ETV Bharat / state

বর্ধমানে দুই ফুটপাথবাসীকে পিষে দিল গাড়ি - পথ দুর্ঘটনা

শুক্রবার রাতে বর্ধমান স্টেশন সংলগ্ন উড়ালপুলের নিচে ঘুমিয়ে থাকা দুই ফুটপাথবাসীকে পিষে দেয় গাড়িটি ।

দুই ফুটপাতবাসীকে পিষে পলাতক গাড়ি
দুই ফুটপাতবাসীকে পিষে পলাতক গাড়ি
author img

By

Published : Nov 8, 2020, 7:28 AM IST

বর্ধমান, 8 নভেম্বর : দুই ফুটপাথবাসীকে পিষে দিল একটি গাড়ি ৷ শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশন সংলগ্ন নতুন ওভারব্রিজের নিচে । ঘাতক গাড়িটি পলাতক ৷

শুক্রবার রাতে বর্ধমান স্টেশন সংলগ্ন উড়ালপুলের নিচে ঘুমিয়ে থাকা দুই ফুটপাথবাসীকে পিষে দেয় গাড়িটি । প্রত্যক্ষদর্শীরা বলেন, নবাবহাটের দিক থেকে এসেছিল গাড়িটি ৷ দুর্ঘটনার পরে ফের নবাবহাটের দিকে পালিয়ে যায় গাড়িটি । এই দুর্ঘটনায় এক বৃদ্ধ ও এক মহিলার মৃত্যু হয়েছে । দু'জনেই ভবঘুরে । সারাদিন বিভিন্ন জায়গায় ভিক্ষা করে বেড়ান ৷ রাতে নতুন উড়ালপুলের নিচে এসে আশ্রয় নেন ৷

খবর পেয়ে দুর্ঘটনাস্থানে যান DSP হেড কোয়ার্টার সৌভিক পাত্র । জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, "রাস্তার বিভিন্ন পয়েন্টে থাকা CCTV-র ফুটেজ় খতিয়ে দেখা হচ্ছে । "

বর্ধমান, 8 নভেম্বর : দুই ফুটপাথবাসীকে পিষে দিল একটি গাড়ি ৷ শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশন সংলগ্ন নতুন ওভারব্রিজের নিচে । ঘাতক গাড়িটি পলাতক ৷

শুক্রবার রাতে বর্ধমান স্টেশন সংলগ্ন উড়ালপুলের নিচে ঘুমিয়ে থাকা দুই ফুটপাথবাসীকে পিষে দেয় গাড়িটি । প্রত্যক্ষদর্শীরা বলেন, নবাবহাটের দিক থেকে এসেছিল গাড়িটি ৷ দুর্ঘটনার পরে ফের নবাবহাটের দিকে পালিয়ে যায় গাড়িটি । এই দুর্ঘটনায় এক বৃদ্ধ ও এক মহিলার মৃত্যু হয়েছে । দু'জনেই ভবঘুরে । সারাদিন বিভিন্ন জায়গায় ভিক্ষা করে বেড়ান ৷ রাতে নতুন উড়ালপুলের নিচে এসে আশ্রয় নেন ৷

খবর পেয়ে দুর্ঘটনাস্থানে যান DSP হেড কোয়ার্টার সৌভিক পাত্র । জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, "রাস্তার বিভিন্ন পয়েন্টে থাকা CCTV-র ফুটেজ় খতিয়ে দেখা হচ্ছে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.