কাটোয়া, 15 জুন : পঞ্চায়েত কারা পরিচালনা করবে তা নিয়ে বিবাদের জেরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো কাটোয়া ২ নং ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের মুলটি গ্রাম । ঘটনায় 5 জন আহত হয়েছেন । আহতেরা সকলেই তৃণমূল কংগ্রেসের সমর্থক ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মুলটি গ্রামের তৃণমূল নেতা দোলাই শেখ ও ফজরুল রহমানের গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল । এদিন দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা থেকে সংঘর্ষ শুরু হয় । চলে বোমাবাজি ।
রহমান শেখের স্ত্রী জানিয়েছেন, ব্যবসা নিয়ে গন্ডগোলের জেরে দোলাই শেখের লোকেরা লাঠি-টাঙি নিয়ে হামলা চালায় । তারা বোমাবাজিও করে । অন্যদিকে দোলাই শেখের পরিবারের দাবি বিধায়কের কথা মতো পঞ্চায়েতের কাজকর্ম তাঁরা দেখাশোনা করেন । ফলে সেই আক্রোশে ফজরুল রহমানের দলবল হামলা চালিয়েছে ।
যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়ে কাটোয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, "এটা পারিবারিক বিবাদ । এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ।"
আরও পড়ুন: কথা রাখেনি, শুভেন্দুর নাম নিতে চাই না ; এবার বেসুরো সুনীল