বর্ধমান, 19 এপ্রিল : কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের ডিউটি করবেন না, এই দাবিতে আজ বর্ধমানের GT রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা । "কাকদ্বীপ থেকে কোচবিহার, চাই না হতে রাজকুমার", এই স্লোগানে তারা বর্ধমান মিউনিসিপাল বয়েজ় হাইস্কুলের সামনের রাস্তা অবরোধ করে রাখেন । অভিযোগ, বিগত দু'দফার ভোটে তাঁরা দেখেছেন, যেসব বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট হয়েছে সেখানকার ভোটকর্মীরা চরম সমস্যায় পড়েছেন । তারা দাবি করেন প্রতিটি বুথে যেন কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয় ।
বিক্ষোভকারী একজন ভোটকর্মী সাংবাদিকের বলেন, "পঞ্চায়েত ভোট করতে গিয়ে আমরা দেখেছি আমাদের নিগ্রহের মধ্যে পড়তে হয়েছে । আমাদের বিভিন্নভাবে হেনস্থা হতে হয়েছে । আমাদের এক সহকর্মী প্রিজ়াইডিং অফিসারের কী করুণ অবস্থা হয়েছিল আমরা সবাই সেটা জানি । ট্রেন লাইনের ধারে তার বডি পাওয়া গেছিল । সেই হত্যার কিনারা এখনও হয়নি । আমরা ভোটের বিরুদ্ধে নই , আমরা ভোট করতে যাব । কিন্তু আমাদেরও পরিবার আছে। আমাদের নিরাপত্তার ব্যাবস্থা করতে হবে । আমরা এই দুই দফার ভোটে দেখেছি, যে বুথে CRPF নেই সেখানেই ঝামেলা হয়েছে । আমরা প্রতিশ্রুতি পেয়েছিলাম সেন্ট্রাল ফোর্স থাকবে। কিন্তু এখন দেখা যাচ্ছে কোথাও 40 কিংবা 60 শতাংশ , আবার কোথাও 70 শতাংশ থাকছে । প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স 100 শতাংশ দিতে হবে ।"
আজ বর্ধমান মিউনিসিপাল বয়েজ় হাইস্কুল ভোটকর্মীদের তৃতীয় তথা শেষ দফার ট্রেনিং ছিল । কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভকারীদের তরফ থেকে একটি স্মারকলিপিও পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে দেওয়া হয় । এদিকে GT রোড অবরোধের কারণে যানজট হয়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থানে আসে । পুলিশের কাছেও তারা একই দাবি জানায় । পরে পুলিশের অনুরোধে তারা অবস্থান তুলে নেয়।