হলদিয়া, 10 অক্টোবর : হলদিয়া পেট্রোকেমিকেলসে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 3 ৷ দুর্ঘটনায় অগ্নিদগ্ধ আরও এক কর্মীর মৃত্যু হল । গতকাল বিকেল 5টা 12 মিনিট নাগাদ কলকাতার এক নার্সিংহোমে মারা যান পুলকানন্দ মাইতি (৪৪) । হলদিয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের হাজরা মোড়ের বাসিন্দা ছিলেন পুলকানন্দ ।
বিশ্বকর্মা পুজোর ছুটি কাটিয়ে 20 সেপ্টেম্বর কাজে যোগ দিয়েছিলেন কর্মীরা । আর সেদিন সকাল সাড়ে 10টা নাগাদ আগুন লাগে হলদিয়া পেট্রোকেমিকেলসের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে ৷ পুলকানন্দ ,পারিজাত, সৌগত সহ মোট 13 জনকে গুরুতর অবস্থায় কলকাতার এক হাসপাতালে ভরতি করা হয়৷ প্রথমে সৌগত সামন্তর মৃত্যু হয় ৷ পরে মারা যান পরিজাত ভট্টাচার্য্য । গতকাল বিকেলে মৃত্যু হয় পুলকানন্দ মাইতির । দুর্ঘটনার কুড়ি দিন পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন । হাসপাতালে চিকিৎসাধীন বাকি 10 জন ।
20 সেপ্টেম্বর সকালে হলদিয়া পেট্রোকেমিকেলসের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন লাগে । ইউনিটে হাইড়্রো কার্বনের পাইপে লিকেজ হয় ৷ সেখান থেকে অতিদাহ্য হাইড্রো কার্বন বেরিয়ে তা ন্যাপথার সঙ্গে মেশে৷ এখান থেকেই আগুন লাগে পুরো ইউনিটে ৷ সেই সময় শ্রমিকরা ইউনিটে কাজ করছিলেন । ঘটনায় 13 জন অগ্নিদগ্ধ হন৷