ETV Bharat / state

Abhishek Banerjee: সাধারণ মানুষের ক্ষোভের কথা শুনে 48 ঘণ্টার মধ্যে মারিশদার তিন নেতাকে ইস্তফা দিতে নির্দেশ অভিষেকের - বিজেপি

শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) ৷ সভায় যাওয়ার আগে তিনি মারিশদা এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ৷ তার পর কাজে গাফিলতির অভিযোগ পেয়ে তিন নেতাকে পদত্যাগ করার নির্দেশ দেন ৷

abhishek-banerjee-orders-three-tmc-leaders-to-submit-their-resignations
Abhishek Banerjee: সাধারণ মানুষের ক্ষোভের কথা শুনে 48 ঘণ্টার মধ্যে মারিশদার তিন নেতাকে ইস্তফা দিতে নির্দেশ অভিষেকের
author img

By

Published : Dec 3, 2022, 8:59 PM IST

কাঁথি (পূর্ব মেদিনীপুর), 3 ডিসেম্বর: পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভাতে গিয়ে এলাকাবাসীর ক্ষোভ শোনার পরেই মঞ্চ থেকে উপপ্রধান, প্রধান ও অঞ্চল সভাপতিকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । 48 ঘণ্টার মধ্যে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেন তিনি ।

অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথির সভায় যাওয়ার আগে তাঁর কনভয় থামিয়ে ঢুকে পড়েন মারিশদা এলাকার একটি গ্রামে । সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি । শোনের তাঁদের অভিযোগও । তাঁদের অনেকে পাকা বাড়ি পাননি । এছাড়াও এলাকায় জলকষ্ট এবং নিকাশি নিয়ে সমস্যার কথাও তুলে ধরেন তাঁরা ।

এর পর কাঁথির সভাস্থলে যাওয়ার পথে অভিষেক খোঁজখবর নেন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সম্পর্কে । মঞ্চে উঠে কাঁথি 3 নম্বর ব্লকের মারিশদা 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুনুরানি মণ্ডল, উপপ্রধান রমাকৃষ্ণ মণ্ডল এবং অঞ্চল সভাপতি গৌতম মিশ্রকে ইস্তফা দিতে তিনি নির্দেশ দেন । বলেন, ‘‘48 ঘণ্টার মধ্যে মারিশদার ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের ইস্তফা চাই । না ইস্তফা দিলে আইনি ব্যবস্থা নেব এবং সরকারকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব ।’’

মঞ্চ থেকে তিনি কড়া ভাষায় বলেন, ‘‘তৃণমূলের চিহ্নে জিতব আর বিজেপির (BJP) দালালি করব ? যাঁরা এসব ভাবছেন, তাঁদের সকলের তালিকা আমার কাছে আছে । তাঁদের মেরুদণ্ড কোথায় রাখা আছে, আমি জানি । মানুষের কাজ না হলে আমাদের রাজনীতি করে লাভ নেই ।’’ পঞ্চায়েত ভোটের (Panchayat Elections 2023) আগে তাঁর পদক্ষেপ প্রভাব ফেলতে পারে ভোটে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।

আরও পড়ুন: মমতার কায়দায় মানুষের দরজায়, পূর্ব মেদনীপুরে অভিষেকের পদক্ষেপে তৃণমূল নেত্রীর ছায়া

কাঁথি (পূর্ব মেদিনীপুর), 3 ডিসেম্বর: পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভাতে গিয়ে এলাকাবাসীর ক্ষোভ শোনার পরেই মঞ্চ থেকে উপপ্রধান, প্রধান ও অঞ্চল সভাপতিকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । 48 ঘণ্টার মধ্যে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেন তিনি ।

অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথির সভায় যাওয়ার আগে তাঁর কনভয় থামিয়ে ঢুকে পড়েন মারিশদা এলাকার একটি গ্রামে । সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি । শোনের তাঁদের অভিযোগও । তাঁদের অনেকে পাকা বাড়ি পাননি । এছাড়াও এলাকায় জলকষ্ট এবং নিকাশি নিয়ে সমস্যার কথাও তুলে ধরেন তাঁরা ।

এর পর কাঁথির সভাস্থলে যাওয়ার পথে অভিষেক খোঁজখবর নেন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সম্পর্কে । মঞ্চে উঠে কাঁথি 3 নম্বর ব্লকের মারিশদা 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুনুরানি মণ্ডল, উপপ্রধান রমাকৃষ্ণ মণ্ডল এবং অঞ্চল সভাপতি গৌতম মিশ্রকে ইস্তফা দিতে তিনি নির্দেশ দেন । বলেন, ‘‘48 ঘণ্টার মধ্যে মারিশদার ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের ইস্তফা চাই । না ইস্তফা দিলে আইনি ব্যবস্থা নেব এবং সরকারকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব ।’’

মঞ্চ থেকে তিনি কড়া ভাষায় বলেন, ‘‘তৃণমূলের চিহ্নে জিতব আর বিজেপির (BJP) দালালি করব ? যাঁরা এসব ভাবছেন, তাঁদের সকলের তালিকা আমার কাছে আছে । তাঁদের মেরুদণ্ড কোথায় রাখা আছে, আমি জানি । মানুষের কাজ না হলে আমাদের রাজনীতি করে লাভ নেই ।’’ পঞ্চায়েত ভোটের (Panchayat Elections 2023) আগে তাঁর পদক্ষেপ প্রভাব ফেলতে পারে ভোটে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।

আরও পড়ুন: মমতার কায়দায় মানুষের দরজায়, পূর্ব মেদনীপুরে অভিষেকের পদক্ষেপে তৃণমূল নেত্রীর ছায়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.