ETV Bharat / state

আমরা রিগিং করব, ওরা দেখবে, চ্যালঞ্জ সৌমিত্রর - বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

বিধানসভা ভোটে খেলা হবে ৷ এই মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ তার প্রত্যুত্তরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য ভয়ঙ্কর খেলা হবে ৷ কিন্তু কী ধরনের খেলা হবে তা নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি ৷ কিন্তু খন্ডোঘোষে সৌমিত্র খাঁ ‘‘খেলা হবে’’-র স্লোগানে নতুন মাত্রা যোগ করলেন ৷

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ
author img

By

Published : Feb 18, 2021, 10:45 AM IST

খন্ডঘোষ, 17 ফেব্রুয়ারি : পূর্ব বর্ধমানের খন্ডঘোষে বেফাঁস মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর ৷ জনসভা থেকে সৌমিত্র খাঁ মন্তব্য করেন, ‘‘যদি রিগিং করতে হয়, তা আমরা করব ৷ ওর দেখবে ৷ আর এটাই হবে খেলা ৷’’

বিধানসভা ভোটে খেলা হবে ৷ এই মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ তার প্রত্যুত্তরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য ভয়ঙ্কর খেলা হবে ৷ কিন্তু কী ধরনের খেলা হবে তা নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি ৷ কিন্তু খন্ডঘোষে সৌমিত্র খাঁ ‘‘খেলা হবে’’-র স্লোগানে নতুন মাত্রা যোগ করলেন ৷

বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে খন্ডঘোষে এক জনসভায় বক্তব্য রাখেন বিজেপি সাংসদ । তিনি খন্ডঘোষের তৃণমূল নেতা ফাগুন ও বিধায়ক নবীন বাগের নাম করে বলেন, ‘‘যুব ভাইদের উদ্দেশ্যে বলব ফাগুন বা নবীনকে ভয় করবেন না ৷ ওরা হাঁটুর নিচে থাকবে। আর রিগিং যদি করতে হয় আমরা করব ৷ ওরা দেখবে । এটাই হবে খেলা । আমরাই খেলা করব, ওরা দেখবে।’’ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব জায়গাতে যাতে বিজেপি কালো পতাকা দেখায় সেই নির্দেশও দেন তিনি ।

পূর্ব বর্ধমানের খন্ডোঘোষে বেফাঁস মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর

আরও পড়ুন :- এসএসকেএমে নিয়ে আসা হল জাকির হোসেনকে, দ্রুত আরোগ্য কামনায় টুইট বিজয়বর্গীয়র

এই বিষয়ে তৃণমূল নেতা অপার্থিব ইসলাম বলেন, ‘‘জাতীয় নির্বাচন কমিশনকে আমরা বিষয়টি জানাব। মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই আবেদন করব। ওরা যে রিগিং করে জিতেছে সেটা প্রমাণ হয়ে গেল ।’’

খন্ডঘোষ, 17 ফেব্রুয়ারি : পূর্ব বর্ধমানের খন্ডঘোষে বেফাঁস মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর ৷ জনসভা থেকে সৌমিত্র খাঁ মন্তব্য করেন, ‘‘যদি রিগিং করতে হয়, তা আমরা করব ৷ ওর দেখবে ৷ আর এটাই হবে খেলা ৷’’

বিধানসভা ভোটে খেলা হবে ৷ এই মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ তার প্রত্যুত্তরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য ভয়ঙ্কর খেলা হবে ৷ কিন্তু কী ধরনের খেলা হবে তা নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি ৷ কিন্তু খন্ডঘোষে সৌমিত্র খাঁ ‘‘খেলা হবে’’-র স্লোগানে নতুন মাত্রা যোগ করলেন ৷

বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে খন্ডঘোষে এক জনসভায় বক্তব্য রাখেন বিজেপি সাংসদ । তিনি খন্ডঘোষের তৃণমূল নেতা ফাগুন ও বিধায়ক নবীন বাগের নাম করে বলেন, ‘‘যুব ভাইদের উদ্দেশ্যে বলব ফাগুন বা নবীনকে ভয় করবেন না ৷ ওরা হাঁটুর নিচে থাকবে। আর রিগিং যদি করতে হয় আমরা করব ৷ ওরা দেখবে । এটাই হবে খেলা । আমরাই খেলা করব, ওরা দেখবে।’’ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব জায়গাতে যাতে বিজেপি কালো পতাকা দেখায় সেই নির্দেশও দেন তিনি ।

পূর্ব বর্ধমানের খন্ডোঘোষে বেফাঁস মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর

আরও পড়ুন :- এসএসকেএমে নিয়ে আসা হল জাকির হোসেনকে, দ্রুত আরোগ্য কামনায় টুইট বিজয়বর্গীয়র

এই বিষয়ে তৃণমূল নেতা অপার্থিব ইসলাম বলেন, ‘‘জাতীয় নির্বাচন কমিশনকে আমরা বিষয়টি জানাব। মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই আবেদন করব। ওরা যে রিগিং করে জিতেছে সেটা প্রমাণ হয়ে গেল ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.