মন্তেশ্বর, 13 জুলাই : বাজার করতে গেছিলেন এক BJP কর্মী । সেসময় মাথায় পিস্তল ঠেকিয়ে তুলে গিয়ে বেধড়ক মারধর করা হয় । মৃত ভেবে তাঁকে চাষের জমিতে ফেলে দেয় দুষ্কৃতীরা । অভিযুক্তরা তৃণমূল কংগ্রেস আশ্রিত । পরে ওই BJP কর্মীকে হাসপাতালে নিয়ে যাওযা যায় । ঘটনাটি কালনার ধেনুয়া গ্রামের ।
2014 সালে CPI(M) থেকে BJP-তে যোগ দেন ঝন্টু শেখ । আজ সকালে কুসুমগ্রাম বাজারে যাচ্ছিলেন । অভিযোগ, তেতুলিয়া বিলের কাছে তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । বেধড়ক মারধরের জেরে সংজ্ঞা হারিয়ে ফেলেন ঝন্টু । মৃত ভেবে তাঁকে চাষের জমিতে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।
তাঁকে উদ্ধার করে মন্তেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । পরে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ঝন্টুর পরিবারের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা আহমেদ শেখের নেতৃত্বে হামলা চালানো হয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন আহমেদ । তাঁর বক্তব্য, ঝন্টুর সঙ্গে কারোর ব্যক্তিগত শত্রুতা ছিল । সেজন্য হামলা চালানো হয়েছে । ঘটনায় তৃণমূলের হাত নেই ।