ETV Bharat / state

বিছানায় পড়ে মৃতদেহ, মেমারিতে 2 মহিলার অস্বাভাবিক মৃত্যু - police

মেমারিতে দুই মহিলার মৃতদেহ উদ্ধার হয়। সকালে মেমারির বোহার-2 পঞ্চায়েতের বড়া গ্রামে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ তার ঘরের বিছানায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আরও এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয় মেমারির সাতগেছিয়ার বেগুনিয়া এলাকায়।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 3, 2019, 10:49 AM IST

মেমারি, 3 এপ্রিল : দুই মহিলার অস্বাভাবিক মৃত্যু পূর্ব বর্ধমানের মেমারিতে। দুজনেরই মৃতদেহ ঘর থেকে উদ্ধার হয়। এদের মধ্যে একজনের গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে। অন্যজনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। দুটি ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।

গতকাল মেমারির বোহার-2 পঞ্চায়েতের বড়া গ্রামে নিজেরই বাড়ি থেকে রিতা রায়ের মৃতদেহ উদ্ধার হয়। তাঁর স্বামী সকালে ঠাকুরনগরে মেলা দেখতে গিয়েছিলেন। তাঁর দুই ছেলে। এক ছেলে গোপালপুর এলাকায় থাকে। আর এক ছেলে কর্মসূত্রে বাইরে থাকে। স্থানীয়দের বক্তব্য, বিছানার উপর মহিলার মৃতদেহ পড়ে ছিল। ঘরে তখনও টিভি চলছিল। আর ঘরের দরজা-জানালাও খোলা ছিল। তাদের অনুমান, খুন করা হয়েছে মহিলাকে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মেমারি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এই ঘটনা কীভাবে ঘটল তা বলা সম্ভব নয়।

অন্যদিকে আরও এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয় মেমারির সাতগেছিয়ার বেগুনিয়া এলাকায়। নাম মমতা কিসকু (৫০)। গতকাল বিকেলে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায়। ওই মহিলার স্বামী শ্যামাপদ কিসকুর বক্তব্য, তিনি সকালে কাজে বেরিয়েছিলেন। বিকালে বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তার মুখ ও কান দিয়ে রক্ত বেরোচ্ছে। মাথায় আঘাতের চিহ্নও রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় মমতা কিসকুকে পাহাড়হাটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান মেমারি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

উল্লেখ্য দিন কয়েক আগেই কালনায় গলায় চেন লাগিয়ে মহিলাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। ওই ঘটনার পর গতকাল আবার দুই মহিলার অস্বাভাবিক মৃত্যু। এই তিনটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এবিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

মেমারি, 3 এপ্রিল : দুই মহিলার অস্বাভাবিক মৃত্যু পূর্ব বর্ধমানের মেমারিতে। দুজনেরই মৃতদেহ ঘর থেকে উদ্ধার হয়। এদের মধ্যে একজনের গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে। অন্যজনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। দুটি ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।

গতকাল মেমারির বোহার-2 পঞ্চায়েতের বড়া গ্রামে নিজেরই বাড়ি থেকে রিতা রায়ের মৃতদেহ উদ্ধার হয়। তাঁর স্বামী সকালে ঠাকুরনগরে মেলা দেখতে গিয়েছিলেন। তাঁর দুই ছেলে। এক ছেলে গোপালপুর এলাকায় থাকে। আর এক ছেলে কর্মসূত্রে বাইরে থাকে। স্থানীয়দের বক্তব্য, বিছানার উপর মহিলার মৃতদেহ পড়ে ছিল। ঘরে তখনও টিভি চলছিল। আর ঘরের দরজা-জানালাও খোলা ছিল। তাদের অনুমান, খুন করা হয়েছে মহিলাকে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মেমারি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এই ঘটনা কীভাবে ঘটল তা বলা সম্ভব নয়।

অন্যদিকে আরও এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয় মেমারির সাতগেছিয়ার বেগুনিয়া এলাকায়। নাম মমতা কিসকু (৫০)। গতকাল বিকেলে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায়। ওই মহিলার স্বামী শ্যামাপদ কিসকুর বক্তব্য, তিনি সকালে কাজে বেরিয়েছিলেন। বিকালে বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তার মুখ ও কান দিয়ে রক্ত বেরোচ্ছে। মাথায় আঘাতের চিহ্নও রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় মমতা কিসকুকে পাহাড়হাটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান মেমারি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

উল্লেখ্য দিন কয়েক আগেই কালনায় গলায় চেন লাগিয়ে মহিলাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। ওই ঘটনার পর গতকাল আবার দুই মহিলার অস্বাভাবিক মৃত্যু। এই তিনটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এবিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

Intro:কৃষক শ্রমিকদের পাশে থেকে লড়াই করাই তাদের লক্ষ্য বলছে এস ইউ সি আই প্রার্থী

সন্তোষ দাস, পূর্ব বর্ধমান

কৃষকেরা ফসলের মূল্য পাচ্ছে না ফলে চাষিরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। সরকারের সেদিকে নজর নেই। অথচ দিনের পর দিন রাজ্যজুড়ে ঢালাও মদের লাইসেন্স দিচ্ছে সরকার। বিষয়গুলি নিয়ে একাধিকবার তারা পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে আন্দোলন করেছে। এবার ভোটের ময়দানে তাদের মূল বিষয় হচ্ছে এই বিষয়গুলি। পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দিলেন জমা দিতে এসে একথা বললেন এস ইউ সি আই প্রার্থী নির্মল মাঝি।
Body: মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলা শাসকের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন পরে তিনি বলেন রাজ্য জুড়ে আজ কৃষকদের করুন অবস্থা, দিকে দিকে ধান চাষী, আলু চাষী, পেঁয়াজ চাষিরা ফসলের দাম পাচ্ছেন না। বিষয়গুলো নিয়ে তারা একাধিকবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন, প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। শুধু তাই নয় রাজ্যের দিকে দিকে কল কারখানা বন্ধ হচ্ছে। বিড়ি শ্রমিকদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে সরকারের দিকে কোন নজর নেই অথচ সারা বছর মদের দোকানের লাইসেন্স দিচ্ছে সরকার এই বিষয় গুলি কে সামনে রেখে তারা ভোটের প্রচারে নেমেছে। Conclusion:মানুষের কাছে তারা সাড়া পাচ্ছে। ইতিমধ্যেই তাদের নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলি ভাবনা চিন্তা করতে শুরু করেছে বলেছে তার দাবি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.