ETV Bharat / state

কেন্দ্রীয় বাহিনীর দাবিতে GT রোড অবরোধ ভোটকর্মীদের

কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের ডিউটি করবেন না, এই দাবিতে আজ বর্ধমানের GT রোড অবরোধ করে বিক্ষোভ দেখান ভোটকর্মীরা ।

বিক্ষোভ ভোটকর্মীদের
author img

By

Published : Apr 19, 2019, 5:27 PM IST

Updated : Apr 19, 2019, 8:04 PM IST

বর্ধমান, 19 এপ্রিল : কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের ডিউটি করবেন না, এই দাবিতে আজ বর্ধমানের GT রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা । "কাকদ্বীপ থেকে কোচবিহার, চাই না হতে রাজকুমার", এই স্লোগানে তারা বর্ধমান মিউনিসিপাল বয়েজ় হাইস্কুলের সামনের রাস্তা অবরোধ করে রাখেন । অভিযোগ, বিগত দু'দফার ভোটে তাঁরা দেখেছেন, যেসব বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট হয়েছে সেখানকার ভোটকর্মীরা চরম সমস্যায় পড়েছেন । তারা দাবি করেন প্রতিটি বুথে যেন কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয় ।

GT রোডে অবরোধ ভোটকর্মীদের

বিক্ষোভকারী একজন ভোটকর্মী সাংবাদিকের বলেন, "পঞ্চায়েত ভোট করতে গিয়ে আমরা দেখেছি আমাদের নিগ্রহের মধ্যে পড়তে হয়েছে । আমাদের বিভিন্নভাবে হেনস্থা হতে হয়েছে । আমাদের এক সহকর্মী প্রিজ়াইডিং অফিসারের কী করুণ অবস্থা হয়েছিল আমরা সবাই সেটা জানি । ট্রেন লাইনের ধারে তার বডি পাওয়া গেছিল । সেই হত্যার কিনারা এখনও হয়নি । আমরা ভোটের বিরুদ্ধে নই , আমরা ভোট করতে যাব । কিন্তু আমাদেরও পরিবার আছে। আমাদের নিরাপত্তার ব্যাবস্থা করতে হবে । আমরা এই দুই দফার ভোটে দেখেছি, যে বুথে CRPF নেই সেখানেই ঝামেলা হয়েছে । আমরা প্রতিশ্রুতি পেয়েছিলাম সেন্ট্রাল ফোর্স থাকবে। কিন্তু এখন দেখা যাচ্ছে কোথাও 40 কিংবা 60 শতাংশ , আবার কোথাও 70 শতাংশ থাকছে । প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স 100 শতাংশ দিতে হবে ।"

আজ বর্ধমান মিউনিসিপাল বয়েজ় হাইস্কুল ভোটকর্মীদের তৃতীয় তথা শেষ দফার ট্রেনিং ছিল । কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভকারীদের তরফ থেকে একটি স্মারকলিপিও পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে দেওয়া হয় । এদিকে GT রোড অবরোধের কারণে যানজট হয়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থানে আসে । পুলিশের কাছেও তারা একই দাবি জানায় । পরে পুলিশের অনুরোধে তারা অবস্থান তুলে নেয়।

বর্ধমান, 19 এপ্রিল : কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের ডিউটি করবেন না, এই দাবিতে আজ বর্ধমানের GT রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা । "কাকদ্বীপ থেকে কোচবিহার, চাই না হতে রাজকুমার", এই স্লোগানে তারা বর্ধমান মিউনিসিপাল বয়েজ় হাইস্কুলের সামনের রাস্তা অবরোধ করে রাখেন । অভিযোগ, বিগত দু'দফার ভোটে তাঁরা দেখেছেন, যেসব বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট হয়েছে সেখানকার ভোটকর্মীরা চরম সমস্যায় পড়েছেন । তারা দাবি করেন প্রতিটি বুথে যেন কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয় ।

GT রোডে অবরোধ ভোটকর্মীদের

বিক্ষোভকারী একজন ভোটকর্মী সাংবাদিকের বলেন, "পঞ্চায়েত ভোট করতে গিয়ে আমরা দেখেছি আমাদের নিগ্রহের মধ্যে পড়তে হয়েছে । আমাদের বিভিন্নভাবে হেনস্থা হতে হয়েছে । আমাদের এক সহকর্মী প্রিজ়াইডিং অফিসারের কী করুণ অবস্থা হয়েছিল আমরা সবাই সেটা জানি । ট্রেন লাইনের ধারে তার বডি পাওয়া গেছিল । সেই হত্যার কিনারা এখনও হয়নি । আমরা ভোটের বিরুদ্ধে নই , আমরা ভোট করতে যাব । কিন্তু আমাদেরও পরিবার আছে। আমাদের নিরাপত্তার ব্যাবস্থা করতে হবে । আমরা এই দুই দফার ভোটে দেখেছি, যে বুথে CRPF নেই সেখানেই ঝামেলা হয়েছে । আমরা প্রতিশ্রুতি পেয়েছিলাম সেন্ট্রাল ফোর্স থাকবে। কিন্তু এখন দেখা যাচ্ছে কোথাও 40 কিংবা 60 শতাংশ , আবার কোথাও 70 শতাংশ থাকছে । প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স 100 শতাংশ দিতে হবে ।"

আজ বর্ধমান মিউনিসিপাল বয়েজ় হাইস্কুল ভোটকর্মীদের তৃতীয় তথা শেষ দফার ট্রেনিং ছিল । কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভকারীদের তরফ থেকে একটি স্মারকলিপিও পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে দেওয়া হয় । এদিকে GT রোড অবরোধের কারণে যানজট হয়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থানে আসে । পুলিশের কাছেও তারা একই দাবি জানায় । পরে পুলিশের অনুরোধে তারা অবস্থান তুলে নেয়।

Intro:যে গোরুকে ধরে বিজেপি ক্ষময়ায় এসেছিল সেই গোরুই এদের বিদায় দেবে কটাক্ষ অভিষেকের
পুলক যশ, গলসি

যে গোরুকে ধরে বিজেপি ক্ষমতায় এসেছিল সেই গোরুই ২০১৯ সালে বিজেপির মুখে গোবর লেপে দেবে। পূর্ব বর্ধমানের গলসিতে বিগ্রেডের জনসভার প্রস্তুতিতে এসে এইভাবেই বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Body:এদিন বিকালে গলসি উচ্চ বিদ্যালয়ের মাঠে পূর্ব ও পশ্চিম বর্ধমান দুই জেলার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বিশাল জনসভার ডাক দেয় তৃণমূল কংগ্রেস। ছিলেন মন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথ, অসীমা পাত্র সহ অন্যান্য সাংসদ ও বিধায়কেরা। অভিষেক এদিন প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ শুরু করেন। Conclusion:তিনি বলেন, বিজেপি আজ ধর্মকে নিয়ে রাজনীতি শুরু করেছে। তাদের কাছে মানুষের কোন দাম নেই। আজ গোরুকে বাঁচাতে গিয়ে পুলিশ অফিসার প্রাণ দিচ্ছেন। গোরক্ষকপুরে ৮০ জন শিশু অক্সিজেনের অভাবে মারা গেছে, তারা প্রত্যেকেই হিন্দু। মধ্যপ্রদেশে আট জন হিন্দু কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। বাংলার উন্নয়নের নামে নরেন্দ্র মোদী সরকার দশ পয়সাও দেয়নি। অথচ রামকে বিক্রি করে আর গোরুর নামে রাজনীতি করে গত চার বছরে ভারতের উন্নয়ন করতে পারুক আর না পারুক দিল্লির বুকে ১২০০ কোটি টাকা খরচ করে সেভেন স্টার পার্টি অফিস তৈরি করেছে। আমরা মানুষের দল। আমরা মানুষের নামে গোরুর নামে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করি না। যে গোরু ২০১৪ সালে এদের দুধ দিয়েছিল আগামী ২০১৯ সালে দেখবেন গোবর লেপে দেবে। গোরুই এদের উঠিয়ে ছিল গোরুই এদের ডোবাবে। মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভাতে এদের দিল্লি ছাড়া করবেন ।
Last Updated : Apr 19, 2019, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.