ETV Bharat / state

Villagers Demanding Roads: রাস্তার দাবিতে পঞ্চায়েতে তালা গ্রামবাসীদের

author img

By

Published : Mar 29, 2022, 5:25 PM IST

দীর্ঘদিন ধরে রাস্তার দাবি জানিয়ে আসছেন, কিন্তু সমস্য়ার কোনও সুরাহা হয়নি ৷ অবশেষে রাস্তার দাবিতে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ৷ ঘটনাটি বর্ধমানের বন্ডুল 1 গ্রাম পঞ্চায়েতের (Panchayat Office Lockd For Road)৷

villagers locked the panchayat
রাস্তার দাবিতে পঞ্চায়েতে তালা দিল এলাকাবাসী

বর্ধমান, 29 মার্চ: রাস্তার দাবিতে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা (Panchayat Office Lockd For Road) । পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 ব্লকের বন্ডুল 1 গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ফলে এদিন পঞ্চায়েতের কাজকর্ম ব্যহত হয়। খবর পেয়ে ওই পঞ্চায়েতে যায় দেওয়ানদিঘি থানার পুলিশ।

আদিবাসী গ্রামবাসীদের দাবি, বন্ডুল থেকে সাঁওতাল পাড়া যাওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে রাস্তার দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে তাঁরা স্থানীয় বিডিও, এসডিও, জেলাপরিষদ, বিধায়ক সবার কাছেই আবেদন করেছিলেন। কিন্তু কেউ তাঁদের রাস্তা তৈরি করে দেয়নি। কাঁচা রাস্তা দিয়ে চলাচল করা তাঁদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। অথচ নির্বাচনের আগে স্থানীয় বিধায়ক তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা তৈরি করে দেওয়া হবে বলে। কিন্তু ভোটে জেতার পর তিনি আর এই গ্রামে একবারের জন্যও আসেননি। স্থানীয় পঞ্চায়েতকে জানানো হলেও কোনও কাজ হয়নি। এরপরই তাঁরা পঞ্চায়েতে তালা মেরে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

আরও পড়ুন : রাস্তার দাবিতে ভোট বয়কটের সিদ্ধান্ত বংশিহারিতে, বিক্ষোভ

গ্রামবাসী রবিলাল হাঁসদা বলেন, "দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে প্রশাসনের দ্বারস্থ হয়েও আমাদের রাস্তা সারাই হয়নি। আমরা বিডিও, এসডিও, জেলাপরিষদ-সহ বিভিন্ন মহলে রাস্তা সারাইয়ের দাবিতে আবেদন করেছি। ওই রাস্তা দিয়ে আমাদের খুবই কষ্ট করে যাতায়াত করতে হয়। সবথেকে বড় সমস্যা হয় যখন, রোগীদের খাটে চাপিয়ে ওই রাস্তা দিয়ে যেতে হয়।ভোট এলে নেতারা অনেক প্রতিশ্রুতি দিয়ে যান। আর ভোট মিটলে তাঁরা সবকিছু ভুলে যান। সেই কারণেই আমরা পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়েছি।’’

বর্ধমান, 29 মার্চ: রাস্তার দাবিতে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা (Panchayat Office Lockd For Road) । পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 ব্লকের বন্ডুল 1 গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ফলে এদিন পঞ্চায়েতের কাজকর্ম ব্যহত হয়। খবর পেয়ে ওই পঞ্চায়েতে যায় দেওয়ানদিঘি থানার পুলিশ।

আদিবাসী গ্রামবাসীদের দাবি, বন্ডুল থেকে সাঁওতাল পাড়া যাওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে রাস্তার দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে তাঁরা স্থানীয় বিডিও, এসডিও, জেলাপরিষদ, বিধায়ক সবার কাছেই আবেদন করেছিলেন। কিন্তু কেউ তাঁদের রাস্তা তৈরি করে দেয়নি। কাঁচা রাস্তা দিয়ে চলাচল করা তাঁদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। অথচ নির্বাচনের আগে স্থানীয় বিধায়ক তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা তৈরি করে দেওয়া হবে বলে। কিন্তু ভোটে জেতার পর তিনি আর এই গ্রামে একবারের জন্যও আসেননি। স্থানীয় পঞ্চায়েতকে জানানো হলেও কোনও কাজ হয়নি। এরপরই তাঁরা পঞ্চায়েতে তালা মেরে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

আরও পড়ুন : রাস্তার দাবিতে ভোট বয়কটের সিদ্ধান্ত বংশিহারিতে, বিক্ষোভ

গ্রামবাসী রবিলাল হাঁসদা বলেন, "দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে প্রশাসনের দ্বারস্থ হয়েও আমাদের রাস্তা সারাই হয়নি। আমরা বিডিও, এসডিও, জেলাপরিষদ-সহ বিভিন্ন মহলে রাস্তা সারাইয়ের দাবিতে আবেদন করেছি। ওই রাস্তা দিয়ে আমাদের খুবই কষ্ট করে যাতায়াত করতে হয়। সবথেকে বড় সমস্যা হয় যখন, রোগীদের খাটে চাপিয়ে ওই রাস্তা দিয়ে যেতে হয়।ভোট এলে নেতারা অনেক প্রতিশ্রুতি দিয়ে যান। আর ভোট মিটলে তাঁরা সবকিছু ভুলে যান। সেই কারণেই আমরা পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়েছি।’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.