ETV Bharat / state

গুজবের জেরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি যুবককে - durgachak

ছেলেধরা সন্দেহে তপন জানা নামে এক যুূবককে গণপিটুনি দেওয়া হল।

প্রহৃত যুবক
author img

By

Published : Feb 16, 2019, 8:09 PM IST

দুর্গাচক, ১৬ ফেব্রুয়ারি : ছেলেধরা সন্দেহে এক যুবককে গণপিটুনি দেওয়া হল। যুবকের নাম তপন জানা(৩৫)। হলদিয়া থানার দেভোগ এলাকার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি হলদিয়ার দুর্গাচক থানার ভাগ‍্যবন্তপুরের। মারধরের অভিযোগে দুর্গাচক থানার পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় তপন নামে ওই যুবক তার বান্ধবীর সঙ্গে দেখা করতে আসেন দুর্গাচক এলাকায়। প্রেমিকার বাড়ি খুঁজে না পেয়ে ফোনে কথা বলতে বলতে এলাকায় ঘুরছিলেন তিনি।

অভিযোগ, সেই সময় এলাকার কিছু যুবক তাকে ঘিরে ধরে ভাগ্যবন্তপুর পুলের কাছে। তপন অসংলগ্ন উত্তর দিতে শুরু করে এবং সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু, স্থানীয়রা তাকে ধরে ফেলে। তারপর ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয়।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ। আহত অবস্থায় উদ্ধার করা হয় তপনকে। পুলিশ ঘটনাস্থান থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে।

দুর্গাচক থানার OC বিপ্লব হালদার বলেন, "আমরা নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছি, গুজবে কান দেবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। তা সত্ত্বেও একের পর এক এমন ঘটনা ঘটে চলেছে। ভাগ্যবন্তপুরে যুবককে মারধরের ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে, দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে‌।"

undefined

দুর্গাচক, ১৬ ফেব্রুয়ারি : ছেলেধরা সন্দেহে এক যুবককে গণপিটুনি দেওয়া হল। যুবকের নাম তপন জানা(৩৫)। হলদিয়া থানার দেভোগ এলাকার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি হলদিয়ার দুর্গাচক থানার ভাগ‍্যবন্তপুরের। মারধরের অভিযোগে দুর্গাচক থানার পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় তপন নামে ওই যুবক তার বান্ধবীর সঙ্গে দেখা করতে আসেন দুর্গাচক এলাকায়। প্রেমিকার বাড়ি খুঁজে না পেয়ে ফোনে কথা বলতে বলতে এলাকায় ঘুরছিলেন তিনি।

অভিযোগ, সেই সময় এলাকার কিছু যুবক তাকে ঘিরে ধরে ভাগ্যবন্তপুর পুলের কাছে। তপন অসংলগ্ন উত্তর দিতে শুরু করে এবং সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু, স্থানীয়রা তাকে ধরে ফেলে। তারপর ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয়।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ। আহত অবস্থায় উদ্ধার করা হয় তপনকে। পুলিশ ঘটনাস্থান থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে।

দুর্গাচক থানার OC বিপ্লব হালদার বলেন, "আমরা নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছি, গুজবে কান দেবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। তা সত্ত্বেও একের পর এক এমন ঘটনা ঘটে চলেছে। ভাগ্যবন্তপুরে যুবককে মারধরের ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে, দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে‌।"

undefined
RESTRICTION SUMMARY: NO ACCESS GERMANY/ ONE WEEK NEWS ACCESS ONLY; ONLINE ACCESS ONLY 3 MINUTES OF ALL POOL FOOTAGE PROVIDED ON 16 FEBRUARY 2019
SHOTLIST:
ARD/BAYERISCHER RUNDFUNK POOL - NO ACCESS GERMANY/ ONE WEEK NEWS ACCESS ONLY; ONLINE ACCESS ONLY 3 MINUTES OF ALL POOL FOOTAGE PROVIDED ON 16 FEBRUARY 2019
Munich - 16 February 2019
1. German Chancellor Angela Merkel talking with Egypt's President Abdel Fattah el-Sissi
2. Merkel greeting participants
3. Merkel talking to Chinese senior foreign policy adviser Yang Jiechi, then walking onto podium
4. SOUNDBITE (German) Angela Merkel, German Chancellor:
"And therefore the one big question is: do we stick to the principle that is the lesson of Second World War and the National Socialism caused by Germany: that multilateralism is not great, that its difficult and slow, that it is complicated. But putting oneself in the shoes of another, looking beyond one's own nose and looking for joint 'win-win' solutions, my firm conviction is that this is better than the opinion of being able to solve all things on your own."
5. Audience applauding
6. SOUNDBITE (German) Angela Merkel, German Chancellor:
"And I think that's exactly the answer to the motto these days, the great puzzle - who will pick up the pieces? only all of us together."
7. Audience applauding, Merkel taking her seat on podium
8. Merkel listening to applause
9. Wide of conference hall
10. Standing ovations for Merkel
STORYLINE:
German Chancellor Angela Merkel received a standing ovation at the Munich Security Conference on Saturday for her praise of multilateralism.
She said lessons should be drawn from the Second World War and "the National Socialism caused by Gemany".
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.