ETV Bharat / state

Abhishek Thanks Nandigram: 'ভালোবাসায় আপ্লুত হলাম', নন্দীগ্রামকে ধন্যবাদ জ্ঞাপন অভিষেকের - বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী

নন্দীগ্রামে পদযাত্রাকে ঐতিহাসিক আখ্যা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ দীর্ঘ 20 কিলোমিটার পথ হেঁটে তৃণমূল সাংসদ বললেন, "রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ দিন" ৷

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 2, 2023, 8:59 AM IST

Updated : Jun 2, 2023, 9:25 AM IST

নন্দীগ্রাম, 2 জুন: দীর্ঘ পদযাত্রার পর জনসভা থেকে নাম না-করে রাজনৈতিক প্রতিপক্ষকে কড়া আক্রমণ করেছিলেন বৃহস্পতিবার রাতে ৷ এর কয়েক ঘণ্টা পরেই নন্দীগ্রাম নিয়ে নিজের রাজনৈতিক আবেগ সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায় নন্দীগ্রাম তাঁর রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ উপাখ্যান হয়ে রইল ৷ বিজেপির তরফে এই যাত্রা নিয়ে কী প্রতিক্রিয়া হয় সেটাই এখন দেখার ৷

সামাজিক মাধ্যমে অভিষেক লেখেন, "ভুলব না কখনও এই নাম, আবেগের আরেক নাম নন্দীগ্রাম ৷ আমার রাজনৈতিক জীবনে মানুষের এইরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রথম ৷ এটাকেই বলে গণ সমাবেশ ৷" তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানে নন্দীগ্রামের ভূমিকা গুরুত্বপূর্ণ ৷

রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ মনে করে, 2007 সালে নন্দীগ্রামের আন্দোলনের মধ্যে দিয়েই বঙ্গে বাম জমানার অবসানের সূচনা হয়েছিল ৷ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বর্তমান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও ৷

  • Like all other times, Nandigram has shown today, in innumerable ways, that its love is reserved for those who work at the grassroots.

    And not those who have sold their spines to Delhi.

    Thank you Nandigram. (2/2)

    — Abhishek Banerjee (@abhishekaitc) June 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে ৷ এখন থেকেই রণকৌশল সাজাতে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। এমন আবহে বিজেপির বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে অভিষেক লেখেন, "2007 সালে এই নন্দীগ্রামের বুকেই বঙ্গ রাজনীতির পালাবদলের বীজ বপন হয়েছিল ৷ "আজ, কেন্দ্রের বিভাজনকারী শক্তিকে উচ্ছেদ করার হুংকার আমি এখান থেকেই করে গেলাম ৷"

নন্দীগ্রামের মানুষকে ধন্যবাদ জানান অভিষেক ৷ টুইটারে তিনি লেখেন, নন্দীগ্রামে জনজোয়ার তাঁর রাজনৈতিক জীবনে উল্লেখযোগ্য অধ্যায় ৷ নিজেদের অধিকারের জন্য লড়ছে, এমন মানুষের পাশেই দাঁড়াবে তৃণমূল ৷ বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ না-করলেও তাঁকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ লেখেন, নন্দীগ্রাম বিভিন্ন ভাবে দেখিয়েছে, তৃণমূল স্তরের মানুষের প্রতি তাদের ভালোবাসা রয়েছে ৷ যাঁরা দিল্লির কাছে নিজেদের শিরদাঁড়া বিক্রি করে দিয়েছেন, তাঁদের জন্য নয় ৷ শেষে নন্দীগ্রামকে কৃতজ্ঞতা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

আরও পড়ুন: শুভেন্দুকে চ্যালেঞ্জ জানিয়ে নন্দীগ্রামের মাটি দূষণমুক্ত করার দাবি অভিষেকের

নন্দীগ্রাম, 2 জুন: দীর্ঘ পদযাত্রার পর জনসভা থেকে নাম না-করে রাজনৈতিক প্রতিপক্ষকে কড়া আক্রমণ করেছিলেন বৃহস্পতিবার রাতে ৷ এর কয়েক ঘণ্টা পরেই নন্দীগ্রাম নিয়ে নিজের রাজনৈতিক আবেগ সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায় নন্দীগ্রাম তাঁর রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ উপাখ্যান হয়ে রইল ৷ বিজেপির তরফে এই যাত্রা নিয়ে কী প্রতিক্রিয়া হয় সেটাই এখন দেখার ৷

সামাজিক মাধ্যমে অভিষেক লেখেন, "ভুলব না কখনও এই নাম, আবেগের আরেক নাম নন্দীগ্রাম ৷ আমার রাজনৈতিক জীবনে মানুষের এইরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রথম ৷ এটাকেই বলে গণ সমাবেশ ৷" তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানে নন্দীগ্রামের ভূমিকা গুরুত্বপূর্ণ ৷

রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ মনে করে, 2007 সালে নন্দীগ্রামের আন্দোলনের মধ্যে দিয়েই বঙ্গে বাম জমানার অবসানের সূচনা হয়েছিল ৷ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বর্তমান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও ৷

  • Like all other times, Nandigram has shown today, in innumerable ways, that its love is reserved for those who work at the grassroots.

    And not those who have sold their spines to Delhi.

    Thank you Nandigram. (2/2)

    — Abhishek Banerjee (@abhishekaitc) June 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে ৷ এখন থেকেই রণকৌশল সাজাতে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। এমন আবহে বিজেপির বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে অভিষেক লেখেন, "2007 সালে এই নন্দীগ্রামের বুকেই বঙ্গ রাজনীতির পালাবদলের বীজ বপন হয়েছিল ৷ "আজ, কেন্দ্রের বিভাজনকারী শক্তিকে উচ্ছেদ করার হুংকার আমি এখান থেকেই করে গেলাম ৷"

নন্দীগ্রামের মানুষকে ধন্যবাদ জানান অভিষেক ৷ টুইটারে তিনি লেখেন, নন্দীগ্রামে জনজোয়ার তাঁর রাজনৈতিক জীবনে উল্লেখযোগ্য অধ্যায় ৷ নিজেদের অধিকারের জন্য লড়ছে, এমন মানুষের পাশেই দাঁড়াবে তৃণমূল ৷ বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ না-করলেও তাঁকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ লেখেন, নন্দীগ্রাম বিভিন্ন ভাবে দেখিয়েছে, তৃণমূল স্তরের মানুষের প্রতি তাদের ভালোবাসা রয়েছে ৷ যাঁরা দিল্লির কাছে নিজেদের শিরদাঁড়া বিক্রি করে দিয়েছেন, তাঁদের জন্য নয় ৷ শেষে নন্দীগ্রামকে কৃতজ্ঞতা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

আরও পড়ুন: শুভেন্দুকে চ্যালেঞ্জ জানিয়ে নন্দীগ্রামের মাটি দূষণমুক্ত করার দাবি অভিষেকের

Last Updated : Jun 2, 2023, 9:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.