ETV Bharat / state

তৃণমূলের জমি নষ্ট করা যাবে না, প্রয়োজনে কীটনাশক ব্যবহারের বার্তা স্বপন দেবনাথের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা তৈরি করেছেন । তাই সবাইকে সেই প্রার্থীদের জন্য ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপন দেবনাথ । যারা ভালো কাজ করবে, তাদের আগামী দিন দল পুরস্কৃত করবে বলে জানিয়েছেন তিনি ৷ আর তৃণমূলের জমি যাতে নষ্ট না হয় সেদিকেও লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷

তৃণমূলের জমি নষ্ট করা যাবে না, প্রয়োজনে কীটনাশক ব্যবহারের বার্তা স্বপন দেবনাথের
তৃণমূলের জমি নষ্ট করা যাবে না, প্রয়োজনে কীটনাশক ব্যবহারের বার্তা স্বপন দেবনাথের
author img

By

Published : Mar 14, 2021, 8:34 AM IST

খণ্ডঘোষ, 14 মার্চ : তৃণমূল কংগ্রেসের জমি এখন উর্বর ৷ কোনওভাবেই এই জমিকে নষ্ট হতে দেওয়া যাবে না । প্রয়োজন হলে কীটনাশক ব্যবহার করতে হবে । এমনকি, যাতে গোরু-ছাগল ঢুকে জমি নষ্ট না করে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে । তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠকে এই ভাবেই দলীয় কর্মীদের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপন দেবনাথ ।


গতকাল খণ্ডঘোষের মাঠকালী মন্দিরে পুজো দিতে আসেন স্বপন দেবনাথ । তাঁর সঙ্গে ছিলেন রায়না বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শম্পা ধারা, খণ্ডঘোষ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নবীন বাগ, জামালপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অলোক মাঝি প্রমুখ । পুজো দেওয়ার পরে স্বপন দেবনাথ বলেন, "তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনায় এদিন পুজো দিয়েছি । এছাড়া পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যাতে জয়লাভ করে, সেই কামনা করে পুজো দেওয়া হয়েছে ।"

এদিন পুজো দেওয়ার পরে দলীয় কর্মীদের নিয়ে কর্মী বৈঠক করেন স্বপন দেবনাথ । তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কর্মী বৈঠকে তিনি বার্তা দেন তৃণমূল কংগ্রেসের উর্বর জমি কোনওভাবেই যেন নষ্ট না হয়ে যায় ৷ এর পরেই তিনি সেই জমিতে প্রয়োজনে কৌশলে কীটনাশক দেওয়ার কথা বলেন । দলীয় কর্মীদের মনোমালিন্য আছে ৷ সবকিছু ভুলে গিয়ে সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন তিনি । এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জন্য কারা কারা প্রচারে নেমেছে এবং কোন কোন নেতা-কর্মী পথে নামেনি সেসব নিয়েও আলোচনা হয়েছে । কোনওভাবেই যেন কেউ দল বিরোধী কাজ না করে সেই বার্তা দেওয়া হয়েছে । দলীয় কর্মীদের জানিয়েছেন দলের উর্ধ্বে কেউ নয় ।

আরও পড়ুন, আজ খড়গপুরে শাহি রোড শো, হুইলচেয়ারে হাজরায় থাকছেন মমতা ?

তিনি আরও বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা তৈরি করেছেন । তাই সবাইকে সেই প্রার্থীদের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে । যারা এখনও প্রচারে নামেনি, প্রার্থীদের জন্য কাজকর্ম শুরু করেনি, তাদের উপর নজর রাখা হচ্ছে । যারা ভালো কাজ করবে, তাদের আগামী দিন দল পুরস্কৃত করবে ৷ সেই বার্তা দেওয়া হয়েছে ।

খণ্ডঘোষ, 14 মার্চ : তৃণমূল কংগ্রেসের জমি এখন উর্বর ৷ কোনওভাবেই এই জমিকে নষ্ট হতে দেওয়া যাবে না । প্রয়োজন হলে কীটনাশক ব্যবহার করতে হবে । এমনকি, যাতে গোরু-ছাগল ঢুকে জমি নষ্ট না করে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে । তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠকে এই ভাবেই দলীয় কর্মীদের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপন দেবনাথ ।


গতকাল খণ্ডঘোষের মাঠকালী মন্দিরে পুজো দিতে আসেন স্বপন দেবনাথ । তাঁর সঙ্গে ছিলেন রায়না বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শম্পা ধারা, খণ্ডঘোষ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নবীন বাগ, জামালপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অলোক মাঝি প্রমুখ । পুজো দেওয়ার পরে স্বপন দেবনাথ বলেন, "তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনায় এদিন পুজো দিয়েছি । এছাড়া পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যাতে জয়লাভ করে, সেই কামনা করে পুজো দেওয়া হয়েছে ।"

এদিন পুজো দেওয়ার পরে দলীয় কর্মীদের নিয়ে কর্মী বৈঠক করেন স্বপন দেবনাথ । তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কর্মী বৈঠকে তিনি বার্তা দেন তৃণমূল কংগ্রেসের উর্বর জমি কোনওভাবেই যেন নষ্ট না হয়ে যায় ৷ এর পরেই তিনি সেই জমিতে প্রয়োজনে কৌশলে কীটনাশক দেওয়ার কথা বলেন । দলীয় কর্মীদের মনোমালিন্য আছে ৷ সবকিছু ভুলে গিয়ে সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন তিনি । এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জন্য কারা কারা প্রচারে নেমেছে এবং কোন কোন নেতা-কর্মী পথে নামেনি সেসব নিয়েও আলোচনা হয়েছে । কোনওভাবেই যেন কেউ দল বিরোধী কাজ না করে সেই বার্তা দেওয়া হয়েছে । দলীয় কর্মীদের জানিয়েছেন দলের উর্ধ্বে কেউ নয় ।

আরও পড়ুন, আজ খড়গপুরে শাহি রোড শো, হুইলচেয়ারে হাজরায় থাকছেন মমতা ?

তিনি আরও বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা তৈরি করেছেন । তাই সবাইকে সেই প্রার্থীদের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে । যারা এখনও প্রচারে নামেনি, প্রার্থীদের জন্য কাজকর্ম শুরু করেনি, তাদের উপর নজর রাখা হচ্ছে । যারা ভালো কাজ করবে, তাদের আগামী দিন দল পুরস্কৃত করবে ৷ সেই বার্তা দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.