ETV Bharat / state

জরিমানার মুখে হলদিয়া পৌরসভা, প্রতিমাসে দিতে হতে পারে 2 কোটি টাকা - Haldia

পরিবেশ আদালতের আইন অনুযায়ী, রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদ (SUDA)-র তরফে ইমেইল মারফত এমনই নির্দেশিকা জানানো হল হলদিয়া পৌরসভাকে । দূষণ নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট নিয়ম না মানা হলেই হলদিয়া পৌরসভাকে এক কোটি 80 লাখ টাকা প্রতিমাসে জরিমানা করা হতে পারে ।

হলদিয়া পৌরসভা
হলদিয়া পৌরসভা
author img

By

Published : Feb 9, 2020, 2:23 PM IST

হলদিয়া, 9 ফেব্রুয়ারি : প্লাস্টিক ও জৈব রাসায়নিক-সহ একাধিক কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ করতে না পারলে বড়সড় আর্থিক জরিমানার মুখে পড়তে পারে হলদিয়া পৌরসভা । পরিবেশ আদালতের আইন অনুযায়ী, রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদ (SUDA)-র তরফে ইমেইল মারফত এমনই নির্দেশিকা জানানো হল হলদিয়া পৌরসভাকে । দূষণ নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট নিয়ম না মানা হলেই হলদিয়া পৌরসভাকে এক কোটি 80 লাখ টাকা প্রতিমাসে জরিমানা করা হতে পারে । নির্দেশিকা হাতে পেয়ে শঙ্কা প্রকাশ করেন পৌরসভার চেয়ারম্যান শ্যামলকুমার আদক ।

প্রসঙ্গত, 2016 সাল থেকেই কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফে আগামীদিনের পরিবেশ ও আবহাওয়াকে দূষণমুক্ত করার জন্য কঠিন বর্জ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপ করা হয়েছে । সেই অনুযায়ী কেন্দ্রীয় পরিবেশ আদালত আইন তৈরি করা হয়েছিল কঠিন বর্জ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে । যে আইনে উল্লেখ করা হয়, প্লাস্টিক ও জৈব রাসায়নিক-সহ অন্যান্য কঠিন বর্জ্য পদার্থগুলি রাজ্য তথা দেশের পৌরসভাগুলিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে । নির্দেশিকা সঠিকভাবে না মানা হলেই এলাকা দূষণের মুখে পড়লে তার দায় চাপবে সংশ্লিষ্ট এলাকার পৌরসভার উপর । ফলস্বরূপ চলতি বছরের 17 জানুয়ারি জাতীয় পরিবেশ আদালত দূষণ নিয়ন্ত্রণ করতে না পারা পৌরসভাগুলিকে বিপুল পরিমানের আর্থিক জরিমানা করা হবে বলে জানিয়ে দেয় । 3 ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভাকে SUDA-র তরফে জানানো হয়েছে, 2016 জাতীয় পরিবেশ আদালতের আইন মোতাবেক দূষণ নিয়ন্ত্রণ আগামী 31 মার্চের মধ্যে কার্যকর না করা হলে 1 এপ্রিল থেকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হবে ।

জরিমানার মুখে পড়ে শঙ্কা প্রকাশ করলেন পৌরসভার চেয়ারম্যান

একাধিক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে হলদিয়া পৌরসভা এলাকায় । হলদি নদীর তীর বরাবর গড়ে ওঠা এই শিল্পাঞ্চল নিত্যদিন ধোঁয়া ও লাগাতার দূষণের জেরে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছিল এলাকার মানুষদের । দূষণ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছিল পৌরসভার উপর । এমন অবস্থায় পৌরসভায় দূষণ নিয়ন্ত্রণ করতে না পারলে মোটা অঙ্কের টাকা জরিমানা হওয়ার নির্দেশিকা এসে পৌঁছানোয় শঙ্কিত পৌরপ্রধান শ্যামলকুমার আদক । গতকাল সন্ধ্যা নাগাদ ইন্ডিয়ান অয়েল সংস্থার এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এবিষয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, "জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ না মানলে পৌরসভাকে মাসে প্রায় এক কোটি 80 লাখ টাকা জরিমানা দিতে হবে । আগামী দিনের পরিবেশ ও জল সংরক্ষণ করার জন্য এই নির্দেশিকা । শিল্পাঞ্চলে জলের অপচয় রুখতে না পারলে পৌরসভাকে এই বিপুল অঙ্কের টাকা জরিমানা দিতে হবে । সোয়াজ ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করে শিল্পাঞ্চলের তথা পৌরসভা এলাকায় জলের অপচয় না করে তা পুনরায় ব্যবহার করার জন্য ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষকে অনুরোধ করছি ।"

এ বিষয়ে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, মাস দুয়েক আগেই পৌরসভার তরফে জলের অপচয় রুখতে চারটি প্রকল্প তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে । যে প্রস্তাব ইতিমধ্যেই কর্তৃপক্ষের কাছে পৌঁছে গিয়েছে । প্রকল্প রূপায়ণের নির্দেশ এলেই প্রকল্প তৈরির কাজ শুরু করা হবে ।

হলদিয়া, 9 ফেব্রুয়ারি : প্লাস্টিক ও জৈব রাসায়নিক-সহ একাধিক কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ করতে না পারলে বড়সড় আর্থিক জরিমানার মুখে পড়তে পারে হলদিয়া পৌরসভা । পরিবেশ আদালতের আইন অনুযায়ী, রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদ (SUDA)-র তরফে ইমেইল মারফত এমনই নির্দেশিকা জানানো হল হলদিয়া পৌরসভাকে । দূষণ নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট নিয়ম না মানা হলেই হলদিয়া পৌরসভাকে এক কোটি 80 লাখ টাকা প্রতিমাসে জরিমানা করা হতে পারে । নির্দেশিকা হাতে পেয়ে শঙ্কা প্রকাশ করেন পৌরসভার চেয়ারম্যান শ্যামলকুমার আদক ।

প্রসঙ্গত, 2016 সাল থেকেই কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফে আগামীদিনের পরিবেশ ও আবহাওয়াকে দূষণমুক্ত করার জন্য কঠিন বর্জ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপ করা হয়েছে । সেই অনুযায়ী কেন্দ্রীয় পরিবেশ আদালত আইন তৈরি করা হয়েছিল কঠিন বর্জ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে । যে আইনে উল্লেখ করা হয়, প্লাস্টিক ও জৈব রাসায়নিক-সহ অন্যান্য কঠিন বর্জ্য পদার্থগুলি রাজ্য তথা দেশের পৌরসভাগুলিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে । নির্দেশিকা সঠিকভাবে না মানা হলেই এলাকা দূষণের মুখে পড়লে তার দায় চাপবে সংশ্লিষ্ট এলাকার পৌরসভার উপর । ফলস্বরূপ চলতি বছরের 17 জানুয়ারি জাতীয় পরিবেশ আদালত দূষণ নিয়ন্ত্রণ করতে না পারা পৌরসভাগুলিকে বিপুল পরিমানের আর্থিক জরিমানা করা হবে বলে জানিয়ে দেয় । 3 ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভাকে SUDA-র তরফে জানানো হয়েছে, 2016 জাতীয় পরিবেশ আদালতের আইন মোতাবেক দূষণ নিয়ন্ত্রণ আগামী 31 মার্চের মধ্যে কার্যকর না করা হলে 1 এপ্রিল থেকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হবে ।

জরিমানার মুখে পড়ে শঙ্কা প্রকাশ করলেন পৌরসভার চেয়ারম্যান

একাধিক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে হলদিয়া পৌরসভা এলাকায় । হলদি নদীর তীর বরাবর গড়ে ওঠা এই শিল্পাঞ্চল নিত্যদিন ধোঁয়া ও লাগাতার দূষণের জেরে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছিল এলাকার মানুষদের । দূষণ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছিল পৌরসভার উপর । এমন অবস্থায় পৌরসভায় দূষণ নিয়ন্ত্রণ করতে না পারলে মোটা অঙ্কের টাকা জরিমানা হওয়ার নির্দেশিকা এসে পৌঁছানোয় শঙ্কিত পৌরপ্রধান শ্যামলকুমার আদক । গতকাল সন্ধ্যা নাগাদ ইন্ডিয়ান অয়েল সংস্থার এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এবিষয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, "জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ না মানলে পৌরসভাকে মাসে প্রায় এক কোটি 80 লাখ টাকা জরিমানা দিতে হবে । আগামী দিনের পরিবেশ ও জল সংরক্ষণ করার জন্য এই নির্দেশিকা । শিল্পাঞ্চলে জলের অপচয় রুখতে না পারলে পৌরসভাকে এই বিপুল অঙ্কের টাকা জরিমানা দিতে হবে । সোয়াজ ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করে শিল্পাঞ্চলের তথা পৌরসভা এলাকায় জলের অপচয় না করে তা পুনরায় ব্যবহার করার জন্য ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষকে অনুরোধ করছি ।"

এ বিষয়ে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, মাস দুয়েক আগেই পৌরসভার তরফে জলের অপচয় রুখতে চারটি প্রকল্প তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে । যে প্রস্তাব ইতিমধ্যেই কর্তৃপক্ষের কাছে পৌঁছে গিয়েছে । প্রকল্প রূপায়ণের নির্দেশ এলেই প্রকল্প তৈরির কাজ শুরু করা হবে ।

Intro:হলদিয়া ,৮ ফেব্রুয়ারি : প্লাস্টিক ও বায়োকেমিক্যাল সহ একাধিক কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ করতে না পারলে বড়োসড়ো আর্থিক জরিমানা করা হতে পারে হলদিয়া পৌরসভা কে। পরিবেশ আদালতের আইন অনুযায়ী সুডা থেকে ইমেইল মারফত এমনটাই নির্দেশিকা জানানো হলো হলদিয়া পৌরসভাকে। দূষণ নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট নিয়ম নামানা হলেই হলদিয়া পৌরসভা কে ১ কোটি ৮০ লক্ষ টাকা প্রতিমাসে জরিমানা করা হতে পারে । নির্দেশিকা হাতে পেয়ে শঙ্কা প্রকাশ করলেন পৌরসভার চেয়ারম্যান শ্যামল কুমার আদক।
Body:প্রসঙ্গত, 2016 সাল থেকেই কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফ থেকে আগামীদিনের পরিবেশ ও আবহাওয়া কে দূষণমুক্ত করার জন্য কঠিন বর্জ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ কারা হয়েছে। সেই অনুযায়ী কেন্দ্রীয় পরিবেশ আদালত আইন তৈরি করা হয়েছিল কঠিন বর্জ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে। যে আইনে উল্লেখ করা হয় প্লাস্টিক ও বায়োকেমিক্যাল সহ অন্যান্য কঠিন বর্জ্য পদার্থ গুলি রাজ্য তথা দেশের পৌরসভা গুলিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। নির্দেশিকা সঠিকভাবে নামানা হলেই এলাকা দূষণের মুখে পড়লে তার দায় চাপবে সংশ্লিষ্ট এলাকার পৌরসভার ওপর। ফলস্বরূপ চলতি বছরের 17 জানুয়ারি জাতীয় পরিবেশ আদালত দূষণ নিয়ন্ত্রণ করতে না পারা পৌরসভা গুলিকে বিপুল পরিমানের আর্থিক জরিমানা করা হবে বলে জানিয়ে দেয়। সেইমতো পৌরসভা সূত্রের খবর গত ৩ ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভাকে সুডার তরফে জানানো হয়েছে 2016 জাতীয় পরিবেশ আদালতের আইন মোতাবেক দূষণ নিয়ন্ত্রণ আগামী ৩১.৩.২০২০ তারিখের মধ্যে কার্যকর না করা হলে ১ এপ্রিল থেকে মোটা অংকের টাকা জরিমানা গুনতে হবে।

একাধিক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে হলদিয়া পৌরসভা এলাকায় । হলদি নদী তীর বরাবর গড়ে ওঠা এই শিল্পাঞ্চল নিত্যদিন ধোঁয়া ও লাগাতার দূষণ এর জেরে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছিল এলাকার মানুষদের।আর যে কারণে দূষণ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভে বাড়ছিল ছিল পৌরসভার ওপর। এমত অবস্থায় পৌরসভায় দূষণ নিয়ন্ত্রণ করতে না পারলে মোটা অঙ্কের টাকা জরিমানা হওয়ার নির্দেশিকা এসে পৌঁছানোয় শঙ্কিত পৌরপ্রধান শ‍্যামল কুমার আদক।
Conclusion:আজ সন্ধ্যে নাগাদ ইন্ডিয়ান অয়েল সংস্থার এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এবিষয়ে শঙ্কা প্রকাশ করে বলেন,জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ না মানলে পৌরসভাকে মাসে প্রায় ১কোটি ৮০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আগামী দিনের পরিবেশ ও জল সংরক্ষণ করার জন্য এই নির্দেশিকা। শিল্পাঞ্চলে জলের অপচয় রুখতে না পারলে পৌরসভাকে এই বিপুল অঙ্কের টাকা জরিমানা গুনতে হবে। সোয়াজ ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করে শিল্পাঞ্চলের তথা পৌরসভা এলাকায় জলের অপচয় না করে তা পুনরায় ব্যবহার করার জন্য ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষকে অনুরোধ করি।

এ বিষয়ে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ সূত্রের খবর, মাস দুয়েক আগেই পৌরসভার তরফে জলের অপচয় রুখতে চারটি প্রকল্প তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। যে প্রস্তাব ইতিমধ্যেই কর্তৃপক্ষের কাছে পৌঁছে গিয়েছে। প্রকল্প রূপায়ণের নির্দেশ এলেই প্রকল্প তৈরীর কাজ শুরু করা হবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.