ETV Bharat / state

হলদিয়া পেট্রোকেমিকেলসে আগুনের ঘটনায় মৃত বেড়ে 3 - 3 people died out of 13 admitted in hospital

20 সেপ্টেম্বর সকালে হলদিয়া পেট্রোকেমিকেলসের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন লাগে । 13 জনকে গুরুতর অবস্থায় কলকাতার এক হাসপাতালে ভরতি করা হয় ৷ এপর্যন্ত মোট তিনজনের মৃত্য়ু হয়েছে ৷

ছবি
author img

By

Published : Oct 10, 2019, 5:53 AM IST

Updated : Oct 10, 2019, 6:14 AM IST

হলদিয়া, 10 অক্টোবর : হলদিয়া পেট্রোকেমিকেলসে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 3 ৷ দুর্ঘটনায় অগ্নিদগ্ধ আরও এক কর্মীর মৃত্যু হল । গতকাল বিকেল 5টা 12 মিনিট নাগাদ কলকাতার এক নার্সিংহোমে মারা যান পুলকানন্দ মাইতি (৪৪) । হলদিয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের হাজরা মোড়ের বাসিন্দা ছিলেন পুলকানন্দ ।

বিশ্বকর্মা পুজোর ছুটি কাটিয়ে 20 সেপ্টেম্বর কাজে যোগ দিয়েছিলেন কর্মীরা । আর সেদিন সকাল সাড়ে 10টা নাগাদ আগুন লাগে হলদিয়া পেট্রোকেমিকেলসের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে ৷ পুলকানন্দ ,পারিজাত, সৌগত সহ মোট 13 জনকে গুরুতর অবস্থায় কলকাতার এক হাসপাতালে ভরতি করা হয়৷ প্রথমে সৌগত সামন্তর মৃত্যু হয় ৷ পরে মারা যান পরিজাত ভট্টাচার্য্য । গতকাল বিকেলে মৃত্যু হয় পুলকানন্দ মাইতির । দুর্ঘটনার কুড়ি দিন পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন । হাসপাতালে চিকিৎসাধীন বাকি 10 জন ।

20 সেপ্টেম্বর সকালে হলদিয়া পেট্রোকেমিকেলসের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন লাগে । ইউনিটে হাইড়্রো কার্বনের পাইপে লিকেজ হয় ৷ সেখান থেকে অতিদাহ্য হাইড্রো কার্বন বেরিয়ে তা ন্যাপথার সঙ্গে মেশে৷ এখান থেকেই আগুন লাগে পুরো ইউনিটে ৷ সেই সময় শ্রমিকরা ইউনিটে কাজ করছিলেন । ঘটনায় 13 জন অগ্নিদগ্ধ হন৷

হলদিয়া, 10 অক্টোবর : হলদিয়া পেট্রোকেমিকেলসে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 3 ৷ দুর্ঘটনায় অগ্নিদগ্ধ আরও এক কর্মীর মৃত্যু হল । গতকাল বিকেল 5টা 12 মিনিট নাগাদ কলকাতার এক নার্সিংহোমে মারা যান পুলকানন্দ মাইতি (৪৪) । হলদিয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের হাজরা মোড়ের বাসিন্দা ছিলেন পুলকানন্দ ।

বিশ্বকর্মা পুজোর ছুটি কাটিয়ে 20 সেপ্টেম্বর কাজে যোগ দিয়েছিলেন কর্মীরা । আর সেদিন সকাল সাড়ে 10টা নাগাদ আগুন লাগে হলদিয়া পেট্রোকেমিকেলসের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে ৷ পুলকানন্দ ,পারিজাত, সৌগত সহ মোট 13 জনকে গুরুতর অবস্থায় কলকাতার এক হাসপাতালে ভরতি করা হয়৷ প্রথমে সৌগত সামন্তর মৃত্যু হয় ৷ পরে মারা যান পরিজাত ভট্টাচার্য্য । গতকাল বিকেলে মৃত্যু হয় পুলকানন্দ মাইতির । দুর্ঘটনার কুড়ি দিন পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন । হাসপাতালে চিকিৎসাধীন বাকি 10 জন ।

20 সেপ্টেম্বর সকালে হলদিয়া পেট্রোকেমিকেলসের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন লাগে । ইউনিটে হাইড়্রো কার্বনের পাইপে লিকেজ হয় ৷ সেখান থেকে অতিদাহ্য হাইড্রো কার্বন বেরিয়ে তা ন্যাপথার সঙ্গে মেশে৷ এখান থেকেই আগুন লাগে পুরো ইউনিটে ৷ সেই সময় শ্রমিকরা ইউনিটে কাজ করছিলেন । ঘটনায় 13 জন অগ্নিদগ্ধ হন৷

Intro:হলদিয়া, ৯ অক্টোবর:হলদিয়া পেট্রোকেমের অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক আহত কর্মীর মৃত্যু হল বুধবার।এদিন বিকেলে ৫.১২ মিনিট নাগাদ কলকাতার কলম্বিয়া নার্সিংহোমে মারা যান পুলকানন্দ মাইতি (৪৪)। তিনি হলদিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাজরা মোড় এলাকার বাসিন্দা।বিশ্বকর্মা পুজোয় ছুটি কাটিয়ে ২০ সেপ্টেম্বর কাজে যোগ দিয়েছিলেন কর্মীরা।আর সেদিনই সকাল সাড়ে ১০ টা নাগাদ ঘটে যায় দুর্ঘটনা।আচমকা ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন লাগায় আহত হয়েছিলেন পুলকানন্দ , পারিজাত ,সৌগত সহ মোট ১৩ জন।গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাঁদের ভর্তি করা হয়েছিল কলকাতার কলম্বিয়া হাসপাতালে।আহত ১৩জন কর্মীর প্রথম মৃত্যুর নাম ছিল সৌগত সামন্ত। পরে মারা যায় পরিজাত ভট্টাচার্য্য। এদিন মৃতের তালিকায় ফের নাম উঠল পুলকানন্দ মাইতির। আর ঘটনায় কুড়ি দিন পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন।হাসপাতালে চিকিৎসাধীন বাকি ১০ জন।Body:হলদিয়া, ৯ অক্টোবর:হলদিয়া পেট্রোকেমের অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক আহত কর্মীর মৃত্যু হল বুধবার।এদিন বিকেলে ৫.১২ মিনিট নাগাদ কলকাতার কলম্বিয়া নার্সিংহোমে মারা যান পুলকানন্দ মাইতি (৪৪)। তিনি হলদিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাজরা মোড় এলাকার বাসিন্দা।বিশ্বকর্মা পুজোয় ছুটি কাটিয়ে ২০ সেপ্টেম্বর কাজে যোগ দিয়েছিলেন কর্মীরা।আর সেদিনই সকাল সাড়ে ১০ টা নাগাদ ঘটে যায় দুর্ঘটনা।আচমকা ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন লাগায় আহত হয়েছিলেন পুলকানন্দ , পারিজাত ,সৌগত সহ মোট ১৩ জন।গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাঁদের ভর্তি করা হয়েছিল কলকাতার কলম্বিয়া হাসপাতালে।আহত ১৩জন কর্মীর প্রথম মৃত্যুর নাম ছিল সৌগত সামন্ত। পরে মারা যায় পরিজাত ভট্টাচার্য্য। এদিন মৃতের তালিকায় ফের নাম উঠল পুলকানন্দ মাইতির। আর ঘটনায় কুড়ি দিন পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন।হাসপাতালে চিকিৎসাধীন বাকি ১০ জন।Conclusion:হলদিয়া, ৯ অক্টোবর:হলদিয়া পেট্রোকেমের অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক আহত কর্মীর মৃত্যু হল বুধবার।এদিন বিকেলে ৫.১২ মিনিট নাগাদ কলকাতার কলম্বিয়া নার্সিংহোমে মারা যান পুলকানন্দ মাইতি (৪৪)। তিনি হলদিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাজরা মোড় এলাকার বাসিন্দা।বিশ্বকর্মা পুজোয় ছুটি কাটিয়ে ২০ সেপ্টেম্বর কাজে যোগ দিয়েছিলেন কর্মীরা।আর সেদিনই সকাল সাড়ে ১০ টা নাগাদ ঘটে যায় দুর্ঘটনা।আচমকা ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন লাগায় আহত হয়েছিলেন পুলকানন্দ , পারিজাত ,সৌগত সহ মোট ১৩ জন।গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাঁদের ভর্তি করা হয়েছিল কলকাতার কলম্বিয়া হাসপাতালে।আহত ১৩জন কর্মীর প্রথম মৃত্যুর নাম ছিল সৌগত সামন্ত। পরে মারা যায় পরিজাত ভট্টাচার্য্য। এদিন মৃতের তালিকায় ফের নাম উঠল পুলকানন্দ মাইতির। আর ঘটনায় কুড়ি দিন পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন।হাসপাতালে চিকিৎসাধীন বাকি ১০ জন।
Last Updated : Oct 10, 2019, 6:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.