ETV Bharat / state

বন্ধুদের সঙ্গে নিয়ে বিধবা শাশুড়িকে গণধর্ষণে অভিযুক্ত জামাই - শাশুড়িকে গণধর্ষণ জামাইয়ের

বর্ধমানের আউশগ্রামে শাশুড়িকে ধর্ষণের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে ৷ দুই বন্ধুকে সঙ্গে নিয়ে সে ওই বিধবা মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷

woman-allegedly-raped-by-her-son-in-law-and-his-friends-at-burdwan
বন্ধুদের সঙ্গে নিয়ে বিধবা শাশুড়িকে গণধর্ষণে অভিযুক্ত জামাই
author img

By

Published : Apr 8, 2021, 7:29 AM IST

আউশগ্রাম, 8 এপ্রিল: দুই বন্ধুকে সঙ্গে নিয়ে শাশুড়িকে গণধর্ষণের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে । পূর্ব বর্ধমানের আউশগ্রামে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে । নির্যাতিতা 46 বছরের বিধবা মহিলা আউশগ্রাম থানায় নিজের জামাই ও জামাইয়ের দুই বন্ধুর বিরুদ্ধে গণধর্ষণ ও মারধরের অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ পেয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সজল বাউড়ি (27), বাবু বাগদি (28) এবং গৌড় বাউড়ি (26) । তিনজনেরই বাড়ি আউশগ্রামের আদুরিয়া গ্রামে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশ যে তিনজনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে সজল বাউড়ি অভিযোগকারী মহিলার জামাই । বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হলে তাদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আউশগ্রাম থানা এলাকার ভাতকুণ্ডা গ্রামে বাড়ি ওই বিধবা মহিলার । তাঁর তিন মেয়ে এবং এক ছেলে রয়েছে । নিগৃহীতা জনমজুরের কাজ করেন । ভাতকুণ্ডা গ্রামের কাছে পরিষা গ্রামে কয়েকদিন ধরে মেলা বসেছে । সোমবার রাতে তিনি মেলা দেখতে গিয়েছিলেন । সেখানে তাঁর ছোট জামাই সজলের সঙ্গে তাঁর দেখা হয় । সজল তাঁকে ঘুঘনি খাওয়ায় । এরপর তাঁর নাতনির শরীর খারাপ বলে জানিয়ে তাঁকে বাইকে চাপিয়ে ভাতকুণ্ডা হয়ে কুনুর নদীর চরের কাছে নিয়ে যায় তাঁর জামাই ।

আরও পড়ুন: আউশগ্রামে দুই কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 5

অভিযোগ, সেখানে গিয়ে সজলের বন্ধু গৌড় ও বাবু তিনজন মিলে টানতে টানতে নির্জন জায়গায় নিয়ে যায় ওই মহিলাকে। নিজেকে বাঁচানোর চেষ্টা করলে তাঁকে মারধর করা হয় । তারপর তিনজন মিলে মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ । জানা যায়, সজল ও তাঁর দুই বন্ধু মহিলাকে নদীর চরে ফেলে বাইক নিয়ে চম্পট দেয় । কোনওরকমে আত্মীয়ের বাড়িতে ফিরে আসেন মহিলা । কিন্তু লোকলজ্জার ভয়ে আত্মীয়দের সে দিন কিছু জানাননি তিনি ।

পরে নিজের বাড়িতে ফিরে আসার পর আউশগ্রাম থানায় তাঁর জামাই-সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন নিগৃহীতা । অভিযোগ পেয়ে পুলিশ তিনজনকেই গ্রেফতার করে ।

আউশগ্রাম, 8 এপ্রিল: দুই বন্ধুকে সঙ্গে নিয়ে শাশুড়িকে গণধর্ষণের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে । পূর্ব বর্ধমানের আউশগ্রামে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে । নির্যাতিতা 46 বছরের বিধবা মহিলা আউশগ্রাম থানায় নিজের জামাই ও জামাইয়ের দুই বন্ধুর বিরুদ্ধে গণধর্ষণ ও মারধরের অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ পেয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সজল বাউড়ি (27), বাবু বাগদি (28) এবং গৌড় বাউড়ি (26) । তিনজনেরই বাড়ি আউশগ্রামের আদুরিয়া গ্রামে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশ যে তিনজনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে সজল বাউড়ি অভিযোগকারী মহিলার জামাই । বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হলে তাদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আউশগ্রাম থানা এলাকার ভাতকুণ্ডা গ্রামে বাড়ি ওই বিধবা মহিলার । তাঁর তিন মেয়ে এবং এক ছেলে রয়েছে । নিগৃহীতা জনমজুরের কাজ করেন । ভাতকুণ্ডা গ্রামের কাছে পরিষা গ্রামে কয়েকদিন ধরে মেলা বসেছে । সোমবার রাতে তিনি মেলা দেখতে গিয়েছিলেন । সেখানে তাঁর ছোট জামাই সজলের সঙ্গে তাঁর দেখা হয় । সজল তাঁকে ঘুঘনি খাওয়ায় । এরপর তাঁর নাতনির শরীর খারাপ বলে জানিয়ে তাঁকে বাইকে চাপিয়ে ভাতকুণ্ডা হয়ে কুনুর নদীর চরের কাছে নিয়ে যায় তাঁর জামাই ।

আরও পড়ুন: আউশগ্রামে দুই কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 5

অভিযোগ, সেখানে গিয়ে সজলের বন্ধু গৌড় ও বাবু তিনজন মিলে টানতে টানতে নির্জন জায়গায় নিয়ে যায় ওই মহিলাকে। নিজেকে বাঁচানোর চেষ্টা করলে তাঁকে মারধর করা হয় । তারপর তিনজন মিলে মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ । জানা যায়, সজল ও তাঁর দুই বন্ধু মহিলাকে নদীর চরে ফেলে বাইক নিয়ে চম্পট দেয় । কোনওরকমে আত্মীয়ের বাড়িতে ফিরে আসেন মহিলা । কিন্তু লোকলজ্জার ভয়ে আত্মীয়দের সে দিন কিছু জানাননি তিনি ।

পরে নিজের বাড়িতে ফিরে আসার পর আউশগ্রাম থানায় তাঁর জামাই-সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন নিগৃহীতা । অভিযোগ পেয়ে পুলিশ তিনজনকেই গ্রেফতার করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.