ETV Bharat / state

রেগে প্রেমিকের বাইকে আগুন যুবতির  ! - বাইক

নিজেদের সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে বচসা লাগে । আর তাতেই রেগে যান মহিলা । সোজা প্রেমিকের বাইকের পেট্রোলের পাইপ খুলে তাতে আগুন লাগিয়ে দেয় । বাইক দাউ দাউ করে জ্বলে উঠতেই চম্পট দিল যুগল ।

বাইকে আগুন
author img

By

Published : Oct 23, 2019, 1:43 PM IST

হলদিয়া, 23 অক্টোবর : ভালোবাসার মানুষের সঙ্গে একান্তে খানিকটা সময় কাটাবেন । তাই প্রেমিকের বাইকে ঘুরতে বেরিয়েছিলেন যুবতি । কিন্তু, তিনি সেই বাইকেই আগুন ধরিয়ে দিলেন । পূর্ব মেদিনীপুরের হলদিয়ার গান্ধিনগর এলাকার ঘটনা ।

হলদিয়ার ভবানীপুর এলাকার বাসিন্দা সুভাষ দেবনাথ । প্রেমিকাকে নিয়ে বাইকে করে ঘুরতে বেরিয়েছিলেন । রাস্তায় গান্ধিনগর এলাকায় হলদিয়া মেরিন কলেজের সামনে একটি চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন । চাও খেয়েছেন । স্থানীয়রা জানায়, প্রথমে সাধারণ কথাবার্তা হচ্ছিল । তারপর নিজেদের সম্পর্ক নিয়ে দু'জনের মধ্যে বচসা শুরু হয় । আর তাতেই রেগে যান মহিলা । সোজা প্রেমিকের বাইকের পেট্রোলের পাইপ খুলে তাতে আগুন লাগিয়ে দেয় । বাইক দাউ দাউ করে জ্বলে উঠতেই সেখান থেকে চম্পট দেন দুজনেই।

স্থানীয়রা খবর দেয় হলদিয়া থানায় । ঘটনাস্থানে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । হলদিয়া থানার IC কুদরতে খুদা জানিয়েছেন, যুগলের মধ্যে অশান্তির কারণেই বাইক পোড়ানোর ঘটনা ঘটেছে । বাইকের মালিকের খোঁজ পাওয়া গেছে । তাঁকে ডেকে পাঠানো হয়েছে ।

Intro:হলদিয়া,২৩ অক্টোবর: বাইকে করে ঘুরতে বেরিয়ে বচসা। রাগে উত্তেজিত হয়ে প্রেমিকের বাইকে আগুন লাগিয়ে দিল প্রেমিকা। বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হলদিয়ার গান্ধীনগর এলাকায়। ঘটনার খবর পেয়ে দমকল এর একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল নাগাদ হলদিয়ার মেরিন কলেজের সামনে একটি চায়ের দোকানে বসে গল্প করছিল বেশকিছু কলেজপড়ুয়া। হঠাৎই তাদের মধ্যে এক যুগলের মধ্যে অশান্তি শুরু হয়। আর তারপরেই প্রেমিকা দোকান থেকে দেশলাই নিয়ে আগুন লাগিয়ে দেয় প্রেমিকের বাইকে। বাইকে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করতেই দুজনেই ঘটনাস্থান থেকে চম্পট দেয়। স্থানীয় ব্যবসায়ীরা ও পথচলতি মানুষ হলদিয়া থানায় খবর দিলে পুলিশ ও দমকল এর একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।Conclusion:হলদিয়া থানার আইসি কুদরতে খুদা জানিয়েছেন, এক যুগলের মধ্যে অশান্তির কারণেই বাইক পোড়ানোর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বাইক থেকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে বাইকের মালিকের খোঁজ চলছে।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.