার কাজ শুরু করা যায়নি ।’’

কাঁথি, 24 ফেব্রুয়ারি : রাস্তার কাজ না করে কন্ট্রাক্টরকে টাকা পাইয়ে দেওয়ার অভিযোগে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে অফিসেই তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা । ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন ব্লকের দুরমুঠ গ্রাম পঞ্চায়েত অফিসে ৷

দুরমুঠ গ্রামের শিবালয় মন্দির থেকে পরমেশ্বর মণ্ডলের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তার কাজ হওয়ার কথা ছিল । কিন্তু এই রাস্তার কোন কাজ না করেই টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল দুরমুঠ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে । এই রাস্তা তৈরি বাবদ ১ লাখ ৯৮ হাজার ৯৩৮ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ গ্রামবাসীদের । তারই প্রতিবাদে এইদিন বিকেল তিনটার সময় কাঁথি তিন নম্বর ব্লকের দুরমুঠ গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে গ্রামবাসীরা প্রধানের কাছে ঘটনার কথা জিজ্ঞাসা করেন ৷ প্রধান তাপসী সাহু গ্রামবাসীদের সঠিক উত্তর না দিলে গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত অফিসের মধ্যে প্রধানকে আটকে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে । ঘটনার খবর পেয়ে কাঁথি তিন নম্বর ব্লকের BDO নেহাল আহমেদ ও মারিশদা থানার পুলিশ ঘটনাস্থানে যান ৷ গ্রামবাসী, প্রধান এবং BDO বসে আলোচনা করেন । আলোচনা শেষে BDO নেহালবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘আমরা অভিযোগ পেয়েছি এবং এক সপ্তাহের মধ্যে আমরা এই ঘটনার তদন্ত করব ।’’

পঞ্চায়েত প্রধানকে আটকে রেখে গ্রামবাসীদের বিক্ষোভ

তারপরই ওঠে এই বিক্ষোভ । স্থানীয় বাসিন্দা মদনমোহন গিরি বলেন , ‘‘রাস্তার কাজ না করে কন্ট্রাক্টরকে টাকা পাইয়ে দেওয়া হয়েছে । তাই জানতে এসেছিলাম । কোনও উত্তর না পেলে আমরা তালা লাগিয়ে দিই ।’’ অপরদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান তাপসী সাহু কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘‘প্রথম কিস্তির টাকা কন্ট্রাক্টরকে দেওয়া হয়েছে । ওই টাকায় জিনিসপত্র ফেলা হয়েছে । কিন্তু গ্রামবাসীরা কাজ শুরু করতে দেয়নি । তাই রাস্তার কাজ শুরু করা যায়নি ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.