পূর্ব মেদিনীপুর, 3 অগস্ট : প্রিজন ভ্যানের লোহার রড বেঁকিয়ে পালালো দুই বিচারাধীন বন্দি ৷ আজ মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে ওই বন্দিদের তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ মাঝপথে যানজটে ফেঁসে গেলে মাদক মামলায় অভিযুক্ত অনিমেষ বেরা এবং বিশাল দাস নামে দুই বন্দি প্রিজন ভ্যানের রড বেঁকিয়ে সেখান দিয়ে পালিয়ে যায় ৷ প্রিজন ভ্যানে থাকা পুলিশকর্মীরা ওই দু’জনকে ধাওয়া করলেও ধরতে ব্যর্থ হয় ৷
মঙ্গলবার সকালে মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে বিভিন্ন মামলায় অভিযুক্ত বন্দিদের তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ পুলিশ সূত্রে খবর, রাস্তায় পুলিশের প্রজন ভ্যান যানজটে আটকে যায় ৷ সেই সময় মাদক মামলায় অভিযুক্ত ব্রজলালচকের বাসিন্দা দুই বন্দি অনিমেষ বেরা এবং বিশাল দাস প্রিজন ভ্যানের জানালার রড বেঁকিয়ে ভেঙে ফেলে ৷ এর পর সেখান থেকে লাফ দিয়ে পালিয়ে যায় ৷ প্রজন ভ্যানে থাকা পুলিশকর্মীরা তাদের ধাওয়া করলেও ধরতে ব্যর্থ হয় ৷
আরও পড়ুন : করোনাকালে বিচারাধীন বন্দিদের জামিনের দাবিতে বারাসত আদালতে বিক্ষোভ
জানা গিয়েছে গত বছর হলদিয়ার ব্রজলালচক থেকে এই দু’জনকে মাদকপাচারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ ৷ তার পর থেকেই দু’জনের বিরুদ্ধে মামলা চলছে ৷ মঙ্গলবার সেই মামলার শুনানির জন্য তমলুক জেলা আদালতে অভিযুক্তদের পেশ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ৷ কিন্তু, মাঝ রাস্তায় প্রিজন ভ্যান থেকে বন্দিদের চম্পট দেওয়ায় পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পাশাপাশি একাধিক প্রশ্নও উঠতে শুরু করেছে ৷ কারণ প্রিজন ভ্যানের লোহার রড বেঁকিয়ে ভেঙে ফেলা অত সহজ নয় ৷ তার উপর প্রিজন ভ্যানের ভিতরে কনস্টেবল থাকার কথা ৷ বন্দিদের সঙ্গে সেই কনস্টেবল ছিল কি না, সেই প্রশ্নও উঠছে ৷ পলাতক বন্দিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷