ETV Bharat / state

পিস্তল ঠেকিয়ে BJP কর্মীকে মার, মৃত ভেবে জমিতে ছুড়ল দুষ্কৃতীরা - Political

বাজার করতে যাওয়ার সময় এক BJP কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয় । তাঁকে মারধর করা হয় । পরে মৃত ভেবে চাষের জমিতে ফেলে দেওয়া হয় । অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

জখম
author img

By

Published : Jul 13, 2019, 8:42 PM IST

Updated : Jul 13, 2019, 9:03 PM IST

মন্তেশ্বর, 13 জুলাই : বাজার করতে গেছিলেন এক BJP কর্মী । সেসময় মাথায় পিস্তল ঠেকিয়ে তুলে গিয়ে বেধড়ক মারধর করা হয় । মৃত ভেবে তাঁকে চাষের জমিতে ফেলে দেয় দুষ্কৃতীরা । অভিযুক্তরা তৃণমূল কংগ্রেস আশ্রিত । পরে ওই BJP কর্মীকে হাসপাতালে নিয়ে যাওযা যায় । ঘটনাটি কালনার ধেনুয়া গ্রামের ।

2014 সালে CPI(M) থেকে BJP-তে যোগ দেন ঝন্টু শেখ । আজ সকালে কুসুমগ্রাম বাজারে যাচ্ছিলেন । অভিযোগ, তেতুলিয়া বিলের কাছে তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । বেধড়ক মারধরের জেরে সংজ্ঞা হারিয়ে ফেলেন ঝন্টু । মৃত ভেবে তাঁকে চাষের জমিতে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।

তাঁকে উদ্ধার করে মন্তেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । পরে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ঝন্টুর পরিবারের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা আহমেদ শেখের নেতৃত্বে হামলা চালানো হয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন আহমেদ । তাঁর বক্তব্য, ঝন্টুর সঙ্গে কারোর ব্যক্তিগত শত্রুতা ছিল । সেজন্য হামলা চালানো হয়েছে । ঘটনায় তৃণমূলের হাত নেই ।

মন্তেশ্বর, 13 জুলাই : বাজার করতে গেছিলেন এক BJP কর্মী । সেসময় মাথায় পিস্তল ঠেকিয়ে তুলে গিয়ে বেধড়ক মারধর করা হয় । মৃত ভেবে তাঁকে চাষের জমিতে ফেলে দেয় দুষ্কৃতীরা । অভিযুক্তরা তৃণমূল কংগ্রেস আশ্রিত । পরে ওই BJP কর্মীকে হাসপাতালে নিয়ে যাওযা যায় । ঘটনাটি কালনার ধেনুয়া গ্রামের ।

2014 সালে CPI(M) থেকে BJP-তে যোগ দেন ঝন্টু শেখ । আজ সকালে কুসুমগ্রাম বাজারে যাচ্ছিলেন । অভিযোগ, তেতুলিয়া বিলের কাছে তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । বেধড়ক মারধরের জেরে সংজ্ঞা হারিয়ে ফেলেন ঝন্টু । মৃত ভেবে তাঁকে চাষের জমিতে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।

তাঁকে উদ্ধার করে মন্তেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । পরে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ঝন্টুর পরিবারের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা আহমেদ শেখের নেতৃত্বে হামলা চালানো হয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন আহমেদ । তাঁর বক্তব্য, ঝন্টুর সঙ্গে কারোর ব্যক্তিগত শত্রুতা ছিল । সেজন্য হামলা চালানো হয়েছে । ঘটনায় তৃণমূলের হাত নেই ।

Intro:পূর্ব বর্ধমান সন্তোষ দাস

বিজেপি করার অপরাধে বাড়ি
থেকে বাজার করতে আসার পথে মাথায় পিস্তল ঠেকিয়ে তুলে নিয়েগিয়ে ব্যাপক মারধর করে মৃত ভেবে তাকে চাষের জমিতে ফেলে চম্পট দেয় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী,এমনি অভিযোগ আক্রান্ত ঝন্টু শেখের পরিজনের,ঘটনাটি কালনার মন্তেশ্বর থানা এলাকার ধেনুয়া গ্রামের, গুরুতর আহত অবস্থায় তাকে মন্তেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়েগেলে পড়ে আহতকে কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করে মন্তেশ্বর থানার পুলিশ,,Body:বাড়ি থেকে বাজার করার উদ্দেশে কুসুমগ্রাম বাজারে আসছিলো বি জে পি এর সংখ্যালঘু নেতা ঝন্টু সেখ,সেই সময় তার মাথায় বন্ধুক ঠেকিয়ে গাড়িতে তুলে নিয়েযাই বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে তেতুলিয়া বিলের কাছে, সেখানে তাকে ব্যাপক মারধর করে জন্যে কয়েক তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা,মারের চোটে জ্ঞান হারিয়ে ফেলে ঝন্টু সেখ,তাকে মৃত ভেবে জমিতে ফেলে পালিয়েযাই দুষ্কৃতীরাConclusion:তৃণমূল নেতা আহমেদ শেখের নেতৃত্বে এই ঘটনা দাবি আক্রান্তের পরিবারের,পরে বাড়ির লোক মন্তেশ্বর থানায় খবর দিলে পুলিশ আহতকে খুঁজে বার করে প্রথমে মন্তেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে অবস্থার অবনতি হওয়ায় তাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়,এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু না বললেও এই টা তাদের পুরোনো ঝামেলার জন্যে আজ অশান্তি বলে দাবি তৃণমূল নেতা আহমেদ,
Last Updated : Jul 13, 2019, 9:03 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.