ETV Bharat / state

তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রাম

author img

By

Published : Jul 6, 2020, 10:00 PM IST

Updated : Jul 6, 2020, 10:42 PM IST

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মিছিল করল BJP ৷ একই এলাকায় পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করে তৃণমূল ৷ দুই পক্ষ মুখোমুখি হতেই বাধে সংঘর্ষ ৷

Nandigram
তৃণমূল-BJP সংঘর্ষ নন্দীগ্রামে৷

নন্দীগ্রাম, 6 জুলাই: একই দিনে প্রায় একই সময়ে তৃণমূল ও BJP-র মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামের রেয়াপাড়া এলাকায় । উভয়পক্ষের সংঘর্ষে জখম হয়েছে তিন BJP কর্মী । আহতরা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ।

সোমবার বিকেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে নন্দীগ্রাম 2 ব্লকের খোদামবাড়ি বাজার এলাকা থেকে মিছিল করে BJP ৷ মিছিলটি যায় রেয়াপাড়া হাসপাতাল মোড় পর্যন্ত ৷ এদিকে পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রেয়াপাড়া হাসপাতাল মোড়ের কাছ থেকে খোদামবাড়ি বাজার পর্যন্ত মিছিল করে তৃণমূল । মিছিল শেষে BJP কর্মীরা যখন রেয়াপাড়া ব্রিজ ধরে বাড়ি ফিরছিলেন তখন মুখোমুখি হয় দু'পক্ষ । তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে প্রথমে বচসা বাধে । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের কর্মী-সমর্থকরা । জখম হন তিন BJP কর্মী । পরে নন্দীগ্রাম থানা থেকে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় । এরপরও উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয় ।

নন্দীগ্রামে তৃণমূল ও BJP সংঘর্ষ

এই বিষয়ে BJP-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি প্রলয় পাল অভিযোগ করেন, "শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষ্যে আমরা একটা মিছিলের আয়োজন করেছিলাম । মিছিল শেষে দলীয় কর্মীদের নিয়ে ফেরার সময় তৃণমূল কর্মীরা আমাদের উপর হামলা চালিয়েছে । পুলিশের সামনে হামলা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন ৷ এর প্রতিবাদে আমরা কর্মসূচি গ্রহণ করব । এভাবে হামলা চালিয়ে BJP-কে ঠেকিয়ে রাখা যাবে না।

BJP কর্মীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মহাদেব বাগ বলেন, "কেন্দ্রীয় সরকার যেভাবে সাতবার পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধি করেছে তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা একটি মিছিল করছিলাম এলাকায় । সেই সময় BJP কর্মীরা রড ও লাঠি নিয়ে দলীয় কর্মীদের উপর হামলা চালিয়েছে । এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি । ভবিষ্যতে BJP যে ভাষায় কথা বললে বুঝবে সেই ভাষাতেই ওদের বুঝিয়ে দেব ।

নন্দীগ্রাম, 6 জুলাই: একই দিনে প্রায় একই সময়ে তৃণমূল ও BJP-র মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামের রেয়াপাড়া এলাকায় । উভয়পক্ষের সংঘর্ষে জখম হয়েছে তিন BJP কর্মী । আহতরা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ।

সোমবার বিকেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে নন্দীগ্রাম 2 ব্লকের খোদামবাড়ি বাজার এলাকা থেকে মিছিল করে BJP ৷ মিছিলটি যায় রেয়াপাড়া হাসপাতাল মোড় পর্যন্ত ৷ এদিকে পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রেয়াপাড়া হাসপাতাল মোড়ের কাছ থেকে খোদামবাড়ি বাজার পর্যন্ত মিছিল করে তৃণমূল । মিছিল শেষে BJP কর্মীরা যখন রেয়াপাড়া ব্রিজ ধরে বাড়ি ফিরছিলেন তখন মুখোমুখি হয় দু'পক্ষ । তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে প্রথমে বচসা বাধে । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের কর্মী-সমর্থকরা । জখম হন তিন BJP কর্মী । পরে নন্দীগ্রাম থানা থেকে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় । এরপরও উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয় ।

নন্দীগ্রামে তৃণমূল ও BJP সংঘর্ষ

এই বিষয়ে BJP-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি প্রলয় পাল অভিযোগ করেন, "শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষ্যে আমরা একটা মিছিলের আয়োজন করেছিলাম । মিছিল শেষে দলীয় কর্মীদের নিয়ে ফেরার সময় তৃণমূল কর্মীরা আমাদের উপর হামলা চালিয়েছে । পুলিশের সামনে হামলা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন ৷ এর প্রতিবাদে আমরা কর্মসূচি গ্রহণ করব । এভাবে হামলা চালিয়ে BJP-কে ঠেকিয়ে রাখা যাবে না।

BJP কর্মীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মহাদেব বাগ বলেন, "কেন্দ্রীয় সরকার যেভাবে সাতবার পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধি করেছে তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা একটি মিছিল করছিলাম এলাকায় । সেই সময় BJP কর্মীরা রড ও লাঠি নিয়ে দলীয় কর্মীদের উপর হামলা চালিয়েছে । এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি । ভবিষ্যতে BJP যে ভাষায় কথা বললে বুঝবে সেই ভাষাতেই ওদের বুঝিয়ে দেব ।

Last Updated : Jul 6, 2020, 10:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.