ETV Bharat / state

তমলুকে আইনজীবীর মৃত্যু, আত্মহত্যা না খুন ? - a man detained for alligation wife murder case

আজ সকাল সাড়ে আটটা নাগাদ ঘরের মধ্যে বিকট শব্দ শুনতে পান বাড়ির মালিক । এরপরই বিমান ও প্রিয়াঙ্কাকে ডাকাডাকি শুরু করেন তিনি ৷ সাড়া শব্দ না পেয়ে দরজায় ধাক্কাও দেন ৷ খানিকক্ষণ পর ঘর থেকে বেরিয়ে এসে প্রিয়াঙ্কার আত্মহত্যার খবর দেন স্বামী বিমান ।

তমলুকে আইনজীবীর মৃত্যু
author img

By

Published : Sep 11, 2019, 7:28 PM IST

Updated : Sep 11, 2019, 11:14 PM IST

তমলুক, 11 সেপ্টেম্বর : যুবতিকে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে ৷ তমলুকের কুলবেড়িয়া গ্রামের ঘটনা ৷ মৃতের নাম প্রিয়াঙ্কা কান্ডারি সরকার (28) ৷ তাঁর স্বামীর নাম বিমান সরকার । ঘটনার পর বিমানকে আটক করে পুলিশ ৷

প্রিয়াঙ্কা পেশায় আইনজীবী ৷ তিনি তমলুক আদালতে কর্মরত ছিলেন ৷ তাঁর স্বামী বিমান পদমপুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মী ৷ তাঁরা দু'জনই মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকার বাসিন্দা । দশ মাস আগে কর্মসূত্রে তমলুকে আসেন ৷ এখানে কুলবেড়িয়া গ্রামে সুবোধচন্দ্র শেঠের বাড়িতে ভাড়া নিয়ে থাকতে শুরু করেন । প্রতিদিনই বিভিন্ন কারণে বিমানের সঙ্গে অশান্তি লেগে থাকত তাঁর । কয়েকদিন আগেও দু'জনের মধ্যে ঝামেলা হয় ৷ পরে মিটমাট করেন বাড়ির মালিক সুবোধবাবু ৷ আজ সকাল সাড়ে আটটা নাগাদ ঘরের মধ্যে একটি বিকট শব্দ শুনতে পান তিনি । এরপরই বিমান ও প্রিয়াঙ্কাকে ডাকাডাকি শুরু করেন ৷ সাড়াশব্দ না পেয়ে দরজায় ধাক্কাও দেন ৷ খানিকক্ষণ পর ঘর থেকে বেরিয়ে এসে প্রিয়াঙ্কার আত্মহত্যার খবর দেন বিমান ।

ভিডিয়োয় শুনুন নীলুপ্রসাদ পাড়ুইয়ের বক্তব্য

স্থানীয় বাসিন্দা নীলুপ্রসাদ পাড়ুই বলেন, "আমরা ক্লাবে ছিলাম সে সময় বাড়ি মালিক আমাদের বিষয়টি জানান । ছুটে এসে জানলা দিয়ে দেখি মৃতদেহ নিচে পড়ে রয়েছে । আমাদের অনুমান প্রিয়াঙ্কাকে তাঁর স্বামীই খুনই করেছে । আমরা অভিযুক্তের কঠোর শাস্তি চাই ।"

খবর পেয়ে ঘটনাস্থানে যায় তমলুক থানার পুলিশ ৷ তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে ৷ তাতে লেখা রয়েছে, "আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয় ৷" তবে সেটি আদৌ প্রিয়াঙ্কার হাতের লেখা কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তমলুক থানার OC কৃষ্ণেন্দু প্রধান বলেন, "দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । বিমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

তমলুক, 11 সেপ্টেম্বর : যুবতিকে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে ৷ তমলুকের কুলবেড়িয়া গ্রামের ঘটনা ৷ মৃতের নাম প্রিয়াঙ্কা কান্ডারি সরকার (28) ৷ তাঁর স্বামীর নাম বিমান সরকার । ঘটনার পর বিমানকে আটক করে পুলিশ ৷

প্রিয়াঙ্কা পেশায় আইনজীবী ৷ তিনি তমলুক আদালতে কর্মরত ছিলেন ৷ তাঁর স্বামী বিমান পদমপুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মী ৷ তাঁরা দু'জনই মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকার বাসিন্দা । দশ মাস আগে কর্মসূত্রে তমলুকে আসেন ৷ এখানে কুলবেড়িয়া গ্রামে সুবোধচন্দ্র শেঠের বাড়িতে ভাড়া নিয়ে থাকতে শুরু করেন । প্রতিদিনই বিভিন্ন কারণে বিমানের সঙ্গে অশান্তি লেগে থাকত তাঁর । কয়েকদিন আগেও দু'জনের মধ্যে ঝামেলা হয় ৷ পরে মিটমাট করেন বাড়ির মালিক সুবোধবাবু ৷ আজ সকাল সাড়ে আটটা নাগাদ ঘরের মধ্যে একটি বিকট শব্দ শুনতে পান তিনি । এরপরই বিমান ও প্রিয়াঙ্কাকে ডাকাডাকি শুরু করেন ৷ সাড়াশব্দ না পেয়ে দরজায় ধাক্কাও দেন ৷ খানিকক্ষণ পর ঘর থেকে বেরিয়ে এসে প্রিয়াঙ্কার আত্মহত্যার খবর দেন বিমান ।

ভিডিয়োয় শুনুন নীলুপ্রসাদ পাড়ুইয়ের বক্তব্য

স্থানীয় বাসিন্দা নীলুপ্রসাদ পাড়ুই বলেন, "আমরা ক্লাবে ছিলাম সে সময় বাড়ি মালিক আমাদের বিষয়টি জানান । ছুটে এসে জানলা দিয়ে দেখি মৃতদেহ নিচে পড়ে রয়েছে । আমাদের অনুমান প্রিয়াঙ্কাকে তাঁর স্বামীই খুনই করেছে । আমরা অভিযুক্তের কঠোর শাস্তি চাই ।"

খবর পেয়ে ঘটনাস্থানে যায় তমলুক থানার পুলিশ ৷ তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে ৷ তাতে লেখা রয়েছে, "আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয় ৷" তবে সেটি আদৌ প্রিয়াঙ্কার হাতের লেখা কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তমলুক থানার OC কৃষ্ণেন্দু প্রধান বলেন, "দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । বিমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

Intro:তমলুক,১১ সেপ্টেম্বর: তমলুক ঘর থেকে উদ্ধার হল এক মহিলা আইনজীবীর মৃতদেহ। পুলিশ জানিয়েছে মৃতের নাম প্রিয়াঙ্কা কান্ডারী সরকার (২৮)। স্থানীয়দের অভিযোগ প্রিয়াঙ্কাকে খুন করেছে তাঁর স্বামী। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মৃতার স্বামীকে।Body:স্থানীয় সূত্রে জানা গেছে, তমলুক আদালতের আইনজীবী প্রিয়াঙ্কা ও পদমপুর দুই গ্রাম পঞ্চায়েতের কর্মী ছিলেন তার স্বামী বিমান সরকার। দুজনেই মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকার বাসিন্দা। গত দশ মাস আগে কর্মসূত্রে তমলুকের কুলবেড়িয়া গ্রামে সুবোধচন্দ্র শেঠের বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। বাড়িতে প্রতিনিয়ত স্বামীর সঙ্গে বিভিন্ন কারণে অশান্তি লেগেই থাকত। গত কয়েকদিন আগেও দুজনের সেই অশান্তি চরম আকার ধারণ করলে বাড়ি মালিক তা থামিয়ে দেন। এরপরই আজ সকাল সাড়ে আটটা নাগাদ ঘরের মধ্যে একটি বিকট শব্দ শুনতে পান বাড়ির মালিক সুবোধ বাবু। এরপর দীর্ঘক্ষণ ঘরের ভেতর থেকে দুজনের কারোর কোনো সাড়া শব্দ না পাওয়ায় তিনি ডাকাডাকি করেন। তখনই ঘর থেকে বেরিয়ে এসে প্রিয়াঙ্কার গলায় ওড়না নিয়ে আত্মহত্যার খবর জানেন বিমান সরকার। যদিও সে সময় মৃতদেহ মেঝেতেই শোয়ানো ছিল । এরপরই তমলুক থানায় ফোন করে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। সেই সঙ্গে আটক করা হয় মৃতার স্বামীকেও। তবে আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা, তাদের অভিযোগ স্ত্রীকে খুন করেছ বিমান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট।তাতে প্রিয়াঙ্কার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় পরিষ্কার করে লেখা রয়েছে ।তবে সেটি কার লেখা সে বিষয়ে নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ।Conclusion:স্থানীয় বাসিন্দা নীলু প্রসাদ পাড়ুই অভিযোগ করে বলেন, আমরা ক্লাবে ছিলাম সে সময় বাড়ি মালিক আমাদের বিষয়টি জানান। ছুটে এসে জানলা দিয়ে দেখি মৃতদেহ নিচে পড়ে রয়েছে। আমাদের অনুমান মহিলা আইনজীবীকে খুনই করেছে তার স্বামী। আমরা অভিযুক্তের কঠোর শাস্তি চাই।

অপরদিকে তমলুক থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান জানিয়েছেন, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মৃত স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Last Updated : Sep 11, 2019, 11:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.