ETV Bharat / state

চোখ দেখালে পরদা নামিয়ে দিন : অনুব্রত - police

"কেউ যদি হাত দেখায় নামিয়ে দেবেন । চোখ দেখালে পরদা নামিয়ে দেবেন । বেশি বাড়াবাড়ি যেন না করে । হুমকি দিলে ছাড়বেন না । আমরা আছি ।" বললেন অনুব্রত ।

অনুব্রত মণ্ডল
author img

By

Published : May 10, 2019, 5:23 AM IST

Updated : May 10, 2019, 6:18 AM IST

গলসি, 10 মে : অনুব্রত মণ্ডলকে সংযত হওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন । অনুব্রতকে বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত রাখতে তৃণমূল কংগ্রেসকে চিঠিও পাঠিয়েছিল কমিশন । কিন্তু, তাতেও অবস্থা বদলায়নি। ফের বিতর্কিত মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল । বললেন, "কেউ চোখ দেখালে তার চোখের পরদা নামিয়ে দিন ।"

গতকাল গলসিতে দলীয় প্রার্থীর প্রচারে জনসভায় এসেছিলেন অনুব্রত । সেখানে বক্তব্য রাখতে গিয়ে দলীয় প্রার্থীকে জেতানোর আবেদন করার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দেন অনুব্রত । বলেন, "ভয় দেখাবেন না । ভয় পাবেন না । কেউই ভয় পাবেন না । সেন্ট্রাল ফোর্সকে আমরা স্যালিউট জানাই । আমরা তাদের সম্মান করি । কিন্তু, যদি বুথের ভিতর ঢোকে ছাড়ব না । একবিন্দু ছাড়ব না । তাদের কাজ বুথের বাইরে । সম্মান করি । আবার করব । কিন্তু, অন্যায় করলে ছেড়ে কথা বলব না ।"

এরপরই হুমকি দেন অনুব্রত । বলেন, "কেউ যদি হাত দেখায় নামিয়ে দেবেন । চোখ দেখালে পরদা নামিয়ে দেবেন । বেশি বাড়াবাড়ি যেন না করে । হুমকি দিলে ছাড়বেন না । আমরা আছি । কথা দিলাম বিষ্ণুপুরে ভোটের আগের দিন, ভোটের দিন ও তারপর দিনও থাকব ।"

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "মনে রাখবেন ভোটে মাসল পাওয়ার ব্যবহার হলে আমরাও চুড়ি পরে বসে নেই । যদি কেউ মাসল পাওয়ার ব্যবহার করে তাহলে আমরাও করব । কেউ যদি না করে তাহলে আমরাও করব না ।" নকুলদানা প্রসঙ্গে বলেন, "নকুলদানা এখানেও তো আছে ।"

ভিডিয়োয় শুনুন অনুব্রত মণ্ডলের বক্তব্য

প্রসঙ্গত, বিতর্কিত মন্তব্য করা অনুব্রতর কাছে নতুন কিছু নয় । রাজনৈতিক মহলের মতে, ভোটের বাজারে তা আরও বেড়েছে । কয়েকদিন আগে কমিশনকে নকুলদানা খাওয়ানোর পরামর্শ দিয়েছিলেন অনুব্রত । যা নিয়ে বিতর্ক কম হয়নি । সেজন্য কমিশন তাঁকে শোকজ় ও সতর্ক করেছিল । এমনকী অনুব্রতকে সংযত করতে তৃণমূল কংগ্রেসকে চিঠিও পাঠিয়েছিল কমিশন ।

গলসি, 10 মে : অনুব্রত মণ্ডলকে সংযত হওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন । অনুব্রতকে বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত রাখতে তৃণমূল কংগ্রেসকে চিঠিও পাঠিয়েছিল কমিশন । কিন্তু, তাতেও অবস্থা বদলায়নি। ফের বিতর্কিত মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল । বললেন, "কেউ চোখ দেখালে তার চোখের পরদা নামিয়ে দিন ।"

গতকাল গলসিতে দলীয় প্রার্থীর প্রচারে জনসভায় এসেছিলেন অনুব্রত । সেখানে বক্তব্য রাখতে গিয়ে দলীয় প্রার্থীকে জেতানোর আবেদন করার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দেন অনুব্রত । বলেন, "ভয় দেখাবেন না । ভয় পাবেন না । কেউই ভয় পাবেন না । সেন্ট্রাল ফোর্সকে আমরা স্যালিউট জানাই । আমরা তাদের সম্মান করি । কিন্তু, যদি বুথের ভিতর ঢোকে ছাড়ব না । একবিন্দু ছাড়ব না । তাদের কাজ বুথের বাইরে । সম্মান করি । আবার করব । কিন্তু, অন্যায় করলে ছেড়ে কথা বলব না ।"

এরপরই হুমকি দেন অনুব্রত । বলেন, "কেউ যদি হাত দেখায় নামিয়ে দেবেন । চোখ দেখালে পরদা নামিয়ে দেবেন । বেশি বাড়াবাড়ি যেন না করে । হুমকি দিলে ছাড়বেন না । আমরা আছি । কথা দিলাম বিষ্ণুপুরে ভোটের আগের দিন, ভোটের দিন ও তারপর দিনও থাকব ।"

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "মনে রাখবেন ভোটে মাসল পাওয়ার ব্যবহার হলে আমরাও চুড়ি পরে বসে নেই । যদি কেউ মাসল পাওয়ার ব্যবহার করে তাহলে আমরাও করব । কেউ যদি না করে তাহলে আমরাও করব না ।" নকুলদানা প্রসঙ্গে বলেন, "নকুলদানা এখানেও তো আছে ।"

ভিডিয়োয় শুনুন অনুব্রত মণ্ডলের বক্তব্য

প্রসঙ্গত, বিতর্কিত মন্তব্য করা অনুব্রতর কাছে নতুন কিছু নয় । রাজনৈতিক মহলের মতে, ভোটের বাজারে তা আরও বেড়েছে । কয়েকদিন আগে কমিশনকে নকুলদানা খাওয়ানোর পরামর্শ দিয়েছিলেন অনুব্রত । যা নিয়ে বিতর্ক কম হয়নি । সেজন্য কমিশন তাঁকে শোকজ় ও সতর্ক করেছিল । এমনকী অনুব্রতকে সংযত করতে তৃণমূল কংগ্রেসকে চিঠিও পাঠিয়েছিল কমিশন ।

Intro:কেউ দেখালে নামিয়ে দেবেন, চোখ দেখালে চোখের পর্দা নামিয়ে দেবেন বললেন অনুব্রত

পুলক যশ, গলসি

কেউ যদি হাত দেখায় নামিয়ে দেবেন, চোখ দেখালে পর্দা নামিয়ে দেবেন। গলসিতে শেষ দিনের প্রচারে জনসভা করতে এসে দলীয় কর্মীদের এইভাবে উদ্বুদ্ধ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গ তুলে অনুব্রত মণ্ডল বলেন আমরা আপনারা কেউ ভয় পাবেন না। সেন্ট্রাল ফোর্স কে আমরা স্যালুট করি। কিন্তু যদি তারা বুথের ভিতরে ঢোকে তাহলে ছাড়বো না। এক বিন্দু ছাড় ছাড়বোনা। তাদের কাজ বুথের বাইরে। সেন্ট্রাল ফোর্সকে সম্মান করলেও অন্যায় করলে ছেড়ে কথা বলবো না। কেউ যদি হাত দেখায় নামিয়ে দেবেন, চোখ দেখালে চোখের পর্দা নামিয়ে দেবেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বেশি বাড়াবাড়ি যেন না করে হুমকি দিলে ছাড়বেন না। মনে রাখবেন আমরা আছি। কথা দিলাম বিষ্ণুপুর লোকসভার ভোটের আগের দিন থেকে ভোটের পরের দিনে আমরা থাকবো।
পরে সাংবাদিকদের সামনে বলেন, মনে রাখবেন ভোটে মাসল পাওয়ার ব্যবহার হলে আমরাও চুড়ি পরে বসে নেই। যদি কেউ মাসল পাওয়ার ব্যবহার করে তাহলে আমরাও করব, কেউ যদি না করে তাহলে আমরাও করব না।নকুলদানা প্রসঙ্গে বলেন নকুলদানা এখানেও তো আছে, এরপরেই তিনি কর্মীদের উদ্দেশ্যে হাতে করে নকুলদানা ছুঁড়ে দিতে থাকেন।Body:চোখ দেখালেConclusion:পর্দা নামিয়ে দেবেন
Last Updated : May 10, 2019, 6:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.