তমলুক,25 মে : ফের পূর্ব মেদিনীপুরে নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 4 জন । আক্রান্ত ব্যক্তিরা প্রত্যেকেই মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করতেন । সম্প্রতি, তাঁরা পূর্ব মেদিনীপুর জেলায় ফিরে এলে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাদের সোয়াব সংগ্রহ করে টেস্ট করা হয় ৷ আজ সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে তাদের রিপোর্ট আসে ৷ তাতে তাঁদের কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । এরপরই তাঁদের চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা হাসপাতলে স্থানান্তরিত করা হয় । আক্রান্তদের সংস্পর্শে আসা মোট 26 জন পরিবারের সদস্যকে চণ্ডীপুরের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল ।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আজ নতুন করে আক্রান্ত হয়েছেন 4 জন ৷ তাঁদের মধ্যে রয়েছেন ভগবানপুর থানায় শিমুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার 30 বছরের যুবক । তিনি চলতি মাসের 18 তারিখ মহারাষ্ট্র থেকে বাড়ি ফেরেন । অন্য আরেক জন 45 বছরের ব্যক্তি ৷ তিনি মহারাষ্ট্র থেকে বাড়ি ফেরেন 17 মে । এছাড়াও মহারাষ্ট্র থেকে ওই একই দিনে বাড়ি ফিরে আক্রান্ত হন ময়না 1 নং গ্রাম পঞ্চায়েতের 27 বছরের এক যুবক ও পাঁশকুড়ার মাইসোর গ্রাম পঞ্চায়েতের বছর 52 এর এক বৃদ্ধ । জেলায় ফেরার পর সকলেরই গত 22 তারিখ সোয়াব সংগ্রহ করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ৷ তাঁদের সোয়াব আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঠানো হয় ৷ আজ সেই রিপোর্ট আসে ৷ তাঁদের কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । এরপরই সকলকে পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় ।
জানা গেছে, মহারাষ্ট্রে তাঁরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিকের কাজ করতেন । পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল বলেন, সোমবার নতুন করে জেলায় 4 জনের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে । তাঁরা প্রত্যেকেই মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করতেন । আক্রান্তদের সংস্পর্শে থাকায় পরিবারের মোট 26 জন সদস্যকে চিহ্নিত করে চণ্ডীপুর কোরোনা হাসপাতালে আইসোলেশন বিভাগে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ।