আউশগ্রাম, 10 অগস্ট : আদিবাসী মহিলার অস্বাভাবিক মত্যু ঘিরে চাঞ্চল্য ৷ বুধবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের একটি ধান জমি থেকে উদ্ধার হয়েছে মহিলার দেহ ৷ মৃতের নাম সুমি সোরেন (44) ৷ মৃত ওই মহিলা স্থানীয় লাইকিংপাড়া এলাকার বাসিন্দা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
তদন্তের স্বার্থে ইতিমধ্যেই মৃতের পরিবারের সঙ্গে কথা বলেছে পুলিশ ৷ জানা গিয়েছে, ওই মহিলার স্বামী নেই । ছেলে মিঠুন সোরেন ও বৌমা রুবিনী সোরনের সঙ্গে থাকতেন ৷ মহিলা দিনমজুরের কাজ করতেন । মঙ্গলবার সন্ধে নাগাদ তিনি ওষুধ কিনতে বাইরে যান । রাতে বাড়ি ফেরেননি । রাত বাড়তে থাকায় ছেলে মিঠুন সোরেন মাকে খুঁজতে বেরোন । দীর্ঘক্ষণ খোঁজার পরেও, মা’কে না খুঁজে পেয়ে বাড়ি ফিরে আসেন তিনি ৷ এরপরে বুধবার এলাকার একটি ধানজমিতে তাঁর দেহ দেখতে পায় স্থানীয়বাসিন্দারা । তাঁরা পুলিশকে খবর দিলে আউশগ্রাম থানার পুলিশ দেহটি উদ্ধার করে । মহিলার মাথায় আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে পুলিশের অনুমান তাঁকে খুন করা হতে পারে ৷ তবে ময়না তদন্তের রিপোর্ট এলেই খুন কি না জানা যাবে ৷
আরও পড়ুন: পারিশ্রমিক চাইতে গিয়ে মালিকের হাতে আক্রান্ত আদিবাসী মহিলা ! প্রতিবাদে পথ অবরোধ
মৃতের ছেলে মিঠুন সোরেন বলেন, "তার মা মঙ্গলবার সন্ধে নাগাদ নখে ব্যথার জন্য ওষুধ কিনতে গ্রামের এক হাতুড়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন । দীর্ঘক্ষণ কেটে গেলও বাড়ি ফেরেননি । বাধ্য হয়েই সাড়ে বারোটা পর্যন্ত খোঁজাখুঁজি করি । না পেয়ে ফিরে আসি ৷ পরের দিন ধানজমি থেকে দেহ উদ্ধার হয় ।" মৃতের বউমা রুবিনী সোরন জানান, তাদের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না । কে বা কারা তাকে খুন করলো তারা বুঝতে পারছেন না ।