ETV Bharat / state

Bardhaman Traffic Police: পুলিশের পোশাকে তৃণমূলের সংবর্ধনা গ্রহণ, ট্রাফিক ওসিকে শো-কজ - Traffic OC controversy for felicitated from tmc

তৃণমূলের সভামঞ্চে উঠে সংবর্ধনা নেওয়ার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শো-কজ করা হল বর্ধমানের ট্রাফিক ওসি'কে (Bardhaman Traffic Police)৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 9, 2022, 8:25 PM IST

বর্ধমান, 9 ডিসেম্বর: পুলিশের পোশাক পরে তৃণমূল কংগ্রেসের মঞ্চে উঠে সংবর্ধনা নিয়ে বিতর্কে জড়ালেন বর্ধমানের ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইন । বৃহস্পতিবারের এই সংবর্ধনার ভিডিয়ো ভাইরাল হতেই তাঁকে শো-কজ করা হয়েছে । খাগড়াগড় যুব সংঘ ও খাগড়াগড় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ডেঙ্গু নিয়ে সচেতন করতে এলাকার মানুষদের মশারি বিতরণ করা হয় । মঞ্চে ছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস, কাউন্সিলর-সহ অন্যান্যরা । সেই মঞ্চে পুলিশের পোশাক পরে উপস্থিত ছিলেন বর্ধমানের ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইন । তাঁকে উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয় ।

এদিন সেই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক । বিরোধী রাজনৈতিক দলগুলি বিষয়টি নিয়ে সরব হয় । বিজেপির অভিযোগ, পুলিশ যে শাসকদলের অনুগত হয়ে কাজ করছে এবার সেটা প্রকাশ্যে সবাই দেখতে পাচ্ছে । এতে পুলিশের প্রতি মানুষের ভরসা কমে যাচ্ছে । পুলিশের উচিত নিরপেক্ষ থাকা । যদিও তৃণমূলের বক্তব্য, অনুষ্ঠানটি ক্লাবের তরফে ছিল ৷ কোনও দলীয় অনুষ্ঠান ছিল না ৷

পুলিশের পোশাকে তৃণমূলের সংবর্ধনা গ্রহণ নিয়ে শাসক-বিরোধী তরজা

এই বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "প্রমোশনের লোভে তৃণমূলের মঞ্চে সংবর্ধনা নিতে হচ্ছে পুলিশ অফিসারদের । সব নাম লেখা থাকছে । আজ হোক কিংবা কাল সব টের পাবে । পুলিশ অফিসারদের মাইনে জনসাধারণের ট‍্যাক্সের টাকায় হয় । কোনও দলের তরফে হয় না । তৃণমূলের মঞ্চে আলো করে বসে থাকার আগে এটা যেন তাঁরা মাথায় রাখেন । প্রমোশনের লোভে একশ্রেণির পুলিশ অফিসার তৃণমূলের খিদমতগিরি করছেন ঠিকই, কিন্তু তাঁদের মাথায় রাখা দরকার, উর্দির টাকাটা পর্যন্ত জনগণের ট‍্যাক্স থেকে হয় । এই সমস্ত অপদার্থরা ভাবছেন পার পেয়ে যাবেন । শাস্তি তাঁদের পেতে হবেই একদিন ।"

আরও পড়ুন : প্রত্যেকবারের মতো এবারেও পঞ্চায়েত দখল হবে, তৃণমূল বিধায়কের বক্তব্যে বিতর্ক

বর্ধমান, 9 ডিসেম্বর: পুলিশের পোশাক পরে তৃণমূল কংগ্রেসের মঞ্চে উঠে সংবর্ধনা নিয়ে বিতর্কে জড়ালেন বর্ধমানের ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইন । বৃহস্পতিবারের এই সংবর্ধনার ভিডিয়ো ভাইরাল হতেই তাঁকে শো-কজ করা হয়েছে । খাগড়াগড় যুব সংঘ ও খাগড়াগড় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ডেঙ্গু নিয়ে সচেতন করতে এলাকার মানুষদের মশারি বিতরণ করা হয় । মঞ্চে ছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস, কাউন্সিলর-সহ অন্যান্যরা । সেই মঞ্চে পুলিশের পোশাক পরে উপস্থিত ছিলেন বর্ধমানের ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইন । তাঁকে উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয় ।

এদিন সেই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক । বিরোধী রাজনৈতিক দলগুলি বিষয়টি নিয়ে সরব হয় । বিজেপির অভিযোগ, পুলিশ যে শাসকদলের অনুগত হয়ে কাজ করছে এবার সেটা প্রকাশ্যে সবাই দেখতে পাচ্ছে । এতে পুলিশের প্রতি মানুষের ভরসা কমে যাচ্ছে । পুলিশের উচিত নিরপেক্ষ থাকা । যদিও তৃণমূলের বক্তব্য, অনুষ্ঠানটি ক্লাবের তরফে ছিল ৷ কোনও দলীয় অনুষ্ঠান ছিল না ৷

পুলিশের পোশাকে তৃণমূলের সংবর্ধনা গ্রহণ নিয়ে শাসক-বিরোধী তরজা

এই বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "প্রমোশনের লোভে তৃণমূলের মঞ্চে সংবর্ধনা নিতে হচ্ছে পুলিশ অফিসারদের । সব নাম লেখা থাকছে । আজ হোক কিংবা কাল সব টের পাবে । পুলিশ অফিসারদের মাইনে জনসাধারণের ট‍্যাক্সের টাকায় হয় । কোনও দলের তরফে হয় না । তৃণমূলের মঞ্চে আলো করে বসে থাকার আগে এটা যেন তাঁরা মাথায় রাখেন । প্রমোশনের লোভে একশ্রেণির পুলিশ অফিসার তৃণমূলের খিদমতগিরি করছেন ঠিকই, কিন্তু তাঁদের মাথায় রাখা দরকার, উর্দির টাকাটা পর্যন্ত জনগণের ট‍্যাক্স থেকে হয় । এই সমস্ত অপদার্থরা ভাবছেন পার পেয়ে যাবেন । শাস্তি তাঁদের পেতে হবেই একদিন ।"

আরও পড়ুন : প্রত্যেকবারের মতো এবারেও পঞ্চায়েত দখল হবে, তৃণমূল বিধায়কের বক্তব্যে বিতর্ক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.