বর্ধমান, 7 মে : বর্ধমানে কোরোনায় আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা 40 জনকে শনাক্ত করা হয়েছে । এর মধ্যে 22 জন বিদ্যুৎ দপ্তরের কর্মী । তাঁদের হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।
কোরোনা আক্রান্ত ওই নার্স কাজের সূত্রে কলকাতায় থাকেন ৷ মাঝেমধ্যে বর্ধমানের বাড়িতে আসেন ৷ এখানেই তাঁর স্বামী , দুই ছেলে ও শাশুড়ি থাকেন ৷ ওই মহিলার শরীরে জ্বর, সর্দি-কাশি সহ বিভিন্ন উপসর্গ ছিল ৷ সোমবার রাতে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁর স্বামী , ছেলে, শাশুড়ি ও গাড়ি চালককে কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
তিনি বর্ধমানে আসার পর তাঁর কোরোনা পজ়িটিভ ধরা পড়ায় শহর জুড়ে আতঙ্ক ছড়ায় । সিল করে দেওয়া হয় বর্ধমানের ওই এলাকা । ওই নার্সের স্বামী বর্ধমানের বিদ্যুৎ দপ্তরের কর্মী । স্ত্রী আক্রান্ত হওয়ার পরও তিনি বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়েছিলেন । এর পরেই জেলা প্রশাসনের তরফে তাঁর স্বামীর সংস্পর্শে আসা প্রাইমারি ও সেকেন্ডারি কনটাক্ট তালিকা তৈরি করা শুরু হয় ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে , মোট 40 জনের একটা তালিকা তৈরি করা হয়েছে । তাঁদের মধ্যে 22 জন ছিলেন সেকেন্ডারি কনটাক্ট । তাঁদের হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।