ETV Bharat / state

Lightning in TMC Meeting: তৃণমূলের সভায় বজ্রাপাতে আহতদের আনা হল বর্ধমান মেডিক্যালে

গতকাল বাঁকুড়ায় তৃণমূলে কংগ্রেসের সভা শুরুর আগে বজ্রাপাতে আহতদের আনা হল বর্ধমান মেডিক্যাল কলেজে ৷

Lightning in TMC Meeting
বজ্রাপাতে আহতদের আনা হল বর্ধমান মেডিক্যালে
author img

By

Published : May 1, 2023, 7:12 AM IST

বর্ধমান, 1 মে: বাঁকুড়ার ইন্দাসে তৃণমূল কংগ্রেসের সভা শুরুর আগে বাজ পড়ে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। মৃতের নাম সামেদ মল্লিক (42)। তাঁর বাড়ি ইন্দাসের বাতানিয়া গ্রামে। আহত হয়েছেন অন্ততপক্ষে 50 জন ৷ তাঁদের প্রথমে ইন্দাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে 9 জনের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ইন্দাসের শাশপুর এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জনসভা করেন। তারই পালটা সভা হিসেবে রবিবার বিকালে তৃণমূল কংগ্রেসের জনসভা ছিল। সভার মূল বক্তা ছিলেন দলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। সভা শুরুর আগে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। ফলে অনেকেই পাশে থাকা একটা বটগাছের তলায় গিয়ে আশ্রয় নেন। এরমধ্যে প্রচণ্ড জোরে বাজ পড়ে। ঘটনায় এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন কমপক্ষে 50 জন। তাঁদের সকলকে প্রথমে ইন্দাস হাসপাতালে ভরতি করা হয়। পরে রাতের দিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে 9 জনকে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: তৃণমূলের সভায় এসে বজ্রপাতে মৃত 1, আহত অন্তত 50

আহত তৃণমূল সমর্থক অরূপ কালিন্ডি বলেন, "রবিবার বিকেলে বাঁকুড়ার ইন্দাস থানার শাশপুর অঞ্চলের আশিনদিঘি ফুটবল মাঠে জনসভা ছিল। সেই সভায় আমি গিয়েছিলাম। হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। ফলে সভা শুরু হয়নি। মাথা বাঁচাতে অনেকেই গাছের তলায় আশ্রয় নেন। বিকেল পাঁচটা নাগাদ প্রচণ্ড জোরে বাজ পড়ে। তাতে বেশ কিছুজন অল্প-বিস্তর আহত হয়। এরপর 9 জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় ৷"
বর্ধমানের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদার বলেন, "বাঁকুড়ার ইন্দাসে তৃণমূল কংগ্রেসের জনসভা ছিল। তা শুরু হওয়ার আগে প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে সভা ভেস্তে যায়। এদিকে ঝড়-বৃষ্টির সময় বাজ পড়লে দলের বহুজন আহত হয়। একজন মারা যান। 9 জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁদের চিকিৎসা চলছে। আহতরা সকলেই তৃণমূলের কর্মী।"

বর্ধমান, 1 মে: বাঁকুড়ার ইন্দাসে তৃণমূল কংগ্রেসের সভা শুরুর আগে বাজ পড়ে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। মৃতের নাম সামেদ মল্লিক (42)। তাঁর বাড়ি ইন্দাসের বাতানিয়া গ্রামে। আহত হয়েছেন অন্ততপক্ষে 50 জন ৷ তাঁদের প্রথমে ইন্দাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে 9 জনের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ইন্দাসের শাশপুর এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জনসভা করেন। তারই পালটা সভা হিসেবে রবিবার বিকালে তৃণমূল কংগ্রেসের জনসভা ছিল। সভার মূল বক্তা ছিলেন দলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। সভা শুরুর আগে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। ফলে অনেকেই পাশে থাকা একটা বটগাছের তলায় গিয়ে আশ্রয় নেন। এরমধ্যে প্রচণ্ড জোরে বাজ পড়ে। ঘটনায় এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন কমপক্ষে 50 জন। তাঁদের সকলকে প্রথমে ইন্দাস হাসপাতালে ভরতি করা হয়। পরে রাতের দিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে 9 জনকে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: তৃণমূলের সভায় এসে বজ্রপাতে মৃত 1, আহত অন্তত 50

আহত তৃণমূল সমর্থক অরূপ কালিন্ডি বলেন, "রবিবার বিকেলে বাঁকুড়ার ইন্দাস থানার শাশপুর অঞ্চলের আশিনদিঘি ফুটবল মাঠে জনসভা ছিল। সেই সভায় আমি গিয়েছিলাম। হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। ফলে সভা শুরু হয়নি। মাথা বাঁচাতে অনেকেই গাছের তলায় আশ্রয় নেন। বিকেল পাঁচটা নাগাদ প্রচণ্ড জোরে বাজ পড়ে। তাতে বেশ কিছুজন অল্প-বিস্তর আহত হয়। এরপর 9 জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় ৷"
বর্ধমানের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদার বলেন, "বাঁকুড়ার ইন্দাসে তৃণমূল কংগ্রেসের জনসভা ছিল। তা শুরু হওয়ার আগে প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে সভা ভেস্তে যায়। এদিকে ঝড়-বৃষ্টির সময় বাজ পড়লে দলের বহুজন আহত হয়। একজন মারা যান। 9 জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁদের চিকিৎসা চলছে। আহতরা সকলেই তৃণমূলের কর্মী।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.