ETV Bharat / state

অধ্যক্ষের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, বিক্ষোভ ছাত্র পরিষদের - principal dr subikash jana

কোটি টাকা তছরুপের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমার দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুবিকাশ জানার বিরুদ্ধে ৷ অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা জানতেই মহকুমা শাসক, জেলা শাসক থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানায় ছাত্র সংসদের প্রতিনিধিরা ৷ তারপর গত 25 জানুয়ারি থেকে কলেজে যাওয়া বন্ধ করে দেন তিনি ৷ সে কারণেই অধ্যক্ষের বাড়ির সামনে প্রায় ঘণ্টা দুয়েক পড়ুয়ারা প্রতিবাদ বিক্ষোভ করে ৷ তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করেন তাঁরা ।

অধ্যক্ষের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ , বিক্ষোভ ছাত্র পরিষদের
অধ্যক্ষের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ , বিক্ষোভ ছাত্র পরিষদের
author img

By

Published : May 12, 2021, 9:14 AM IST

কাঁথি, 12 মে : এক কোটি টাকা তছরুপের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমার দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুবিকাশ জানার বিরুদ্ধে ৷ অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়ারা ৷ তাদের অভিযোগ, অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের মধ্যে 24 জনের কাছ থেকে 5 লাখ করে টাকা নেন তিনি ৷ পাশাপাশি কলেজের বিল্ডিং তৈরি সহ অন্যান্য উন্নয়নমূলক কাজেও ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে ৷

সূত্রের খবর, অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা জানতেই মহকুমা শাসক, জেলা শাসক থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানায় ছাত্রসংসদের প্রতিনিধিরা ৷ তারপর গত 25 জানুয়ারি থেকে কলেজে যাওয়া বন্ধ করে দেন তিনি ৷ সে কারণেই অধ্যক্ষের বাড়ির সামনে প্রায় ঘণ্টা দুয়েক পড়ুয়ারা প্রতিবাদ বিক্ষোভ করে ৷

অন্যদিকে অধ্যক্ষ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি, মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাঁকে ফাঁসানো হয়েছে ৷ ফোনে তিনি জানান, যে কোনও রকম তদন্তের সামনে যেতে তিনি প্রস্তুত ।

অধ্যক্ষের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ , বিক্ষোভ ছাত্র পরিষদের

রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ কমিটির সদস্য ও প্রাক্তন দেশপ্রাণ কলেজের ইউনিট সভাপতি আবেদ আলি খান জানান , দীর্ঘদিন ধরে কাঁথি দেশপ্রাণ কলেজের অধ্যক্ষ সুবিকাশ জানার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে । পাশাপাশি তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী এই কারচুপির সঙ্গে যুক্ত রয়েছেন বলে অভিযোগ তোলেন তিনি ৷

আরও পড়ুন : সরলার দলে ঢোকা রুখতে পথে তৃণমূল কর্মীরা

পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল ছাএ পরিষদের সাধারণ সম্পাদক শেখ সাজিদ জানান, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা নেওয়ার জন্য । ওই শিক্ষা প্রতিষ্ঠানে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে ৷ অধ্যাপক চাকরি দেওয়ার নাম করে ও কলেজের উন্নয়নের জন্য কোটি কোটি টাকার আত্মসাৎ করেছেন । যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না ৷

পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠায় ঘটনাস্থলে আসে কাঁথি থানার পুলিশ ৷ তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করেন তাঁরা ।

কাঁথি, 12 মে : এক কোটি টাকা তছরুপের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমার দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুবিকাশ জানার বিরুদ্ধে ৷ অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়ারা ৷ তাদের অভিযোগ, অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের মধ্যে 24 জনের কাছ থেকে 5 লাখ করে টাকা নেন তিনি ৷ পাশাপাশি কলেজের বিল্ডিং তৈরি সহ অন্যান্য উন্নয়নমূলক কাজেও ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে ৷

সূত্রের খবর, অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা জানতেই মহকুমা শাসক, জেলা শাসক থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানায় ছাত্রসংসদের প্রতিনিধিরা ৷ তারপর গত 25 জানুয়ারি থেকে কলেজে যাওয়া বন্ধ করে দেন তিনি ৷ সে কারণেই অধ্যক্ষের বাড়ির সামনে প্রায় ঘণ্টা দুয়েক পড়ুয়ারা প্রতিবাদ বিক্ষোভ করে ৷

অন্যদিকে অধ্যক্ষ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি, মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাঁকে ফাঁসানো হয়েছে ৷ ফোনে তিনি জানান, যে কোনও রকম তদন্তের সামনে যেতে তিনি প্রস্তুত ।

অধ্যক্ষের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ , বিক্ষোভ ছাত্র পরিষদের

রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ কমিটির সদস্য ও প্রাক্তন দেশপ্রাণ কলেজের ইউনিট সভাপতি আবেদ আলি খান জানান , দীর্ঘদিন ধরে কাঁথি দেশপ্রাণ কলেজের অধ্যক্ষ সুবিকাশ জানার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে । পাশাপাশি তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী এই কারচুপির সঙ্গে যুক্ত রয়েছেন বলে অভিযোগ তোলেন তিনি ৷

আরও পড়ুন : সরলার দলে ঢোকা রুখতে পথে তৃণমূল কর্মীরা

পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল ছাএ পরিষদের সাধারণ সম্পাদক শেখ সাজিদ জানান, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা নেওয়ার জন্য । ওই শিক্ষা প্রতিষ্ঠানে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে ৷ অধ্যাপক চাকরি দেওয়ার নাম করে ও কলেজের উন্নয়নের জন্য কোটি কোটি টাকার আত্মসাৎ করেছেন । যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না ৷

পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠায় ঘটনাস্থলে আসে কাঁথি থানার পুলিশ ৷ তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.