বর্ধমান, 30 নভেম্বর : "যে CPI(M) নেতাদের হাতে তৃণমূল নেতা-কর্মীরা মার খেয়েছে , আজ তারাই আবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দলের উপর ছড়ি ঘোরানোর চেষ্টা করলে আমরা কিছুতেই মেনে নেব না ।" এক দলীয় সম্মেলনে যোগ দিয়ে এইভাবেই হুঁশিয়ারি দিলেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস ।
তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা CPI(M) নেতা আইনুল হকের নেতৃত্বে CPI(M) কর্মীদের হাতে মার খেয়েছে । আর আজ আইনুল হককে মেনে নিতে হবে ? করব না রাজনীতি । আমরা একটা কথা মনে করি, যে মানুষটা 34 বছর আমাদের উপর অত্যাচার করেছে , আমাদের ভোটদানের অধিকার কেড়ে নিয়েছিল , হাজার হাজার তৃণমূল কংগ্রেসের ছেলেদের মেরেছে তাকে মানতে পারব না । আজ যারা ভিতরে ভিতরে আইনুল হকের কাছ থেকে সুবিধা নিয়েছে, তারাই আবার তাকে সামনে আনার চেষ্টা করছে । কারণ, আমাকে রুখতে হবে । কিন্তু, মনে রাখতে হবে আমাকে রুখে দেওয়া এত সোজা নয় । লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে হেরে গেলেও বর্ধমান দক্ষিণ বিধানসভায় আমরা জিতেছি । যে সব কাউন্সিলর আমার সঙ্গে ছিলেন তাঁরাই জিতেছেন ।"
"যে CPI(M) নেতার হাতে মার খেয়েছি তাকে নেতা বলে মানতে পারব না" - তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
বর্ধমানের রাজনীতিতে প্রাক্তন CPI(M) নেতা নিরুপম সেনের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন আইনুল হক । বর্ধমান পৌরসভার উপ পৌরপ্রধান ও পরে পৌরপ্রধান হন তিনি ।
বর্ধমান, 30 নভেম্বর : "যে CPI(M) নেতাদের হাতে তৃণমূল নেতা-কর্মীরা মার খেয়েছে , আজ তারাই আবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দলের উপর ছড়ি ঘোরানোর চেষ্টা করলে আমরা কিছুতেই মেনে নেব না ।" এক দলীয় সম্মেলনে যোগ দিয়ে এইভাবেই হুঁশিয়ারি দিলেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস ।
তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা CPI(M) নেতা আইনুল হকের নেতৃত্বে CPI(M) কর্মীদের হাতে মার খেয়েছে । আর আজ আইনুল হককে মেনে নিতে হবে ? করব না রাজনীতি । আমরা একটা কথা মনে করি, যে মানুষটা 34 বছর আমাদের উপর অত্যাচার করেছে , আমাদের ভোটদানের অধিকার কেড়ে নিয়েছিল , হাজার হাজার তৃণমূল কংগ্রেসের ছেলেদের মেরেছে তাকে মানতে পারব না । আজ যারা ভিতরে ভিতরে আইনুল হকের কাছ থেকে সুবিধা নিয়েছে, তারাই আবার তাকে সামনে আনার চেষ্টা করছে । কারণ, আমাকে রুখতে হবে । কিন্তু, মনে রাখতে হবে আমাকে রুখে দেওয়া এত সোজা নয় । লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে হেরে গেলেও বর্ধমান দক্ষিণ বিধানসভায় আমরা জিতেছি । যে সব কাউন্সিলর আমার সঙ্গে ছিলেন তাঁরাই জিতেছেন ।"