কেতুগ্রাম, 17 জানুয়ারি: বাংলার হারিয়ে যাওয়া তাঁত শিল্পকে বিশ্বের মানচিত্রে পৌঁছতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বেনিনগর গ্রামে তাঁত শিল্পীদের গ্রামে ঘুরলেন নোবেল পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার চার সদস্যকে নিয়ে তিনি এই গ্রাম ঘুরে দেখেন (Abhijit Vinayak Banerjee in Bardhaman)৷
বছর দু'য়েক আগে ফ্রান্সের একটা মেলা থেকে একটি পাঞ্জাবি কিনেছিলেন তিনি । সেই পাঞ্জাবির কাপড় এত মসৃণ ছিল যে তিনি সেই কাপড় নিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারেন ফ্রান্সের ওই মেলার আয়োজক ছিলেন দিল্লির বিখ্যাত ডিজাইনার সুখেত ধীর । তাঁর সঙ্গে যোগাযোগ করেন ৷ এরপর সন্ধান পান সেই কাপড় তৈরির এলাকার ৷ আর তা ছিল পূর্ব বর্ধমানের কেতুগ্রামের রেনিনগর গ্রামের কাপড় । পরে তিনি একবার রেনিনগর গ্রামে এসে তাঁতিদের সঙ্গে কথা বলেন । তবে ওই গ্রাম ছাড়াও আরও ছ'টি গ্রাম আছে যেখানে হাজারের বেশি পরিবার তাঁত বোনার সঙ্গে যুক্ত (Abhijit Vinayak Banerjee Says About Bengal Weaving Industry)।
আরও পড়ুন : ধনিয়াখালী তাঁতের শাড়ির ঐতিহ্য হারাচ্ছে, অনিশ্চয়তায় দিন কাটছে শিল্পীদের
এদিন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়-সহ চার সদস্যের প্রতিনিধি দল ওই গ্রাম ঘুরে দেখার পাশাপাশি তাঁতিদের সঙ্গে কথা বলেন । তখনই বুঝতে পারেন করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে ব্যবসায় মন্দা এসেছে । এছাড়া পাওয়ারলুম মেশিন এসে যাওয়ার ফলে তাঁত শিল্পীদের হাতে বোনা কাপড়ের চাহিদা আর সেভাবে নেই । এই বিষয়ে অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলার একটা ঐতিহ্য আছে ৷ আর এটাকে কীভাবে সারা পৃথিবীর কাছে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা করছি ৷ যাতে পৃথিবীর সমস্ত মানুষ জানতে পারে কী ঐতিহ্য আছে, কী ঐতিহ্য ছিল, কত রকমের কারুকার্য এখানে হয় এটা জানানোর একটা প্রচেষ্টা করছি । সেই জন্যই এখানে ঘুরে যাচ্ছি । এখানে আমরা চারজনের প্রতিনিধি দল এসেছি । বিখ্যাত ডিজাইনার সুখেত ধীর, ফিল্ম মেকার রানু ঘোষ ও ফ্রান্সের অ্যানিমেশন ডিজাইনার সিয়ান অলিভিয়া-সহ সবাই ঘুরে দেখি ।"
ফিল্ম মেকার রানু ঘোষ বলেন, "উনি প্রথম ভাবনাটা ভাবেন এবং আমাদের নিয়ে আসেন । তাঁতকে কেন্দ্র করে বড় একটা পরিকল্পনা আছে । যাতে বিশ্বের দরবারে তুলে ধরা যায় তাই আমরা সবাই মিলে চেষ্টা করছি ।"
আরও পড়ুন : নদিয়ার পদ্মশ্রী বীরেনের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদি