ETV Bharat / state

গর্ভবতী মহিলার কিডনি চুরি করে পাচারে অভিযোগ স্ত্রী বিশেষজ্ঞ চিকিৎসকে বিরুদ্ধে - doctor

গর্ভবতী মহিলার কিডনি চুরি করে পাচারের অভিযোগ উঠল স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তারের বিরুদ্ধে ৷ ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কাঁথির ৷

ছবি
ছবি
author img

By

Published : Sep 22, 2020, 10:22 PM IST

কাঁথি (পূর্ব মেদিনীপুর), 22 সেপ্টেম্বর : গর্ভবতী মহিলার কিডনি চুরি করে পাচারের অভিযোগ উঠল স্ত্রী বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে ৷ অভিযুক্ত ডাক্তারের নাম বিতান বিশ্বাস ৷ ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের একটি হাসপাতালের ৷

অভিযোগ, সুমন বিবি নামে বছর কুড়ির এক মহিলা পেটের ব্যাথা নিয়ে বিতান বিশ্বাসের চেম্বারে যান । ওই রোগীকে দেখার পরে অভিযুক্ত ডাক্তার মহিলার পরিবারের লোকজনকে বলেন মহিলার ইউট্রাস এর প্রবলেম রয়েছে । অস্ত্রপচার করতে হবে । পরিবারের লোকেরা ডাক্তারের কথা মতো রাজি হন । তারপরে ডাক্তার তাঁদের অন্য হাসপাতালে ভরতির পরামর্শ দেন । সেই মোতাবেক পরিবারের লোকেরা হাসপাতালে ভরতি করান । চলতি মাসের কুড়ি তারিখে অপারেশন সেন্টারে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে । অস্ত্রপচারের সময় ডাক্তার জানান, তার ইউট্রাস এর কোনও প্রবলেম নেই । শিশুটি সঠিক জায়গাতেই রয়েছে । কিন্তু ওনার অ্যাপ্রেন্টিস থাকার কারণে , তা অপারেশন করতে হয়েছে । আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রোগীর পরিবারের সঙ্গে বিতর্ক । রোগীর বাড়ির লোকজনের বক্তব্য, যেই রোগের জন্য রোগীর অপারেশন করার কথা ছিল তা না করে অন্য অপারেশন কেন করা হল? পাশাপাশি তাঁদের আরও প্রশ্ন, সোনোগ্রাফি রিপোর্ট না করেই ডাক্তার অপারেশন করলেন কেন ?

পরিবারের সদস্যের বক্তব্য

এই মর্মে গতকাল রাতে রোগীর পরিবারের তরফে কাঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের তরফ থেকে সমস্ত দায় চাপিয়েছেন ডক্টর বিতান বিশ্বাসের ওপরেই । নার্সিংহোম কর্তৃপক্ষ বলেন, "ওই রোগীর ব্যাপারে যা করার বা টাকা নেয়ার সবকিছুই করেছেন বিতান বিশ্বাস । উনি নিজেই জেনারেল সার্জেন্টকে কল করে অপারেশন করিয়েছেন । তবে এই ব্যাপারে বিতান বিশ্বাস সবকিছু পরিষ্কার ভাবে বলতে পারবেন ।" যদিও ডাক্তার বিতান বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে, ওনার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

কাঁথি (পূর্ব মেদিনীপুর), 22 সেপ্টেম্বর : গর্ভবতী মহিলার কিডনি চুরি করে পাচারের অভিযোগ উঠল স্ত্রী বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে ৷ অভিযুক্ত ডাক্তারের নাম বিতান বিশ্বাস ৷ ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের একটি হাসপাতালের ৷

অভিযোগ, সুমন বিবি নামে বছর কুড়ির এক মহিলা পেটের ব্যাথা নিয়ে বিতান বিশ্বাসের চেম্বারে যান । ওই রোগীকে দেখার পরে অভিযুক্ত ডাক্তার মহিলার পরিবারের লোকজনকে বলেন মহিলার ইউট্রাস এর প্রবলেম রয়েছে । অস্ত্রপচার করতে হবে । পরিবারের লোকেরা ডাক্তারের কথা মতো রাজি হন । তারপরে ডাক্তার তাঁদের অন্য হাসপাতালে ভরতির পরামর্শ দেন । সেই মোতাবেক পরিবারের লোকেরা হাসপাতালে ভরতি করান । চলতি মাসের কুড়ি তারিখে অপারেশন সেন্টারে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে । অস্ত্রপচারের সময় ডাক্তার জানান, তার ইউট্রাস এর কোনও প্রবলেম নেই । শিশুটি সঠিক জায়গাতেই রয়েছে । কিন্তু ওনার অ্যাপ্রেন্টিস থাকার কারণে , তা অপারেশন করতে হয়েছে । আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রোগীর পরিবারের সঙ্গে বিতর্ক । রোগীর বাড়ির লোকজনের বক্তব্য, যেই রোগের জন্য রোগীর অপারেশন করার কথা ছিল তা না করে অন্য অপারেশন কেন করা হল? পাশাপাশি তাঁদের আরও প্রশ্ন, সোনোগ্রাফি রিপোর্ট না করেই ডাক্তার অপারেশন করলেন কেন ?

পরিবারের সদস্যের বক্তব্য

এই মর্মে গতকাল রাতে রোগীর পরিবারের তরফে কাঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের তরফ থেকে সমস্ত দায় চাপিয়েছেন ডক্টর বিতান বিশ্বাসের ওপরেই । নার্সিংহোম কর্তৃপক্ষ বলেন, "ওই রোগীর ব্যাপারে যা করার বা টাকা নেয়ার সবকিছুই করেছেন বিতান বিশ্বাস । উনি নিজেই জেনারেল সার্জেন্টকে কল করে অপারেশন করিয়েছেন । তবে এই ব্যাপারে বিতান বিশ্বাস সবকিছু পরিষ্কার ভাবে বলতে পারবেন ।" যদিও ডাক্তার বিতান বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে, ওনার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.