গলসি, 10 মে : অনুব্রত মণ্ডলকে সংযত হওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন । অনুব্রতকে বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত রাখতে তৃণমূল কংগ্রেসকে চিঠিও পাঠিয়েছিল কমিশন । কিন্তু, তাতেও অবস্থা বদলায়নি। ফের বিতর্কিত মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল । বললেন, "কেউ চোখ দেখালে তার চোখের পরদা নামিয়ে দিন ।"
গতকাল গলসিতে দলীয় প্রার্থীর প্রচারে জনসভায় এসেছিলেন অনুব্রত । সেখানে বক্তব্য রাখতে গিয়ে দলীয় প্রার্থীকে জেতানোর আবেদন করার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দেন অনুব্রত । বলেন, "ভয় দেখাবেন না । ভয় পাবেন না । কেউই ভয় পাবেন না । সেন্ট্রাল ফোর্সকে আমরা স্যালিউট জানাই । আমরা তাদের সম্মান করি । কিন্তু, যদি বুথের ভিতর ঢোকে ছাড়ব না । একবিন্দু ছাড়ব না । তাদের কাজ বুথের বাইরে । সম্মান করি । আবার করব । কিন্তু, অন্যায় করলে ছেড়ে কথা বলব না ।"
এরপরই হুমকি দেন অনুব্রত । বলেন, "কেউ যদি হাত দেখায় নামিয়ে দেবেন । চোখ দেখালে পরদা নামিয়ে দেবেন । বেশি বাড়াবাড়ি যেন না করে । হুমকি দিলে ছাড়বেন না । আমরা আছি । কথা দিলাম বিষ্ণুপুরে ভোটের আগের দিন, ভোটের দিন ও তারপর দিনও থাকব ।"
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "মনে রাখবেন ভোটে মাসল পাওয়ার ব্যবহার হলে আমরাও চুড়ি পরে বসে নেই । যদি কেউ মাসল পাওয়ার ব্যবহার করে তাহলে আমরাও করব । কেউ যদি না করে তাহলে আমরাও করব না ।" নকুলদানা প্রসঙ্গে বলেন, "নকুলদানা এখানেও তো আছে ।"
প্রসঙ্গত, বিতর্কিত মন্তব্য করা অনুব্রতর কাছে নতুন কিছু নয় । রাজনৈতিক মহলের মতে, ভোটের বাজারে তা আরও বেড়েছে । কয়েকদিন আগে কমিশনকে নকুলদানা খাওয়ানোর পরামর্শ দিয়েছিলেন অনুব্রত । যা নিয়ে বিতর্ক কম হয়নি । সেজন্য কমিশন তাঁকে শোকজ় ও সতর্ক করেছিল । এমনকী অনুব্রতকে সংযত করতে তৃণমূল কংগ্রেসকে চিঠিও পাঠিয়েছিল কমিশন ।