মেমারি, 8 জুলাই : পুরুলিয়ায় কানহো মুর্মুর মূর্তি ভাঙার প্রতিবাদে মেমারি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আদিবাসীরা । থানার সামনে তির-ধনুক নিয়ে বসে পড়েন কয়েকশো আদিবাসী যুবক-যুবতি ।
30 জুন হুল দিবসেই মানবাজার বিধানসভা এলাকার কাদলাগোড়ায় শহিদ কানহোর মূর্তি ভাঙার ঘটনা ঘটে ৷ মূর্তি ভাঙার ঘটনায় তদন্তের দাবি জানিয়ে জেলাশাসকের কাছে আবেদন জানায় আদিবাসী সংগঠনগুলি ৷ এবার বিক্ষোভ দেখানো হল পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকায় ৷
মহাদেব টুডু নামে একজন বলেন, পুরুলিয়ায় তাঁদের ঈশ্বরতুল্য স্বাধীনতাসংগ্রামী নেতার মূর্তি ভাঙা এক দু'জনের কাজ নয় ৷ যারা এই কাজ করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি । তাঁদের আরও বক্তব্য, "সেখানকার প্রশাসন কেন দোষীদের এখনও গ্রেপ্তার করছে না । অবিলম্বে এই জঘন্য এবং অত্যন্ত নিন্দনীয় ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে দেশজুড়ে জোরদার আন্দোলন শুরু করা হবে ।"