ETV Bharat / state

টানা ছয় দিনের লড়াই, মৃত্যু গণধর্ষিতা কিশোরীর - Kolaghat

টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষরক্ষা হল না ৷ গতরাতে মৃত্যু হল কোলাঘাটের গণধর্ষিতা কিশোরীর ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Aug 30, 2019, 12:22 PM IST

কোলাঘাট, 30 অগাস্ট: টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষরক্ষা হল না ৷ গতরাতে মৃত্যু হল কোলাঘাটের গণধর্ষিতা কিশোরীর ৷

গতকাল রাতে কলকাতার SSKM হাসপাতালে মৃত্যু হয় ওই কিশোরীর ৷ তার মৃত্যুর ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ ৷ ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব ৷ গত 24 অগাস্ট টিউশন থেকে ফেরার সময় তার পথ আটকায় এলাকার কয়েকজন যুবক ৷ তার সঙ্গে থাকা সহপাঠী এক কিশোর ওই যুবকদের বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধর করে ৷ এরপর কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে পাঁচ যুবক । গোটা ঘটনাটি মোবাইলে ভিডিয়ো করে রাখে তারা । বাড়ি ফিরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী । তাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

আদালতের পথে অভিযুক্তরা
আদালতের পথে অভিযুক্তরা

27 অগাস্ট ওই কিশোরী পরিবারকে সমস্ত ঘটনার কথা জানায় ৷ তার ভিত্তিতেই কিশোরীর পরিবার কোলাঘাট থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করে ৷ মোবাইলের সূত্র ধরে পুলিশ বিশ্বজিৎ পাত্র, সমীর মণ্ডল-সহ আরও দু'জনকে গ্রেপ্তার করে ৷ অভিযুক্ত আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ধৃতদের একজন নাবালক ৷ বাকী তিন জনকে ছয় দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

কোলাঘাট, 30 অগাস্ট: টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষরক্ষা হল না ৷ গতরাতে মৃত্যু হল কোলাঘাটের গণধর্ষিতা কিশোরীর ৷

গতকাল রাতে কলকাতার SSKM হাসপাতালে মৃত্যু হয় ওই কিশোরীর ৷ তার মৃত্যুর ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ ৷ ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব ৷ গত 24 অগাস্ট টিউশন থেকে ফেরার সময় তার পথ আটকায় এলাকার কয়েকজন যুবক ৷ তার সঙ্গে থাকা সহপাঠী এক কিশোর ওই যুবকদের বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধর করে ৷ এরপর কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে পাঁচ যুবক । গোটা ঘটনাটি মোবাইলে ভিডিয়ো করে রাখে তারা । বাড়ি ফিরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী । তাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

আদালতের পথে অভিযুক্তরা
আদালতের পথে অভিযুক্তরা

27 অগাস্ট ওই কিশোরী পরিবারকে সমস্ত ঘটনার কথা জানায় ৷ তার ভিত্তিতেই কিশোরীর পরিবার কোলাঘাট থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করে ৷ মোবাইলের সূত্র ধরে পুলিশ বিশ্বজিৎ পাত্র, সমীর মণ্ডল-সহ আরও দু'জনকে গ্রেপ্তার করে ৷ অভিযুক্ত আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ধৃতদের একজন নাবালক ৷ বাকী তিন জনকে ছয় দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

Intro:কোলাঘাট ,৩০ অগাস্ট : মৃত্যু হল কোলাঘাটের বাগডিহা গ্রামের গণধর্ষিতা কিশোরীর। গতকাল গভীর রাতে তার মৃত্যু হয় কলকাতার এস এস কে এম হাসপাতালে। কিশোরীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম। অভিযুক্তদের ফাঁসির দাবী চাইছেন পরিবার ও গ্রামবাসীরা।Body:গত শনিবার (24 শে আগস্ট )রাতে কিশোর কিশোরী সাইকেল নিয়ে টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়ে ছিল । বাড়ি ফেরার পথে তাদের পথ আগলায় এলাকারই কিছু যুবক । পরে প্রেমিক কিশোরকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয় অভিযুক্তরা । তারপরই কিশোরীকে একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে নির্মমভাবে ধর্ষণ করে অভিযুক্তরা । এবং সেই মুহূর্তের ছবি মোবাইলে ভিডিও করে রাখে । মুখ খুললেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকিও দেয় । লজ্জায় কিশোরী বাড়ি এসে ওই রাতেই বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করে । পরিবারের লোকেরা তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন ।গত মঙ্গলবার যন্ত্রণায় ও কষ্ট কিশোরী পরিবারের লোককে সব ঘটনা খুলে বলে। সেই মর্মে পরিবারের লোকেরা কোলাঘাট থানা গণধর্ষণের অভিযোগ জানান ।বুধবার দিন কিশোরীকে সংকটজনক অবস্থায় কলকাতার এস এস কে এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। Conclusion:এরপরে কোলাঘাট থানায় ধর্ষণের অভিযোগ হয় পরিবারের তরফে। গত ২৭ তারিখ গভীর রাতে মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ
বিশ্বজিৎ পাত্র,
সমির মন্ডল, সৌরভ দোলই(১৬), ও বিশ্বজিৎ পাত্র কে গ্রেপ্তার করে। অভিযুক্ত আরো একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে কোলাঘাট থানার পুলিশ।


কিশোরীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ ও শোকস্তব্ধ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ কোলকাতা থেকে বাড়িতে ফিরিয়ে আনার তোড়জোড় শুরু হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.