কোলাঘাট, 30 অগাস্ট: টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষরক্ষা হল না ৷ গতরাতে মৃত্যু হল কোলাঘাটের গণধর্ষিতা কিশোরীর ৷
গতকাল রাতে কলকাতার SSKM হাসপাতালে মৃত্যু হয় ওই কিশোরীর ৷ তার মৃত্যুর ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ ৷ ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব ৷ গত 24 অগাস্ট টিউশন থেকে ফেরার সময় তার পথ আটকায় এলাকার কয়েকজন যুবক ৷ তার সঙ্গে থাকা সহপাঠী এক কিশোর ওই যুবকদের বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধর করে ৷ এরপর কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে পাঁচ যুবক । গোটা ঘটনাটি মোবাইলে ভিডিয়ো করে রাখে তারা । বাড়ি ফিরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী । তাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷
![আদালতের পথে অভিযুক্তরা](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-emid-1-kolaghat-dead-vis2-7204300-sd_30082019104916_3008f_1567142356_836.jpg)
27 অগাস্ট ওই কিশোরী পরিবারকে সমস্ত ঘটনার কথা জানায় ৷ তার ভিত্তিতেই কিশোরীর পরিবার কোলাঘাট থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করে ৷ মোবাইলের সূত্র ধরে পুলিশ বিশ্বজিৎ পাত্র, সমীর মণ্ডল-সহ আরও দু'জনকে গ্রেপ্তার করে ৷ অভিযুক্ত আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ধৃতদের একজন নাবালক ৷ বাকী তিন জনকে ছয় দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷