পাঁশকুড়া, 12 জুন : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কোরোনা আক্রান্ত 13 জন রোগী । আজ বিকেলে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্যবিভাগের উদ্যোগে তাঁদের পাঁশকুড়া কোরোনা হাসপাতাল থেকে বাড়ি পৌঁছে দেওয়া হয় । বাড়ি ফেরার আগে প্রত্যেক রোগীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ । এদিকে আজ কোরোনায় সংক্রমিত হয়ে নতুন করে ছয় জন রোগীকে হাসপাতালে ভরতি করা হয় । বর্তমানে তাঁরা প্রত্যেকেই পাঁশকুড়ার কোরোনা নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ।
জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, যাঁরা সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের দু'জন ও ঘাটাল ব্লকের দু'জন । এছাড়া পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের দু'জন, কাঁথি ব্লকের তিনজন, মহিষাদল ব্লকের একজন, তমলুকের একজন ও এগরা ব্লকের দু'জনসহ কোরোনা আক্রান্তও আজ সুস্থ হয়ে ওঠেছেন । দুই জেলা মিলিয়ে আজ মোট 13 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । আজ যাঁরা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন, তাঁদের প্রত্যেকেরই পরপর দু'বার সোয়াবের নমুনার রিপোর্ট নেগেটিভ আসে । এরপরই চিকিৎসকরা তাঁদের ছুটি দেন ।
অন্যদিকে আজ নতুন করে কোরোনায় আক্রান্ত হয়ে পাঁশকুড়ার হাসপাতালে ভরতি হয়েছেন ছয়জন । এদের মধ্যে রয়েছেন 48 বছর বয়সি বেঙ্গালুরুর এক বাসিন্দা । তিনি হলদিয়ার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে কাজে যোগ দিতে এসে সংক্রমিত হন । এছাড়া খেজুরি 2 নম্বর ব্লকের 27 বছর বয়সি এক যুবকের শরীরেও মিলেছে ভাইরাসের হদিস । তিনি সদ্য ভিন রাজ্য থেকে ফিরেছেন । পাশাপাশি, রামনগর 1 নম্বর ব্লকের চারজন যুবকের শরীরে ভাইরাসের সংক্রমণ মিলেছে । আক্রান্তদের চিকিৎসার জন্য পাঁশকুড়া কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল ।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, "নতুন করে আক্রান্তরা সকলেই ভিন রাজ্য থেকে জেলায় এসেছেন । সকলকেই চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে। সেইসঙ্গে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে । এদিন দুই জেলার মোট 13 জন রোগী সুস্থ হয়ে ওঠায় তাঁদের বাড়ি ফেরানো হয়েছে । তাঁদের সকলকেই আগামী 14 দিন হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।"