ETV Bharat / state

Abu Taher Surrendered: সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে আত্মসমর্পণ আবু তাহেরের - bengal post poll violence case

2021 বিধানসভা ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত আবু তাহের শনিবার হলদিয়া মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছেন ৷ 19 সেপ্টেম্বর পর্যন্ত তাঁর পুলিশ হেফাজত হয়েছে ৷

ETV Bharat
আবু তাহের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 10:31 PM IST

Updated : Sep 16, 2023, 10:59 PM IST

হলদিয়া, 16 সেপ্টেম্বর: রাজ্যে বিধানসভা নির্বাচনে পর ভোট পরবর্তী হিংসার মামলায় শনিবার হলদিয়া মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের । 19 সেপ্টেম্বর পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হলদিয়া মহকুমা আদালত । 2021 সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার মামলায় শনিবার হলদিয়া মহাকুমা আদালতে আত্মসমর্পণ করেন নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি আবু তাহের । সিবিআই বারবার নোটিশ দেওয়ায় চাপ বাড়ছিল এই তৃণমূল নেতার । এই পরিস্থিতিতে শনিবার তিনি হলদিয়া মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন ৷

ভোটের পর নানা জায়গায় অশান্তির মামলায় নাম জড়ায় আবু তাহেরের । নন্দীগ্রামের চিল্লগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতি হত্যা মামলা-সহ একাধিক ঘটনায় তাঁর নাম জড়ায়। বহুদিন ধরে তিনি পুলিশের খাতায় ফেরার ছিলেন । এই মামলায় আবু তাহের কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন । কিন্তু জামিন নামঞ্জুর করে কলকাতা হাইকোর্ট । এরপর তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন । সুপ্রিম কোর্ট নিম্ন আদালতে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয় ।

সেই সুপ্রিম কোর্টের নির্দেশে মেনে এদিন দুপুরে তিনি হলদিয়া মহাকুমা আদালতে আত্মসমর্পণ করেন । উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁর নাম এই ভোট পরবর্তী মামলায় জুড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আবু তাহেরের । এদিন হলদিয়া মহকুমা আদালতে আত্মসমর্পণ করার পর বিচারক তাঁকে 3 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন । 19 সেপ্টেম্বর হলদিয়া মহকুমা কোর্টে আবার শুনানি হবে এই মামলার ।

আরও পড়ুন: 'সম্মানহানি হলে মাথা ঠান্ডা রাখা কঠিন,' অধিবেশনে মারপিট নিয়ে সাফাই ফিরহাদের

এই প্রসঙ্গে আবু তাহেরে ছেলে শেখ ওয়াসিম আহমেদ জানান, ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে তাঁর বাবার ৷ বিষয়টিকে রাজনৈতিক চক্রান্ত ও মিথ্যা মামলায় ফাঁসানো বলে তিনি দাবি করেন ৷ তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আবু তাহের আদালতে আত্মসমর্পণ করেছেন ৷

হলদিয়া, 16 সেপ্টেম্বর: রাজ্যে বিধানসভা নির্বাচনে পর ভোট পরবর্তী হিংসার মামলায় শনিবার হলদিয়া মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের । 19 সেপ্টেম্বর পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হলদিয়া মহকুমা আদালত । 2021 সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার মামলায় শনিবার হলদিয়া মহাকুমা আদালতে আত্মসমর্পণ করেন নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি আবু তাহের । সিবিআই বারবার নোটিশ দেওয়ায় চাপ বাড়ছিল এই তৃণমূল নেতার । এই পরিস্থিতিতে শনিবার তিনি হলদিয়া মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন ৷

ভোটের পর নানা জায়গায় অশান্তির মামলায় নাম জড়ায় আবু তাহেরের । নন্দীগ্রামের চিল্লগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতি হত্যা মামলা-সহ একাধিক ঘটনায় তাঁর নাম জড়ায়। বহুদিন ধরে তিনি পুলিশের খাতায় ফেরার ছিলেন । এই মামলায় আবু তাহের কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন । কিন্তু জামিন নামঞ্জুর করে কলকাতা হাইকোর্ট । এরপর তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন । সুপ্রিম কোর্ট নিম্ন আদালতে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয় ।

সেই সুপ্রিম কোর্টের নির্দেশে মেনে এদিন দুপুরে তিনি হলদিয়া মহাকুমা আদালতে আত্মসমর্পণ করেন । উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁর নাম এই ভোট পরবর্তী মামলায় জুড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আবু তাহেরের । এদিন হলদিয়া মহকুমা আদালতে আত্মসমর্পণ করার পর বিচারক তাঁকে 3 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন । 19 সেপ্টেম্বর হলদিয়া মহকুমা কোর্টে আবার শুনানি হবে এই মামলার ।

আরও পড়ুন: 'সম্মানহানি হলে মাথা ঠান্ডা রাখা কঠিন,' অধিবেশনে মারপিট নিয়ে সাফাই ফিরহাদের

এই প্রসঙ্গে আবু তাহেরে ছেলে শেখ ওয়াসিম আহমেদ জানান, ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে তাঁর বাবার ৷ বিষয়টিকে রাজনৈতিক চক্রান্ত ও মিথ্যা মামলায় ফাঁসানো বলে তিনি দাবি করেন ৷ তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আবু তাহের আদালতে আত্মসমর্পণ করেছেন ৷

Last Updated : Sep 16, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.