রেগে প্রেমিকের বাইকে আগুন যুবতির ! - বাইক
নিজেদের সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে বচসা লাগে । আর তাতেই রেগে যান মহিলা । সোজা প্রেমিকের বাইকের পেট্রোলের পাইপ খুলে তাতে আগুন লাগিয়ে দেয় । বাইক দাউ দাউ করে জ্বলে উঠতেই চম্পট দিল যুগল ।
হলদিয়া, 23 অক্টোবর : ভালোবাসার মানুষের সঙ্গে একান্তে খানিকটা সময় কাটাবেন । তাই প্রেমিকের বাইকে ঘুরতে বেরিয়েছিলেন যুবতি । কিন্তু, তিনি সেই বাইকেই আগুন ধরিয়ে দিলেন । পূর্ব মেদিনীপুরের হলদিয়ার গান্ধিনগর এলাকার ঘটনা ।
হলদিয়ার ভবানীপুর এলাকার বাসিন্দা সুভাষ দেবনাথ । প্রেমিকাকে নিয়ে বাইকে করে ঘুরতে বেরিয়েছিলেন । রাস্তায় গান্ধিনগর এলাকায় হলদিয়া মেরিন কলেজের সামনে একটি চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন । চাও খেয়েছেন । স্থানীয়রা জানায়, প্রথমে সাধারণ কথাবার্তা হচ্ছিল । তারপর নিজেদের সম্পর্ক নিয়ে দু'জনের মধ্যে বচসা শুরু হয় । আর তাতেই রেগে যান মহিলা । সোজা প্রেমিকের বাইকের পেট্রোলের পাইপ খুলে তাতে আগুন লাগিয়ে দেয় । বাইক দাউ দাউ করে জ্বলে উঠতেই সেখান থেকে চম্পট দেন দুজনেই।
স্থানীয়রা খবর দেয় হলদিয়া থানায় । ঘটনাস্থানে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । হলদিয়া থানার IC কুদরতে খুদা জানিয়েছেন, যুগলের মধ্যে অশান্তির কারণেই বাইক পোড়ানোর ঘটনা ঘটেছে । বাইকের মালিকের খোঁজ পাওয়া গেছে । তাঁকে ডেকে পাঠানো হয়েছে ।