খণ্ডঘোষ, ১১ মার্চ : পরপর তিনবারই জন্ম দিয়েছিলেন কন্যাসন্তানের। তাই শ্বশুরবাড়ির তরফে নাকি তাঁর ছ'মাসের এক কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়া হয়। আর এর প্রতিবাদ করাতেই ওই যুবতিকে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের।
মৃত যুবতির নাম মাধবী রুইদাস। বাড়ি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের লোধনা এলাকায়। অভিযোগ, পরপর তিন কন্যাসন্তান হওয়ায় একজনকে বিক্রি করে দেয় মাধবীর শ্বশুরবাড়ির লোকজন। এরপরই শুরু হয় অশান্তি। সন্তান বিক্রির প্রতিবাদ করেন মাধবী। তারপর তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। এরই মাঝে তাঁর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর খবর আসে।
মাধবীর মা বাসন্তী দাস বলেন, "আমার জামাই, জামাইয়ের দাদা, বউদি আমার মেয়েকে ঘরে ঢুকিয়ে পুড়িয়ে মেরে ফেলে। ওদের পাঁচ মাসের সন্তানকে বিক্রি করে দেওয়ার প্রতিবাদ করায় মাধবীকে প্রতিদিন মারধর করত। আমি মেয়েটাকে বিক্রি করতে বারণ করেছিলাম। একটু বড় হলে আমি ওর দায়িত্ব নেব। আজ সকালে ওকে মেরে ফেলে।"
অগ্নিদগ্ধ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় মাধবীকে। সেখানেই সে মারা যায়।