তমলুক, 30 মার্চ: কোরোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ নিয়ে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন হাসপাতালের আইসোলেশনে পাঠানো হল 14 জনকে । ইতিমধ্যেই জেলায় দুজন কোরোনা সংক্রমিতের খোঁজ পাওয়া গিয়েছে । রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে দুজনই বর্তমানে কলকাতার বেলেঘাটা ID হাসপাতালে চিকিৎসাধীন । রবিবার ও সোমবার মিলিয়ে জেলায় নতুন করে আরও 14 জনকে কোরোনা সন্দেহে আইসোলেশনে পাঠানো হয়েছে । জানা গিয়েছে, সকলেই হলদিয়া, পাঁশকুড়া ও এগরার বাসিন্দা ।
জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভরতি হওয়া প্রত্যেকেই কিছুদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন । আজ ওই 14 জনের লালারসের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য কলকাতায় পাঠানো হবে । গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের থেকে খবর পেয়ে গতকাল ও আজ হলদিয়া মহকুমা হাসপাতালে 7 জন, এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে 5 জন ও পাঁশকুড়া সুপারস্পেশালিটি হাসপাতালে 2 জনকে ভরতি করা হয়েছে । তাদের প্রত্যেকের হাসপাতালের আইসোলেশন বিভাগে চিকিৎসা চলছে।
এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন, “নতুন করে ভরতি হওয়া রোগীদের লালারস সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার বিকেল নাগাদ 14 জনের লালারসের নমুনা জেলা হাসপাতালে এসে পৌঁছাবে। সন্ধ্যা নাগাদ টেস্টের জন্য তা কলকাতায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ।“ ওই 14 জনের জেলা হাসপাতালে চিকিৎসা হবে নাকি কলকাতায় স্থানান্তরিত করা হবে, রিপোর্ট আসার পরই সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।