কাঁথি , 2 ডিসেম্বর : ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হলেন 7 তৃণমূল সমর্থক । পূর্ব মেদিনীপুরের কাঁথি দুই নম্বর ব্লকের ধবাবেরিয়া অঞ্চলের ঘটনা ।
আজ সকালে ধান কাটতে যান তৃণমূল সমর্থকরা । অভিযোগ, সেই সময় CPI(M)-এর লোকজনের সঙ্গে বেশ কিছু তৃণমূল সমর্থক মিলে ওই চাষিদের মারধর করতে শুরু করে । এর জেরে আহত হন 7 তৃণমূল কর্মী সমর্থক । আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । কাঁথি থানায় অভিযোগ জানানো হয়েছে ।
এ প্রসঙ্গে কাঁথি দুই নম্বর ব্লকের সহ-সভাপতি তরুণ জানা বলেন, "আজ সকালে আমাদের সমর্থকরা জমিতে ধান কাটতে যান । সেই সময় CPI(M)-এর লোকজন এসে ঝামেলা শুরু করে । তাদের সঙ্গে আমাদের দলের বেশ কিছু সমর্থকও ছিলেন । তাঁরা আমাদের লোকজনকে মারধর করে । এর জেরে আমাদের 7 জন কর্মী আহত হন । বামফ্রন্টের লোকজনের উসকানিতে এমনটা হয়েছে ।"
যদিও বামফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয় । এ নিয়ে DYFI নেতা ঝাড়েশ্বর বেরা বলেন, "এটা তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফল । কারণ ওই এলাকায় দীর্ঘদিন ধরে আমাদের কর্মী-সমর্থকরা ঘরছাড়া । বরং তাদের জায়গা দখল করে তৃণমূলই এখন চাষবাস করছে , যা নিয়ে আদালতে মামলাও চলছে ।" অন্যদিকে,আহত চাষি ও তৃণমূল সমর্থক সুমন হাজরার অভিযোগ তাঁরই দলের সমর্থকদের বিরুদ্ধে । তিনি বলেন," দীর্ঘ দিন ওই জমিতে আমরা চাষ করে খাই । এখন তৃণমূলের সদস্যর স্বামী বাপি মান্নার নেতৃত্বে আমাদের উপর হামলা হয় ।"